স্ত্রী সংসার করতে না চাইলে স্বামীর করনীয়

আমাদের আজকের আয়োজন স্ত্রী সংসার করতে না চাইলে স্বামীর করনীয় সম্পর্কে। বিয়ের মাধ্যমে স্বামী স্ত্রীর একটি মধুর সম্পর্ক তৈরি হয়। তবে সংসারে যখন তিক্ততা চলে আসে, তখন আসে তালাকের কথা। আগে শুধু শোনা যেতো স্বামীরা স্ত্রীকে তালাক দেয়। তবে এখন অনেক দেখা যায়, স্ত্রীরা সংসার করতে চায় না। এমন অবস্থায় অনেক ছেলেরা ঘাবড়ে যায়। এমন সময় কি করতে হবে তা বুঝতে পারে না। তাই আমাদের আজকের আয়োজন। স্ত্রী সংসার করতে না চাইলে স্বামীর করনীয় সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করবো। মনোযোগ দিয়ে পুরো লেখাটি পড়ুন :-

স্ত্রী সংসার করতে না চাইলে স্বামীর করনীয়

মনোযোগ দিয়ে কথা বলুন

স্ত্রী সংসার করতে না চাইলে প্রথমে তার সাথে ভালোভাবে কথা বলুন। তার চাওয়া পাওয়া গুলো গুরুত্ব সহকারে পূরণ করার চেষ্টা করুন। সে কোনো চিন্তা বা সমস্যায় আছে কি না, তা জানার চেষ্টা করুন। তার অনুভূতি গুলো গুরুত্ব সহকারে বুঝার চেষ্টা করুন। তার সব কথা মনোযোগ দিয়ে শুনুন।

সমস্যা যাচাই

অনেক স্ত্রীরা বিভিন্ন সমস্যার জন্য স্বামীর সংসার করতে চায় না। বিভিন্ন কারণে তারা সংসারে অস্বস্তি বোধ করে। সে কোনো সমস্যায় আছে কি না? জানার চেষ্টা করুন। বিশেষ কোনো কারণে এমনটা করলে তা সমাধানের চেষ্টা করুন। অনেক সময় মেয়েরা অভিমান করেও এমনটা করতে পারে।

এক সাথে পরামর্শ করুন

স্বামী স্ত্রী দুজনে এক সাথে কথা বলুন। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করার চেষ্টা করুন। অন্য কাউকে নিজেদের মাঝে আনার চেষ্টা করবেন না। আগে নিজেরা নিজেদের সমাধানের চেষ্টা করুন। যদি নিজেরা ঠিক করতে না পারেন তাহলে একজন ভালো মানু্ষের সাথে পরামর্শ করুন।

স্ত্রী সংসার করতে না চাইলে স্বামীর করনীয়
স্ত্রী সংসার করতে না চাইলে স্বামীর করনীয়

স্ত্রীর সাথে সময় কাটান

স্ত্রীর সাথে কোয়ালিটি সময় কাটান। তাকে বেশি বেশি গুড়তে যান। সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যান।তাকে বুঝাতে চেষ্টা করুন আপনি তাকে কতটা ভালোবাসেন। তাকে একটু খুশিতে রাখতে চেষ্টা করুন।

ধৈর্য্য ধরুন

এমন সময় নিজেনে একটু শান্ত রাখুন। ধৈর্য্যের মাধ্যমে অনেক কঠিন সমস্যাও ঠিক হয়ে যায়। মনটা একটু শক্ত রাখুন। উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না।

স্ত্রী যদি তালাক চায়

শত চেষ্টা পরও যদি স্ত্রী বিচ্ছেদ চায়, তাহলে আলাদা হয়ে যাওয়াই ভালো। কারণ মনে রাখতে হবে জোর করে কখনো সুখে সংসার করা যায় না। জোর করে সংসার করা আইনগত ভাবেও ঠিক না। ইসলাম ধর্মে মহান আল্লাহ তায়ালা বিবাহ বিচ্ছেদের বিধানও রেখেছেন। তবে সংসারে কোনো সন্তান থাকলে, দুজনেরই একবার ভেবে দেখা উচিত। তবে স্ত্রী যদি সংসার করতে নাই চায়, তাহলে ইসলামিক আইন খোরা তালাকের মাধ্যমে স্ত্রী বিবাহ বিচ্ছেদ করতে পারে। তাই স্ত্রী সংসার করতে না চাইলে জটিলতা না বাড়িয়ে, বাংলাদেশ আইন অনুসারে বিবাহ বিচ্ছেদ করাই উত্তম। মনে রাখবেন বিবাহ বিচ্ছেদ স্বামী স্ত্রী উভয়ের অধিকার। ধর্ম বা দেশের আইনেও তা বৈধ।

স্ত্রী সংসার করতে না চাইলে স্বামীর করনীয়
স্ত্রী সংসার করতে না চাইলে স্বামীর করনীয়

আরও পড়ুন:- পরকীয়া নারী চেনার উপায়

আমাদের আজকের আয়োজন ছিলো স্ত্রী সংসার করতে না চাইলে স্বামীর করনীয় কী? সম্পর্কে। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক, যা সহজে নষ্ট করা ঠিক না। উভয়েরই উচিত একটু মানিয়ে নিয়ে সংসার জীবনে সুখি হওয়া। কারণ স্বামী স্ত্রী উভয়েরই দুজন দুজনার স্বর্গীয় সাথী। বিবাহ বিচ্ছেদের বৈধতাও রয়েছে। ইসলাম কাউকে কোনো কাজে জোর করে না।

ponamas। পোনামাছ। স্ত্রী সংসার করতে না চাইলে স্বামীর করনীয়।

ছবি সংগ্রহীত।

Leave a Comment