মা হওয়া পৃথিবীর সবচেয়ে বড় সুখ। প্রেগনেন্সির সময় একজন নারীর শরীরে বিশেষ কিছু পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তন গুলোকে প্রেগনেন্সি প্রাথমিক লক্ষণ হিসেবে ধরা যায়। অনেকেই পিরিয়ড মিস হওয়ার আগে গর্ভবতী হওয়ার লক্ষণ গুলো সম্পর্কে জানতে চান। পিরিয়ড মিস হওয়ার আগে কিছু লক্ষণ দেখা দিতে পারে যা গর্ভধারণের ইঙ্গিত দেয়। এই ইঙ্গিত গুলো সঠিকভাবে বুঝতে পারলেই বুঝতে পারবেন আপনি গর্ভবতী হয়েছেন কি না। চলুন জেনে নেয়া যাক, পিরিয়ড মিস হওয়ার আগে গর্ভবতী হওয়ার লক্ষণ :-
পিরিয়ড মিস হওয়ার আগে গর্ভবতী হওয়ার লক্ষণ গুলো হলো:-
পিরিয়ড মিস হওয়া: পিরিয়ড মিস হওয়াকে আপনি প্রাথমিক লক্ষণ হিসেবে ধরতে পারেন। যদি যৌন সম্পর্কের আগে আপনার পিরিয়ড নিয়মিত থাকে এবং সম্পর্কের পরে পিরিয়ড মিস হয়ে যায় তবে তা প্রেগনেন্সির প্রাথমিক ইঙ্গিত দিয়ে থাকে।
মাথা ব্যথা এবং মাথা ভারী হওয়া: প্রেগনেন্সির শুরু থেকেই মাথাব্যথা অনুভব হতে পারে। গর্ভাবস্থায় প্রাথমিক পর্যায়ে হরমোনের স্তর বৃদ্ধি এবং রক্ত সঞ্চালন জন্য এই ধরনের সমস্যা দেখা যায়। পিরিয়ড মিস হওয়ার আগে ক্লান্তি অনুভব হওয়ার পাশাপাশি তীব্র মাথাব্যথা হতে পারে।

খিদে বেড়ে যাওয়া বা খেতে অরুচি: গর্ভধারণের পরপরই অধিকাংশ মেয়েদের খাবারের প্রতি অরুচি চলে আসে। খিদে বা অরুচি কিন্তু প্রেগনেন্সির লক্ষণ। প্রেগনেন্সির অবস্থায় নারীদের বিভিন্ন ধরনের খাবার খাওয়ার ইচ্ছে জাগে।
বমিবমি ভাব:- প্রেগনেন্সির সময় একেবারে সাধারণ লক্ষণ হল মর্নিং সিকনেস বা বমিবমি ভাব।বমি হতেও পারে আবার কারো ক্ষেত্রে নাও হতে পারে। এটি সাধারণত প্রেগনেন্সির এক মাস পর থেকে শুরু হয়।
স্তনের সংবেদনশীলতা:- প্রেগনেন্সির সময় স্তনের পরিবর্তন লক্ষ্য করা যায়। স্তনে ব্যথা, ফোলে যাওয়া এবং সংবেদনশীলতা প্রেগনেন্সির একটি লক্ষণ। এছাড়াও নিপলের রং ও আকার পরিবর্তন হয়।

বার বার টয়লেট পাওয়া:- বারবার টয়লেটে যাওয়াও গর্ভধানের একটি প্রাথমিক লক্ষণ। প্রেগনেন্সির সময় দিনে স্বাভাবিকের চেয়ে বেশি প্রস্রাব পেতে পারে। এ সময় কিডনি বেশি সক্রিয় হয়ে থাকে।
এছাড়াও বেশ কিছু পিরিয়ড মিস হওয়ার আগে গর্ভবতী হওয়ার লক্ষণ দেখা যায়। যেমন:-
- স্তন নরম হয়ে যাওয়া।
- মেজাজ পরিবর্তন হওয়া।
- ঘনঘন প্রস্রাবের বেগ।
- পেট ফুলে যাওয়া।
- ক্লান্তি বোধ হওয়া।
- অতিরিক্ত লালা তৈরি হওয়া।
- খাবারের প্রতি অনীহা।
- বুক জ্বালা করা ।
- মাথা ব্যথা করা।
আরও পড়ুন:- পিরিয়ড বন্ধ হওয়ার লক্ষণ
এগুলোকেই পিরিয়ড মিস হওয়ার আগে গর্ভবতী হওয়ার লক্ষণ হিসেবে ধরা হয়ে থাকে। তবে নিশ্চিত হতে অবশ্যই প্রেগনেন্সি টেস্ট করে নিতে পারেন। বর্তমানের উন্নত প্রেগনেন্সি টেস্ট কিট ব্যবহার করে গর্ভধারণের নয় দিনের মধ্যেই আপনি গর্ভবতী হয়েছেন কিনা তা জানতে পারেন।
ponamas। পোনামাছ। পিরিয়ড মিস হওয়ার আগে গর্ভবতী হওয়ার লক্ষণ।
ছবি সংগ্রহীত।