আমাদের আজকের আয়োজন সহবাসের সময় অলিভ অয়েল ব্যবহার সম্পর্কে। অলিভ অয়েলকে প্রাকৃতিক লুব্রিকেন্ট বলা হয়। সহবাসের সময় অলিভ অয়েল ব্যবহারের অনেক সুবিধা রয়েছে। শুষ্ক যোনিকে মসৃণ করে যৌনমিলন আরামদায়ক ও স্বাভাবিক করে তুলে। অনেক নারীর চরম উত্তেজনাতেও যোনি রস বের হয় না। তাদের জন্য অলিভ অয়েল প্রাকৃতিক লুব্রিকেন্টের মতো কাজ করে। তবে এটি ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। চলুন জেনে নেয়া যাক, সহবাসের সময় অলিভ অয়েলের ব্যবহার :-
সহবাসের সময় অলিভ অয়েল ব্যবহার
- সহবাসের সময় শুষ্কতা দেখা দিলে অল্প পরিমানে অলিভ অয়েল ব্যবহার করুন। কয়েক ফোটা অলিভ অয়েল সহবাসকে করে তুলবে আরামদায়ক ও মসৃণ।
- যোনির ভিতরে অনেক বেশি অলিভ অয়েল ব্যবহার না করাই ভালো। এতে ইনফেকশন হতে পারে। যোনির বাইরে ব্যবহার করুন।
- অলিভ অয়েল ব্যবহার করলে যদি যোনিতে চুলকানি দেখা যায় তাহলে সেই অলিভ অয়েল আর ব্যবহার করা যাবে না।
- কনডমের সাথে অলিভ অয়েল ব্যবহার করা যাবে না। কারণ অলিভ অয়েল কনডমের কার্যকারিতা কমিয়ে দেয়। ফলে অল্প সময়েই কনডম ফেটে যায়।
- সহবাসের পর ভালো ভাবে পানি দিয়ে যোনিপথ পরিষ্কার করতে হবে।
- অলিভ অয়েল দিয়ে সহবাসের পর অস্বাভাবিক কিছু দেখা গেলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

আরও পড়ুন:- প্রতিদিন সহবাসের উপকারিতা ও অপকারিতা
আমাদের আজকের আয়োজন ছিলো সহবাসের সময় অলিভ অয়েল ব্যবহার। যোনি শুষ্কতা সহবাসের অন্যতম বাধা। যোনির শুষ্কতা সহবাসকে ব্যথাদায়ক করে তুলে। যোনি শুষ্কতা দূর করতে অলিভ অয়েল খুবই উপকারি। কিন্তু ব্যবহারের সময় অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।
ponamas।পোনামাছ। সহবাসের সময় অলিভ অয়েল ব্যবহার।
ছবি সংগ্রহীত।