আমাদের আজকের আয়োজন পা দেখে নারী চেনার উপায় সম্পর্কে। মেয়েদের শরীরের বিভিন্ন অঙ্গ দেখে তাদের স্বভাব চরিত্র সম্পর্কে জানা যায়। নারীর পা দেখে অনেক পুরুষ তার প্রতি আকৃষ্ট হয়। মেয়েদের পায়ে লুকিয়ে আছে অনেক না জানা রহস্য। চলুন জেনে নেয়া যাক, পা দেখে নারী চেনার উপায় :-
পা দেখে নারী চেনার উপায়
- যেসব মেয়ের পায়ের পাতা উষ্ণ, হালকা গোলাপি রঙের, একদম নরম তারা স্বামীর দ্বারা শারীরিক তৃপ্তি লাভ করে। কিন্তু মাঝে মাঝে এরা দুর্দশায় ভোগে।
- যে সব নারীর পায়ের বুড়ো আঙুল ছোট, তাদের আয়ু কম বলে মনে করা হয়।
- যে সব নারী হাটলে পা থেকে ধুলো ছিটকায়। তাদের জন্য পরিবারের মাথা নত করতে হয়।
- যে সব নারীর বুড়ো আঙুলের পাশের আঙুল বড় হয় তারা সংসার জীবনে সুখি হয়। স্বামীর অনেক ভালোবাসা পেয়ে থাকে।
- যে সব মেয়েদের পায়ে তিল থাকে তারা স্বামীদের যৌনতৃপ্তি দিয়ে থাকে।
- যে সব মেয়েদের পায়ে অযত্নর ছাপ দেখা যায় তারা নিঃসন্দেহে অযত্নশীল নারী।
- যেসব নারীর পায়ের কনিষ্ঠ অঙুল মাটি স্পর্শ করে না তাদের দ্বারা স্বামীরা খুশি হনা। অনেক স্বামী এমন নারীদের তালাক দিয়ে থাকে বা দ্বিতীয় স্ত্রী গ্রহন করে।
- যে সব মেয়েদের পায়ের পাতা এবড়ো থেবড়ো তাদের চরিত্র বুঝা খুব কঠিন।এরা পর পুরুষেও আকৃষ্ট হয়।
- যেসব মেয়েদের পায়ের গোড়ালি মোটা এবং উঁচু তারা সাধারণ দুশ্চরিত্রা হয়ে থাকে। এ ধরনের মেয়ে বিয়ে না করাই ভালো।
- যেসব নারীর পায়ের নখ কালো ও ভাঙা থাকে তাদের কপালে অনেক কষ্ট থাকে।
আরও পড়ুন:- শারীরিক গঠন দেখে মেয়ে চেনার উপায়
আমাদের আজকের আয়োজন ছিলো পা দেখে নারী চেনার উপায় সম্পর্কে। পা দেখে নারী চিনতে ভালোভাবে নারীর পায়ের দিকে খেয়াল করতে হবে। তবে কার ভাগ্যে কি আছে তা মহান আল্লাহ তায়ালাই ভালো জানেন।
ponamas। পোনামাছ। পা দেখে নারী চেনার উপায়। পা দেখে মেয়ে চেনার উপায়।
ছবি সংগ্রহীত।