‎চিকেন নাগেটস রেসিপি
‎চিকেন নাগেটস রেসিপি

‎চিকেন নাগেটস রেসিপি

‎চিকেন নাগেটস ছোট-বড় সবার কাছে পছন্দের একটি খাবার। চিকেন ফ্রাই এর মতো চিকেন নাগেটস রেসিপি ( chicken nuggets recipe)ও জনপ্রিয় একটি ফাস্টফুড। তাই আজ আমার দেখাতে চলেছি, ‎চিকেন নাগেটস রেসিপি তৈরির পদ্ধতি। বিকেলের স্ন্যাক এ মুচমুচে কিছু খেতে চাইলে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন চিকেন নাগেটস।এটি খেতে যেমন সুস্বাদু তেমনি তৈরি করাও সহজ। চলুন দেরি না করে দেখে নেয়া যাক, ‎চিকেন নাগেটস রেসিপি তৈরির পদ্ধতি :-

‎চিকেন নাগেটস তৈরির উপকরণ :-

  • মুরগির মাংসের কিমা -৫০০ গ্রাম
  • ‎রসুন বাটা -১চা চামচ 
  • ‎পানি -১/২ কাপ
  • ‎ময়দা-১/২কাপ
  • ‎ব্রেড ক্রম্ব- ১কাপ
  • ‎পেঁয়াজ -১টি (কাটা)
  • ‎ডিম-১টি
  • ‎পাউরুটির স্লাইস -৬টি
  • ‎গোল মরিচ গুঁড়ো -১/৪ চা চামচ
  • ‎তেল- ভাজার জন্য
  • ‎লবণ- ১ চা চামচ।

‎চিকেন নাগেটস রেসিপি তৈরির পদ্ধতি :-

‎১) প্রথমে মুরগির মাংসের কিমা, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ, রসুন, পাউরুটির স্লাইস ও লবন এক সাথে মিশিয়ে নিন।‎

২) এবার একটি বাটিতে এই মিশ্রণটি রাখুন। এক টেবিল চামচ করে মিশ্রণ নিয়ে নাগেটসের আকৃতি দিন। ‎

৩) এবার একটি পাত্রে ডিম ফেটিয়ে পানি মিশিয়ে নিন। এবার অন্য একটি পাত্রে ব্রেড ক্রাম্ব নিন।

‎৪) এবার নাগেটস গুলোতে এক এক করে ময়দা,  ডিম ও ব্রড ক্রাম্ব মেখে নিন।‎

৫) এবার একটি কড়াইতে তেল গরম করে নিন। গরম ডুবো তেলে নাগেট গুলো সোনালী রঙে ভেজে তুলুন। ‎

ব্যস প্রস্তুত হয়ে গেল মজাদার ‎চিকেন নাগেটস রেসিপি।আপনার পছন্দের সসের সাথে উপভোগ করুন চিকেন নাগেট (chicken nuggets)। এছাড়া  গরম চা কিংবা কফির সঙ্গে একদম পারফেক্ট কম্বিনেশন এটি।‎

ponamas।পোনামাছ। chicken nuggets recipe। চিকেন নাগেটস রেসিপি।

ছবি সংগ্রহীত। ‎

রেসিপি- আফিয়া জান্নাত (প্রিয়াংকা)

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *