শরীরের হরমোন জনিত সমস্যা থেকে মূলত ব্রণ হয়ে থাকে। ব্রণের কারণে চেহারাও খারাপ হয়, মুখে ব্যথা হয় এমনকি অজস্র দাগ তৈরি হয়। আপনি কি এমন সমস্যায় ভুগছেন। তাহলে লেবু দিয়ে ব্রণ দূর করার উপায় জেনে নিন ৷ লেবু দিয়ে খুব সহজেই ব্রণ ও ব্রণের দাগ দূর করা যায়। পাশাপাশি মুখের কালচে ভাবও দূর হয়। চলুন জেনে নেই লেবু দিয়ে ব্রণ দূর করার উপায় :-
লেবু দিয়ে ব্রণ দূর করার উপায়
কমলার রস ও লেবুর রস
লেবুর রস ও কমলার রস মুখের ব্রণ দূর করে উজ্জ্বল করতে সাহায্য করে। প্রথমে একটি বাটিতে লেবুর রস ও সমপরিমাণে কমলার রস মেশান। এবার এই পেস্টটি মুখে লাগিয়ে বিশ মিনিট রেখে দিন। এবার হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করুন।

লেবুর রস ও দুধ
মুখের ব্রণ দূর করার পাশাপাশি ব্রণের দাগ দূর করতে দুধ ও লেবুর রস ব্যবহার করা হয়। প্রথমে লেবুর রস ও দুধ একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ২০মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে ২বার ব্যবহার করুন।

লেবুর রস ও ভিটামিন-ই অয়েল
এক চা চামচ ভিটামিন ই ওয়েলের সাথে এক চা চামচ লেবুর রস মিশিয়ে রাতে ঘুমানোর আগে আক্রান্ত স্থানে লাগান। সকালবেলা হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এভাবে এক সপ্তাহ ব্যবহারে ভালো ফলাফল দেখা যায়। লেবু দিয়ে ব্রণ দূর করার উপায় হিসেবে অনেকেই এটি ব্যবহার করে থাকে। মুখে ব্রণ দূর করার পাশাপাশি ব্রনের দাগ দূর করে মুখকে উজ্জ্বল করে তুলে।
টক দই ও লেবুর রস
প্রথমে একটি বাটিতে লেবুর রসের সাথে টক দই মিশিয়ে নিন। এবার আক্রান্ত স্থানে পেস্টটি লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহারে মুখের ব্রণ ও ব্রণের দাগ দূর হবে।
আরও পড়ুন :- ১ দিনে ব্রণের দাগ দূর করার উপায়
সর্তকতা
আজকে আমাদের আলোচনার বিষয় ছিল লেবু দিয়ে ব্রণ দূর করার উপায়। অনেকেই মুখে সরাসরি লেবুর রস ব্যবহার করে থাকে। মুখে সরাসরি লেবুর রস ব্যবহারে ক্ষতি হতে পারে। যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তারা শুধু লেবুর রস মুখে ব্যবহার করা থেকে বিরত থাকুন। লেবুর রসের সাথে কমলার রস, টক দই, মধু, ভিটামিন ই ওয়েল, দুধ ইত্যাদি ব্যবহার করুন।এসব ব্যবহারেও যাদের ব্রণের সমস্যা দূর হচ্ছে না তারা অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন।
Ponama। পোনামাছ। লেবুর দিয়ে ব্রণ দূর করার উপায়।
ছবি সংগ্রহীত।