যোনিতে অলিভ অয়েল দিলে কি হয়

আমাদের আজকের আয়োজন যোনিতে অলিভ অয়েল দিলে কি হয় সেই সম্পর্কে। যোনি সুরক্ষায় অনেকে অনেক কিছু ব্যবহার করে থাকে। তার মধ্যে অলিভ অয়েল অন্যতম। তবে যোনিতে অলিভ অয়েল ব্যবহার কতটা উপযোগী তা আগে জেনে নিতে হবে। যোনির ভিতরের অংশটা অত্যন্ত সংবেদনশীল, তাই একটু বাড়তি যত্ন নিতে হবে। চলুন জেনে নেয়া যাক, যোনিতে অলিভ অয়েল দিলে কি হয় :-

যোনিতে অলিভ অয়েল দিলে কি হয়

  • যোনিতে অলিভ অয়েল প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। নিয়মিত অলিভ অয়েল ব্যবহারে যোনির ত্বক মসৃণ ও নরম হয়ে ওঠে। যোনির সুরক্ষার জন্য অলিভ অয়েল খুবই উপকারি।
  • যোনির জ্বালাপোড়া ও চুলকানি কমাতেও অলিভ অয়েল খুব উপকারি। তবে অলিভ অয়েল শুধু যোনির বাইরেই ব্যবহার করতে হবে।
  • চরম উত্তেজনা মূহুর্তেও যাদের যৌনরস বা কাম রস বের হয় না, তারা যোনির শুষ্কতা কমাতে অলিভ অয়েল ব্যবহার করে দেখতে পারেন।
  • অতিরিক্ত অলিভ অয়েল ব্যবহার করলে যোনির PH স্তরের পরিবর্তন হতে পারে। যা যোনির স্বাস্থ্যের জন্য খুবই ঝুকিপূর্ণ।
  • যোনি একটি অত্যন্ত সংবেদনশীল জায়গা, তাই অলিভ অয়েল ব্যবহারে যোনিতে চুলকানি হতে পারে। এমন সমস্যা দেখা গেলে অবশ্যই অলিভ অয়েল ব্যবহার পরিত্যাগ করতে হবে।
  • অলিভ অয়েল শুধু যোনির বাইরের অংশে ব্যবহার করার জন্য। কোনো ভাবেই অলিভ অয়েল ভিতরে প্রবেশ করানো যাবে না। এতে যোনি ক্ষতিকর ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হতে পারে।
যোনিতে অলিভ অয়েল দিলে কি হয়
যোনিতে অলিভ অয়েল দিলে কি হয়

আরও পড়ুন:- যোনিতে নারিকেল তেল দিলে কি হয়

সতর্কতা

  • অলিভ অয়েল ব্যবহারের পূর্বে অবশ্যই তেলের অ্যালার্জি পরিক্ষা করে নিতে হবে।
  • অলিভ অয়েল যোনির ভিতরে সরাসরি ব্যবহার করা যাবে না।
  • কনডমের সাথে অলিভ অয়েল ব্যবহারের যাবে না। এতে কনডম ফেটে যেটে পারে।
  • অলিভ অয়েল ব্যবহারে কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

আমাদের আজকের আয়োজন ছিলোযোনিতে অলিভ অয়েল দিলে কি হয় সেই সম্পর্কে। অলিভ অয়েল যোনির জন্য উপকারি হলেও, যোনিতে ব্যবহারের পূর্বে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করবে হবে। অতিরিক্ত অলিভ অয়েল ব্যবহারে যোনির সুরক্ষা দুর্বল হয়ে পড়ে। তাই যোনিতে নানা ধরনের যৌন রোগ হয়ে থাকে।

ponamas। পোনামাছ। যোনিতে অলিভ অয়েল দিলে কি হয়।

ছবি সংগ্রহীত।

Leave a Comment