আমাদের আজকের আয়োজন হিন্দু ধর্মে সহবাসের নিয়ম বা হিন্দু ধর্মে মিলনের নিয়ম সম্পর্কে। সহবাস হলো একটি শারীরিক প্রকৃয়া, যার মাধ্যমে মানুষের শারীরিক চাহিদা পূরণের পাশাপাশি সন্তান লাভ করা হয়। হিন্দু ধর্মে সহবাস থেকে পাওয়া আনন্দকে পরম আত্নার থেকে পাওয়া আনন্দের সাথে তুলনা করা হয়। হিন্দু ধর্মে সহবাস কোনো খারাপ কাজ নয়। হিন্দু ধর্মে সহবাসের অনুমতি রয়েছে। হিন্দু ধর্মে সহবাসের প্রধান উদ্দেশ্য হলো মানব জাতীর বৃদ্ধি। অনেকেই হিন্দু ধর্মে সহবাসের নিয়ম সম্পর্কে জানতে চান। হিন্দু ধর্মে সহবাসের কিছু নিয়ম রয়েছে। সঠিক নিয়ম জানা থাকা সবারই জরুরী। চলুন জেনে নেয়া যাক, হিন্দু ধর্মে সহবাসের নিয়ম :-
হিন্দু ধর্মে সহবাসের নিয়ম
- সহবাস করার আগে অবশ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। বিবাহের পূর্বে সহবাসে লিপ্ত সওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। বিয়ের পর মিলনে স্বামী স্ত্রীর আত্না ও মনের মিলন হয়।
- হিন্দু ধর্মানুসারে সন্ধ্যাবেলা ও ভোরবেলা সহবাস করতে নেই। কারণ এসময় বিভিন্ন দেবদেবী বাড়িতে আগমন করে। সন্ধ্যা ও ভোরবেলা সহবাস করলে সংসারে কখনো উন্নতি হয় না।
- পূজা আর্চনার দিন সহবাস করা থেকে বিরত থাকতে হয়। এসময় আমাদের শরীরকে পবিত্র রাখা উচিত।
- সহবাস করার পর গোসল না করে ঠাকুরঘর বা মন্দিরে যাওয়া যাবে না। এ অবস্থায় কোনো দেবদেবীর মুর্তি স্পর্শ করাও যাবে না।
- হিন্দু ধর্মে পরকীয়া একটি মহা পাপ। হিন্দু ধর্ম পরোকিয়াকে সমর্থন করে না।
- প্রথম প্রহরে সহবাস করা উত্তম। এসময় সহবাসের ফলে যে সন্তান লাভ করা হয় তা খুব ভালো হয়।
- পিরিয়ড চলাকালীন স্ত্রীর সাথে সহবাস করা উচিত নয়। এছাড়া যৌনি পথে গা বা অন্য কোনো রোগ হলেও সহবাস না করাই ভালো।
- সহবাসের পর ভালো করে গোসল করে নেয়া উচিত। সহবাসের পর পরই ভালোভাবে যৌনিপথ পরিষ্কার করে নিতে হবে। নয়তো রোগজীবাণু ছড়িয়ে পড়বে।
- স্বামী স্ত্রী কারো সহবাস করতে ইচ্ছে না করলে জোর করা উচিত নয়।
- খোলা জায়গায়, গাছের নিচে, শ্মশানে, রাস্তায়, চিকিৎসালয়ে,মন্দির এবং শিক্ষকের ঘরে সহবাস করা উচিত না।

আরও পড়ুন:- খ্রিস্টান ধর্মে সহবাসের নিয়ম
আমাদের আজকের আয়োজন ছিলো হিন্দু ধর্মে সহবাসের নিয়ম সম্পর্কে। হিন্দু ধর্মে মিলন করা সম্পূর্ণ বৈধ। তবে সবারই ধর্মের নিয়ম মেনে সহবাস করতে হবে। সহবাসের মাধ্যমে শারীরিক তৃপ্তির পাশাপাশি খারাপ চিন্তা থেকে আমাদের মুক্ত রাখে।
ponamas। পোনামাছ। হিন্দু ধর্মে সহবাসের নিয়ম। হিন্দু ধর্মে মিলনের নিয়ম।
ছবি সংগ্রহীত।