গোপনাঙ্গের অবাঞ্ছিত লোম দূর করার উপায়

আমাদের আজকের আয়োজন গোপনাঙ্গের অবাঞ্ছিত লোম দূর করার উপায় সম্পর্কে। গোপনাঙ্গে লোম হওয়া সাধারন একটি ঘটনা। ইসলামিক ভাবে গোপনাঙ্গের লোম পরিষ্কার করা ওয়াজিব। চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার করা জরুরি। তবে লোম পরিষ্কার করার ক্ষেত্রে নানা রকম সমস্যায় পড়তে হয়। গোপনাঙ্গের লোম পরিষ্কার করার বেশ কিছু পদ্ধতি রয়েছে। সঠিক পদ্ধতি নির্বাচনের মাধ্যমে লোম পরিষ্কার করলে এই সমস্যা সমাধান করা যায়। চলুন জেনে নেয়া যাক, গোপনাঙ্গের অবাঞ্ছিত লোম দূর করার উপায় :-

গোপনাঙ্গের অবাঞ্ছিত লোম দূর করার উপায়

শেভিং (Shaving)

অবাঞ্চিত লোম দূর করার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো শেভিং করা। শেভিং এর সবচেয়ে সুবিধা হলো খুব জলদি ও কম খরচে যৌনাঙ্গের লোম পরিষ্কার করা যায়। শেভিং এর জন্য ভালো মানের একটা রেজার ব্যবহার করা উচিত। ভালো মানের রেজার না হলে ভালোভাবে লোম পরিষ্কার করা যায় না। প্রথমে পানি দিয়ে লোম গুলো হালকা করে ভিজিয়ে নিন। এবার শেভিং জেল বা সাবান দিয়ে লোমে লাগান। এবার রেজারের সাহায্যে ধীরে ধীরে লোম কাটা শুরু করুন। শেভিং শেষে একটা ময়েশ্চারাইজার বা অ্যালোভেরা জেল ব্যবহার করুন।

গোপনাঙ্গের অবাঞ্ছিত লোম দূর করার উপায়
গোপনাঙ্গের অবাঞ্ছিত লোম দূর করার উপায়

হেয়ার রিমুভাল ক্রিম

নাভীর লোম দূর করার আরেকটি কার্যকরী পদ্ধতি হলো হেয়ার রিমুভাল ক্রিম। এই পদ্ধতি ব্যবহার করে অল্প সময়েই গোপনাঙ্গের লোম দূর করা যায়। প্রথমে একটি ভালো হেয়ার রিমুভাল ক্রিম নিয়ে নিন। এবার হালকা গরম পানি দিয়ে নাভীর নিচের লোম পরিষ্কার করে নিন। এবার খুব সতর্ক ভাবে গোপনাঙ্গের লোমে ক্রিম লাগান। এবার ৫-১০ মিনিট পর ভালোভাবে ধুয়ে ফেলুন। তবে বার বার হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করা উচিত না।

গোপনাঙ্গের অবাঞ্ছিত লোম দূর করার ঘরোয়া উপায়
গোপনাঙ্গের অবাঞ্ছিত লোম দূর করার ঘরোয়া উপায়

ওয়াক্সিন (waxing)

গোপনাঙ্গের আর একটি পদ্ধতি হলো ওয়াক্সিন। ওয়াক্সিন ব্যবহারে করে দীর্ঘ দিন এর সুবিধা পাওয়া যায়। তবে এটি একটি ব্যথা নাশক ব্যবস্থা। এর ফলে অনেক মানুষই এটি করতে চায় না। তবে দিন দিন ওয়াক্সিন জনপ্রিয় হয়ে ওঠছে।

লেজার হেয়ার রিমুভাল

দীর্ঘ দিন গোপনাঙ্গের লোমের হাত থেকে রক্ষা পেতে লেজার হেয়ার রিমুভাল ব্যবহার করা হয়। তবে এটি বেশ ব্যয় বহুল। লেজার দিয়ে লোম দূর করতে ৩০-৪০মিনিট সময় লেগে থাকে। লোম দূর করার সময় তেমন কোনো জ্বালাপোড়া বা ব্যথা অনুভূত হয় না। তবে এটি করার আগে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

লেজার হেয়ার রিমুভাল
লেজার হেয়ার রিমুভাল

গোপনাঙ্গের অবাঞ্ছিত লোম দূরর করার ক্রিম

veet (ভিট)

গোপনাঙ্গের লোম দূর করার সবচেয়ে জনপ্রিয় ক্রিম হলো ভিট (veet)। ত্বকের কোনো ক্ষতি না করেই খুব দ্রুত লোম দূর করে। তবে যে কোনো ক্রিম ব্যবহারের পূর্বে প্যাচ টেস্ট করে নেয়া উচিত।

nair sensitive formula hair romoval cream

যাদের ত্বক সংবেদনশীল ও হালকা তাদের জন্য nair sensitive cream টি খুব ভালো। নাভীর নিচের লোম পরিষ্কারের জন্য ক্রিমটি নিরাপদ। ব্যহারের আগে প্যাচ টেস্ট করে নিন।

আরও পড়ুন:- মেয়েদের স্তনে লোম হওয়ার কারণ ও সমাধান

আমাদের আজকের আয়োজন ছিলো গোপনাঙ্গের অবাঞ্ছিত লোম দূর করার উপায় সম্পর্কে। গোপনাঙ্গ একটি সংবেদনশীল জায়গা। তাই এখানে কোনো কিছু ব্যবহারের পূর্বে অবশ্যই ভালোভাবে পরিক্ষা করে নিতে হবে। দীর্ঘ স্থায়ী কোনো ব্যবস্থার চেয়ে অল্প মেয়াদি ব্যবস্থায় উত্তম।

ponamas। পোনামাছ। গোপনাঙ্গের অবাঞ্ছিত লোম দূর করার উপায়।গোপনাঙ্গের অবাঞ্ছিত লোম দূর করার ঘরোয়া উপায়।গোপনাঙ্গের অবাঞ্ছিত লোম দূর করার ক্রিম।

ছবি সংগ্রহীত।

Leave a Comment