গোলাপ ফুলের চা রেসিপি 

গোলাপ ফুল সবাই ভালোবাসে। আর চা তো আমরা রোজই খেয়ে থাকি। আপনার পছন্দের চা যদি হয় গোলাপ ফুলের তাহলে ব্যাপারটা কেমন হয়!  এমনই এক স্পেশাল চায়ের রেসিপি নিয়ে আমাদের আজকের আয়োজন আর তা হলো গোলাপ ফুলের চা রেসিপি। এটি তৈরি করা যেমন সহজ তেমনি খেতেও বেশ সুস্বাদু। চলুন দেরি না করে দেখে নেয়া যাক, গোলাপ দিয়ে চা বানানোর রেসিপি :-

গোলাপ ফুলের চা রেসিপি

গোলাপ চা তৈরির উপকরণ :-

  • গোলাপের পাপড়ি- ১০ টি
  • ‎চা পাতা- আধা চা চামচ
  • ‎পানি- দেড় কাপ
  • ‎মধু- ১ টেবিল চামচ।

গোলাপ চা তৈরির পদ্ধতি (how to make rose tea) :-

১) প্রথমে একটি পাত্রে পানি ফুটিয়ে নিন।

‎২) পানি ফুটানো হয়ে গেলে গোলাপ ফুলের ১০ টি পাপড়ি দিয়ে দিন। পাপড়ি দিয়ে তিন-চার মিনিট ঢেকে রাখুন।

‎৩) এবার ঢাকনা তুলে চা পাতা দিয়ে দিন।

‎৪) কিছু সময় পর ছাকনি দিয়ে ছেঁকে কাপে ঢেলে মধু দিয়ে পরিবেশন করুন।

‎ব্যস প্রস্তুত হয়ে গেল মজাদার গোলাপ ফুলের চা রেসিপি। ভালোবাসার মানুষকে চমকে দিতে আজই  বাসায় গোলাপ ফুল দিয়ে চা বানিয়ে ফেলুন।

গোলাপ ফুলের চায়ের উপকারিতা :-

চোখের তলায় কালচে ছোপ কমাতে খেতে পারেন গোলাপ ফুলের চা।এছাড়া হজমের সমস্যা, মাইগ্রেন, মাথা যন্ত্রণা, বমি বমি ভাব, মুখের ঘা, পুরুষদের বন্ধ্যাত্বের সমস্যা, উদ্বেগ ইত্যাদি রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে গোলাপ ফুলের চা ( rose tea) ।

আরও পড়ুন:- স্ট্রবেরি মিল্ক পুডিং

ponamas। পোনামাছ। গোলাপ ফুলের চা রেসিপি। rose tea recipe ।

‎রেসিপি:- আফিয়া জান্নাত

‎ছবি সংগ্রহীত।

Leave a Comment