আমাদের আজকের আয়োজন সহবাসের সময় যোনিতে শব্দ হয় কেন সেই সম্পর্কে। সহবাসের সময় মেয়েদের যোনিতে এমন কিছু শব্দ হয় যা শুনতে কিছুটা অস্বস্তি লাগে। এছাড়া এমন কিছু শব্দ যৌন মিলনের আনন্দকেও মাটি করে দেয়। আবার সহবাসের সময় যোনির শব্দকে অনেকে বড় কোনো রোগের লক্ষণও মনে করে। তাই অনেকে এই নিয়ে ভয় পেয়ে থাকে। সহবাসের সময় যোনিতে শব্দ হওয়া নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এটি সম্পূর্ণ একটি সাধারণ ও প্রাকৃতিক একটি ঘটনা। চলুন জেনে নেয়া যাক, সহবাসের সময় যোনিতে শব্দ হয় কেন :-
সহবাসের সময় যোনিতে শব্দ হয় কেন
- সহবাসের সময় মেয়েদের যোনিতে প্রচুর পরিমানে যৌন রস উৎপন্ন হয়। এই যৌন রস সহবাসের সময় একধরনের শব্দ তৈরি করে। এই ধরণের শব্দ খুব হালকা ও মৃদু হয়ে থাকে। যা সহবাসের সময় আনন্দকে আরও বাড়িয়ে তুলে।
- সহবাসের সময় মাঝে মাঝে পুরুষাঙ্গের সাথে কিছু বাতাস যোনিতে ঢুকে যায়। এই বাতাস যোনি থেকে বের হওয়ার সময় একধরনের শব্দ হতে পারে। এমনটা হলে চিন্তার কিছু নেই ।
- সহবাসের সময় মেয়েদের যোনির পেশি সংকোচণ ও প্রসারণ ঘটে। সহবাসের তীব্রতা যখন অনেক বেশি থাকে তখন মাঝে মাঝে এই শব্দ শোনা যায়। সহবাসের গতির সাথে এই শব্দ কম বেশি শোনা যায়।
- সহবাসের বিভিন্ন পজিশনে কম বেশি শব্দ শোনা যায়। সহবাসের সময় বিভিন্ন পজিশন ব্যবহার করা হয়। সহবাসের সময় যেসব পজিশনে যোনিতে অতিরিক্ত চাপ পড়ে তাতে শব্দ তৈরি হয়।

যোনির শব্দ যেভাবে কমাবেন
- সহবাসের সময় তেল বা লুব্রিকেন্ট জেল ব্যবহার করুন।
- প্রয়োজন অনুযায়ী গতি ও পজিশন পরিবর্তন করুন।
- যেসব পজিশনে বেশি শব্দ হয় তা এড়িয়ে চলুন।
- শব্দ কম হয় এমন পজিশন ও অবস্থান বাছাই করে নিন।
আরও পড়ুন:- মিলনের সময় তেল ব্যবহার
আমাদের আজকের আয়োজন ছিলো সহবাসের সময় যোনিতে শব্দ হয় কেন সেই সম্পর্কে। সহবাসের সময় যোনিতে শব্দ হওয়া স্বাভাবিক একটা ব্যাপার। এই নিয়ে চিন্তার কিছু নেই। শব্দ হওয়ার পজিশন ও কারণ সম্পর্কে জানার চেষ্টা করুন। যেসব কারণে শব্দ হচ্ছে তা এড়িয়ে চলার চেষ্টা করুন। সতর্কতা অবলম্বন করলে ধীরে ধীরে শব্দ কমে যাবে।
ponamas। পোনামাছ। সহবাসের সময় যোনিতে শব্দ হয় কেন।
ছবি সংগ্রহীত।