সহবাসের সময় কি ব্যবহার করা উচিত

আমাদের আজকের আয়োজন সহবাসের সময় কি ব্যবহার করা উচিত সেই সম্পর্কে। সহবাস একটি প্রাকৃতিক প্রক্রিয়া। সহবাসকে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ করতে বেশ কিছু উপায় অবলম্বন করতে পারেন। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে লুব্রিকেন্ট জেল, কনডম, গর্ভনিরোধক পিল ইত্যাদি ব্যবহার করতে পারেন। সহবাসের সময় যোনির পিচ্চিলতা বাড়াতে লুব্রিকেন্টের পাশাপাশি কিছু তেলও ব্যবহার করতে পারেন। চলুন জেনে নেয়া যাক, সহবাসের সময় কি ব্যবহার করা উচিত :-

সহবাসের সময় কি ব্যবহার করা উচিত

কনডম ব্যবহার

গর্ভধারনরোধ ও যৌনসংক্রান্ত রোগ এড়াতে কনডম ব্যবহার করতে পারেন। কনডম ব্যবহারে যেমন যৌনরোগ থেকে বাঁচা যায় তেমনি গর্ভধারণও রোধ করা যায়। সহবাসের পর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে কনডম খুবই গুরুত্বপূর্ণ।

সহবাসের সময় কি ব্যবহার করা উচিত
সহবাসের সময় কি ব্যবহার করা উচিত

কনডম ছাড়া অন্য পদ্ধতি

অনেকে কনডম ব্যবহারে স্বাচ্ছন্দবোধ করে না, তাদের জন্যও বিকল্প পদ্ধতি রয়েছে। গর্ভধারনরোধ করতে জন্মনিরোধক পিল সেবন করতে পারেন। সঠিকভাবে জন্মনিরোধক পিল সেবন করতে পারলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারনের ঝুঁকি থাকে না। তবে জন্মনিরোধক পিলের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এছাড়া জন্মনিরোধক ইনজেকশনও নিতে পারেন। ইনজেকশন নেওয়ার পর ৩ মাস পর্যন্ত নিশ্চিন্ত থাকা যায়।

আরও পড়ুন:- বাচ্চা না হলে কি কি টেস্ট করতে হয়

লুব্রিকেন্ট ব্যবহার

সহবাসের সময় অনেকের যৌনিপথ পিচ্ছিল হয় না। ফলে সহবাসে ব্যথা অনুভব হয়। সহবাসে যথেষ্ট পিচ্ছিল না হলে লুব্রিকেন্ট জেল ব্যবহার করতে পারেন। ফার্মেসীতে বিভিন্ন ধরনের লুব্রিকেন্ট জেল পাওয়া যায়। জল ভিত্তিক লুব্রিকেন্ট, সিলিকন ভিত্তিক লুব্রিকেন্ট ইত্যাদি। লুব্রিকেন্ট জেল ব্যবহার করলে সহবাসে পিচ্চিলতা বেড়ে যায়, ফলে সহবাস আরামদায়ক হয়ে যাবে।

সহবাসের সময় কি ব্যবহার করা উচিত
সহবাসের সময় কি ব্যবহার করা উচিত

নারিকেল তেলের ব্যবহার

নারিকেল তেলকে প্রাকৃতিক লুব্রিকেন্ট বলা হয়। সহবাসের সময় নারিকেল তেলকে লুব্রিকেন্টের মতো ব্যবহার করা যাবে। তবে কনডমের সাথে নারিকেল তেল ব্যবহার না করাই ভালো। এতে কনডমের কার্যকারিতা কমে যাবে। সহজেই কনডম ফেটে যাবে। তবে নারিকেল তেল দিয়ে সহবাস বেশ আরামদায়ক ও নিরাপদ।

থুথু ব্যবহার

সহবাসের সময় অনেকে থুথু ব্যবহার করে। আগে যখন লুব্রিকেন্ট জেল ছিল না তখন সহবাস করতে মানুষ থুথু ব্যবহার করতো। তবে সহবাসের সময় থুথু ব্যবহার নিরাপদ নয়। এতে জীবানু দ্বারা নানা প্রকার যৌনরোগ হতে পারে। তাই সহবাসে থুথু ব্যবহার করা উচিত নয়।

আরও পড়ুন:- সহবাসের সময় গ্লিসারিন ব্যবহার

অলিভ অয়েল ব্যবহার

সহবাসের সময় অলিভ অয়েল ব্যবহারে বেশ আরাম পাওয়া যায়। সহবাসে অলিভ অয়েল তেলে ব্যবহার বেশ জনপ্রিয়। সাধারন নারিকেল তেলের চেয়ে অলিভ অয়েল ব্যবহার করলে বেশি আরাম পাওয়া যায়। সহবাসে কিছুটা সময় বেড়ে যায়। তবে অলিভ অয়েলের সাথেও কনডম ব্যবহার করা উচিত নয়। এতে কনডমের কার্যকারিতা কমে যায়।

সহবাসের সময় কি ব্যবহার করা উচিত
সহবাসের সময় কি ব্যবহার করা উচিত

সতর্কতা

  • মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কনডম ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।
  • জন্মনিরোধক পিল গর্ভাধারনের জন্য কার্যকরী তবে এসব পিল ব্যবহারের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।
  • সহবাসের পিচ্চিলতা বাড়াতে লুব্রিকেন্টের পাশাপাশি নারিকেল তেল, অলিভ অয়েল ইত্যাদি ব্যবহার করতে পারেন।
  • সহবাসের সময় যে কোনো পন্য ব্যবহারের পূর্বে মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নিতে হবে। সহবাসের সময় নিজেদের এবং সঙ্গীর সুরক্ষা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।

আমাদের আজকের আয়োজন ছিলো সহবাসের সময় কি ব্যবহার করা উচিত সেই সম্পর্কে। সহবাসকে আরামদায়ক করতে বিভিন্ন পণ্য ব্যবহার করা যায়। সহবাসের ঘর্ষণ কমাতে লুব্রিকেন্ট জেলের পাশাপাশি বিভিন্ন তেল ব্যবহার করতে পারেন। এছাড়া যৌনরোগ এড়াতে কনডম ব্যবহার করাই বেশি নিরাপদ। তবে যারা কনডম ব্যবহারে অস্বস্তি বোধ করেন তারা জন্মনিরোধক পিল ব্যবহার করতে পারেন। জন্মনিরোধক পিল ছাড়াও ইনজেকশন ব্যবহার করা যায়। এতে ৩মাস পর্যন্ত নিশ্চিন্তে থাকা যায়। আপনার জন্য কোন পদ্ধতি সঠিক তা বুঝে নিন। এজন্য ডাক্তারের পরামর্শ নিতে পারেন।

ponamas।পোনামাছ। সহবাসের সময় কি ব্যবহার করা উচিত

ছবি সংগ্রহীত।

Leave a Comment