বানানা প্যানকেক তৈরির রেসিপি

আমাদের প্রতিদিনের জীবনে চাই পুষ্টিকর ও সুস্বাদু খাবারের রেসিপি। বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করতে পারেন মজাদার বানানা প্যানকেক ।খুব সহজে অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় বানানা প্যানকেক রেসিপি। চলুন দেরি না করে দেখে আসি বানানা প্যানকেক তৈরির রেসিপি

প্যানকেক বানানোর রেসিপি 

প্যানকেক তৈরির উপকরণ 

  • কলা- ২টি
  • তেল– ২ চা চামচ
  • চিনি– ২ চা চামচ
  • ডিম- ২টি
  • ময়দা- ১ কাপ
  • বেকিং পাউডার- ১/২ চা চামচ
  • লিকুইড মিল্ক- ৩ টেবিল চামচ
  • ভ্যানিলা এসেন্স- ১/২ চামচ
  • লবণ- এক চিমটি

বানানা প্যানকেক তৈরির রেসিপি

প্রথমে কলা গুলো ভালোভাবে ম্যাশ করে নিন।এবার এর সাথে চিনি, বেকিং পাউডার, ময়দা,লবন ও ডিম দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। 

এবার এর সাথে লিকুইড মিল্ক ও ভ্যানিলা এসেন্স দিয়ে দিন।

এবার একটি কড়াইতে তেল গরম করে নিন। এবার প্যানকেকের বাটার থেকে পরিমান মতো নিয়ে কড়াইতে ছড়িয়ে নিন।

এবার ডাকনা দিয়ে ঢেকে দিন এবং অল্প আঁচে প্যানকেক তৈরি করুন।

এক পাশে রং হয়ে গেলে সাবধানে উল্টে দিন

ব্যস প্রস্তুত হয়ে গেলো মজাদার বানানা প্যানকেক তৈরির রেসিপি। তাহলে আজই বাড়িতে ট্রাই করে নিন মজাদার রেসিপিটি। 

ছবি- সংগৃহীত

Leave a Comment