বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায়
বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায়

বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায়

রূপচর্চার সহজ এক উপকরণ বেসন। রান্নার কাজে ব্যবহৃত বেসন, রূপচর্চায়ও এর অবদান কোনো অংশে কম নয়। ত্বকের যত্ন নেয়ার জন্য প্রাকৃতিক উপাদান গুলোর মধ্যে বেসন সর্বোত্তম। আজ আমরা দেখাতে চলেছি বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায়। বেসন ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে তুলে। কিন্তু অনেকেই বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায় বা বেসন দিয়ে কিভাবে রূপচর্চা করতে হয় তা জানে না। ত্বক পরিষ্কার করতে, ত্বকের শুষ্কতা দূর করতে, বয়সের ছাপ কমাতে এবং তেলের প্রকোপ কমাতে বেসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন এবার জেনে নেয়া যাক, বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায় :-

মুখে বেসন ব্যবহারের নিয়ম :-

১) যাদের ত্বক তৈলাক্ত তারা দুই চা চামচ টক দই ও তিন চা চামচ বেসন এক সাথে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি ব্যবহারের ফলে ত্বকের ময়লা দূর করার পাশাপাশি ত্বকের অতিরিক্ত তেল কমায়।

২) (তৈলাক্ত ত্বকের জন্য বেসনের ফেসপ্যাক) যারা ত্বক উজ্জ্বল করতে চান তারা ৪ টেবিল চা চামচ কাঁচা দুধ, ১ টেবিল চামচ বেসন ও পরিমান মত বাদাম তেল মিশিয়ে মুখে লাগান।  ২০ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই প্যাক ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে। বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায় এর মধ্যে সবচেয়ে অন্যতম এই প্যাকটি। 

৩) যাদের ব্রণের সমস্যা আছে তারা ব্যবহার করতে পারেন পিম্পল বেসন মাস্ক। ১ চা চামচ দুধ, ২ চা চামচ স্যানডালউট পাউডার ও দুই চা চামচ বেসন এক সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার মুখে পেস্ট লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। 

৪) মুখের বলিরেখা কমাতে এক চা চামচ বেসনের সাথে সমপরিমাণ মধু ভালোভাবেই মিশিয়ে নিন।  এবার মুখে প্যাকটি ব্যবহার করে ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন প্যাকটি ব্যবহারে বলিরেখা কমে আসবে এবং শুষ্কতা কমে যাবে। 

৫) মুখের কালচে ভাব দূর করতে ১ চা চামচ টক দই, এক চা চামচ লেবুর রস ও ৪ চা চামচ বেসন একসাথে মিশিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করুন। এবার ঘাড়ে ও মুখে পেস্টটি লাগিয়ে রাত পর্যন্ত অপেক্ষা করুন। বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায় এর মধ্যে সবচেয়ে সেরা এই প্যাকটি। 

৬) পরিমাণ মতো দুধ ও বেসন এক সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। প্যাকটি মুখে ব্যবহার করে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এই প্যাকটি ব্যবহারে ত্বকের মৃত কোষের স্তর সরিয়ে ত্বককে করে তুলে সজীব ও প্রাণবন্ত। এটি সপ্তাহে একবার ব্যবহার করুন। 

৭) আন্ডারআর্মের ও ঘাড়ের কালো দাগ নিয়ে অনেকেই বিব্রত অবস্থায় থাকে।এসব জায়গার কালো দাগ দূর করতে কাঁচা হলুদ, টক দই ও বেসন পরিমাণ মতো নিয়ে আন্ডারআর্মের কালো জায়গায় লাগান। ভালো ফলাফলের জন্য প্যাকটি প্রতিদিন ব্যবহার করুন। 

৮) মুখের অবাঞ্ছিত লোম দূর করতে ব্যবহার করতে পারেন বেসন।বেসন এবং মেথির গুঁড়ো একসাথে পেস্ট তৈরি করুন।  এবার মুখে যেসব জায়গায় লোম রয়েছে সেখানে এই পেস্টটি লাগান। ভালো ফলাফলের জন্য পেস্টটি প্রতিদিন ব্যবহার করুন। 

৯) যেকোনো ক্ষতের দাগ দূর করতে ডাবের পানি ও বেসন একসঙ্গে মিশিয়ে দাগের উপর লাগিয়ে রাখুন। ২৫ মিনিট পর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে একদিন ব্যবহার করুন। ধীরে ধীরে দাগ কমে এলে প্যাক ব্যবহার কমিয়ে আনুন। 

বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায়

১০) ত্বকের শুষ্কতা কমাতে ও নরম করতে ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। এজন্য বেসনের সঙ্গে সমপরিমাণ গাঁদা ফুল মিশিয়ে ভালোভাবে বেটে নিন। এবার মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। 

বেসন দিয়ে রূপচর্চা :-

বেসন সাধারণত রান্নার কাজে ব্যবহার করা হয় তা আমরা সবাই জানি। তবে বেসন দিয়ে রূপচর্চা করা যায় তা আমাদের অনেকেরই অজানা। বেসন দিয়ে রূপচর্চা করার জন্য এটি ব্যবহার করে ফেসপ্যাক ফেসস্ক্রাব তৈরি করে ব্যবহার করতে পারেন। বেসনের সাথে গোলাপজল, দুধ, লেবুর রস, শসা ইত্যাদি ব্যবহার করে মিশ্রণ তৈরি করে ত্বকে ব্যবহার করতে পারেন। বেসন দিয়ে রূপচর্চা করার উপায় সম্পর্কে জানতে চাইলে আমাদের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। 

মুখে বেসন মাখার অপকারিতা :-

বেসন ব্যবহারকারীদের মুখে অনেক সময় শোনা যায়, বেসন ব্যবহারের ফলে তাদের ত্বক আগের থেকে একটু বেশি শুষ্ক হয়ে যায়। এজন্য যাদের ত্বক আগে থেকেই শুষ্ক তাদের বেসন ব্যবহার না করাই ভালো। আর যদি বেসন ব্যবহার করা একান্তই প্রয়োজন মনে করেন তাহলে পাঁচ মিনিটের বেশি লাগিয়ে রাখবেন না। 

আরও পড়ুন :- নবজাতকের চর্মরোগ হলে করণীয় কী?

ponamas। পোনামাছ। বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায়।

ছবি সংগ্রহীত। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *