অনেকেই জানতে চান সাদা স্রাবের সাথে হালকা রক্ত যায় কেন? যৌনি পথকে জীবানুমুক্ত রাখতে সাদা স্রাব হয়ে থাকে। সাদা স্রাব নারীদের শরীর একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও যখন এর সাথে হালকা রক্ত মিশে যায় তখন চিন্তার কারণ হতে পারে। চলুন জেনে নেই, সাদা স্রাবের সাথে হালকা রক্ত যায় কেন ও তার প্রতিকার :-
সাদা স্রাবের সাথে হালকা রক্ত যায় কেন
গর্ভাবস্থার লক্ষণ
গর্ভবতী হওয়ার প্রাথমিক অবস্থায় নারীদের সাদা স্রাব দেখা যায়। এ সময় ডিম্বানু জরায়ুতে সংযুক্ত হওয়ার সময় সাদাস্রাবের সাথে হালকা রক্ত যেতে পারে। একে implantation bleeding বলা হয়। তবে রক্তপাত যদি অনেক বেশি বেড়ে যায় এবং ব্যথা হয় তবে মিসক্যারেজ ও হতে পারে। এ সময় প্রেগনেন্সি টেস্ট করে দেখতে পারেন।
প্রাক পিরিয়ডের লক্ষণ
পিরিয়ড শুরুর কয়েকদিন আগে থেকে সাদা স্রাব দেখা যায়। তবে এসময় হালকা রক্তপাতও হতে পারে। এটি নারীদের জন্য একেবারে স্বাভাবিক বিষয়।

ইনফেকশন
ইউটেরাইন ইনফেকশনের জন্য সাদা স্রাবের সাথে হালকা রক্তপাত হতে পারে। পাইলোপস বা জরায়ুর প্রদাহ হলে এ ধরনের সমস্যা হতে পারে। এই ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই একজন গাইনোকোলজিস্ট এর পরামর্শ নিন।
জন্মনিয়ন্ত্রণ পিল সেবনে
নারীরা অনেক সময় জন্ম নিয়ন্ত্রক পিল সেবন করে থাকে। এসব ঔষুধের প্রভাবে সাদা স্রাবের সাথে হালকা রক্তপাত হতে পারে। এমন হলে চিন্তার কিছু নেই। কিছুদিন পর এমনি ঠিক হয়ে যাবে।

জরায়ুর ক্যান্সার
যদি দীর্ঘদিন ধরে সাদাস্রাবের সাথে রক্তপাত হয়। তবে জরায়ুর ক্যান্সার হতে পারে। সাদা স্রাবের সাথে রক্তপাত এবং অস্বাভাবিক উপসর্গ জরায়ুর ক্যান্সারের লক্ষণ।
কখন ডাক্তারের পরামর্শ নিতে হবে
- সাদা স্রাবের রং বাদামি,হলুদ বা লালচে হলে।
- সাদা স্রাবের পরিমাণ বেড়ে গেলে।
- সাদা স্রাবে দুর্গন্ধ থাকলে।
- শারীরিক অস্বস্তি বা ব্যথা অনুভব হলে।
- দীর্ঘদিন ধরে সাদা স্রাবের সাথে রক্ত গেলে।
সাদা স্রাবের সাথে হালকা রক্তপাতের চিকিৎসা
যদি দুই এক দিনের জন্য সাদাস্রাবের সাথে হালকা রক্তপাত হয়ে থাকে তবে এতে চিন্তার কিছু নেই। কিন্তু এই সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তবে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সার্জারি,থেরাপি, অ্যান্টিবায়োটিকস বা সাধারণ ঔষধের মাধ্যমে চিকিৎসা করা হয়ে থাকে।
আরও পড়ুন:- অতিরিক্ত সাদা স্রাব হলে কি হয়
আমাদের আজকের আয়োজন ছিলো সাদা স্রাবের সাথে হালকা রক্ত যায় কেন। স্বাভাবিক অবস্থায় এক দুই দিন এমন হলে ভয় পাওয়ার কিছু নেই। তবে দীর্ঘদিন এমন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ponamas। পোনামাছ। সাদা স্রাবের সাথে হালকা রক্ত যায় কেন।
ছবি সংগ্রহীত।