ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো
ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো

ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো

সুন্দর, মসৃণ, উজ্জ্বল ও ব্রণহীন ত্বক পেতে আমরা ফেসওয়াস ব্যবহার করি। কিন্তু নিয়মিত ফেসওয়াস ব্যবহার করা সত্ত্বেও আমাদের মুখে ব্রণ দেখা যায়। এর প্রধান কারণ হচ্ছে ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো তা না জেনেই আমরা ফেসওয়াস ব্যবহার করতে থাকি। আজ আমরা এমনই কিছু ফেসওয়াশ নিয়ে আলোচনা করবো যা তৈলাক্ত ত্বকের জন্য তৈরি এবং এসব ফেসওয়াস মুখে ব্যবহারে ব্রণ বের হবে না, ত্বক দেখাবে ঝকঝকে উজ্জ্বল। চলুন জেনে নেই ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো :-

ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো

নিমো ফেসওয়াস (Neemo Face Wash)

ফেসওয়াশটিতে ব্যবহার করা হয়েছে নিম, অ্যালোভেরা, প্রয়োজনীয় ভেষজ উপাদান। যা ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করে এবং ত্বককে সতেজ ও প্রাকৃতিকভাবে সুস্থ রাখে। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ফেসওয়াসটি ব্রণের সমস্যার জন্য দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে। ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো এ প্রশ্নের উত্তরে থাকছে (Neemo Face Wash)।

Neemo Face Wash
Neemo Face Wash
Neutrogena Clear & Defend Facial Wash

ফেসওয়াসটিতে ব্যবহার করা হয়েছে স্যালিসাইলিক এসিড যা ত্বক রাখে ওয়েল ফ্রী এবং ব্রন রিমুভ করার জন্য বেস্ট একটিভ সলিউশন। ফেসওয়াসটি ব্যবহারে ত্বকের PH লেভেল মেইনটেইন করে একনে স্পট রিমুভ করে। এছাড়া ত্বককে প্রোপারলি ক্লিন করে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে।

Neutrogena Clear & Defend Facial Wash
Neutrogena Clear & Defend Facial Wash
Neutrogena Clear & Defend Facial Wash
ডার্মালজিকা ব্রেকআউট ক্লিয়ারিং ফোমিং ওয়াশ

ফেসওয়াসটিতে ব্যবহার করা হয়েছে স্যালিসাইলিক এসিড যা ত্বককে গভীর থেকে জীবন মুক্ত রাখে। এছাড়াও ফেসওয়াশটিতে রয়েছে টি ট্রি, ল্যাভেন্ডা, ক্যামেলিয়া সাইনেন্সিসের মতো আটটি ভেষজ উপাদান। যা ত্বককে স্নিগ্ধ এবং ব্রণ মুক্ত রাখে। ত্বককে গভীর থেকে পরিষ্কার করতে ডার্মালজিকা ব্রেকআউট ক্লিয়ারিং ফোমিং ওয়াশ থেকে ভালো কিছু হতে পারে না। ফেসওয়াশটি ত্বককে জীবনু মুক্ত, মৃত কোষ এবং তেল সরিয়ে মুখ পরিষ্কার রাখে এবং ব্রণ হতে দেয় না।

ডার্মালজিকা ব্রেকআউট ক্লিয়ারিং ফোমিং ওয়াশ
ডার্মালজিকা ব্রেকআউট ক্লিয়ারিং ফোমিং ওয়াশ
আরও পড়ুন :- ব্রণের দাগ দূর করার ক্রিমের নাম

আমাদের আজকের আয়োজন ছিল ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো সেই সম্পর্কে। ত্বকের ধরন অনুযায়ী ফেসওয়াস নির্বাচন করা অত্যন্ত জরুরী। এজন্য একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

ponamas।পোনামাছ। ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো।

ছবি সংগ্রহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *