লাইগেশন করলে কি মাসিক বন্ধ হয়

আমাদের আজকের আয়োজন লাইগেশন করলে কি মাসিক বন্ধ হয় বা লাইগেশন করলে কি মাসিক হয় সেই সম্পর্কে। লাইগেশন হলো মেয়েদের একটি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি। অস্ত্রপাচারের মাধ্যমে লাইগেশন স্থায়ী জন্মনিয়ন্ত্রণ হিসেবে কাজ করে। এ পদ্ধতিতে জরায়ুর নালি বন্ধ করা হয় ফলে শুক্রানোর সাথে ডিম্বাণু মিলিত হতে পারে না। ফলে গর্ভধারনের কোনো সম্ভাবনা থাকে না। লাইগেশন নিয়ে অনেকে প্রশ্ন করে, লাইগেশন করলে কি মাসিক বন্ধ হয় ? লাইগেশন নিয়ে আমাদের দেশের মানুষরা এখনো অনেক কিছু অজানে না। চলুন জেনে নেয়া যাক, লাইগেশন করলে কি মাসিক বন্ধ হয় :-

লাইগেশন করলে কি মাসিক বন্ধ হয়

এক কথায় যদি আপনাট প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে বলো “না”। লাইগেশনের জন্য মাসিক বন্ধ হয় না। লাইগেশন হলো মেয়েদের জন্মনিয়ন্ত্রণের একটি অস্ত্রোপাচার পদ্ধতি। এর সাথে মাসিক বন্ধ হওয়ার কোনো কারণ নেই। মাসিক হয় সম্পূর্ণ হরমোন ও ডিম্বাশয়ের কার্যক্রমের জন্য। আর অন্যদিকে লাইগশনের হলো জরায়ুর মুখ বন্ধ করে দিয়ে শুক্রানো ও ডিম্বাণুর মিলন হওয়াকে বাধা দেয়া। এর ফলে গর্ভধারণ না হলেও নিয়মিত মাসিক ঠিকই হবে।

লাইগেশন করলে কি মাসিক বন্ধ হয়
লাইগেশন করলে কি মাসিক বন্ধ হয়

মাসিক চক্র পরিচালিত হয় ডিম্বাশয় থেকে ডিম্বাণুর নিঃসরণের ফলে। লাইগেশনের পরও মাসিক হবে এবং স্বাভাবিক যৌন মিলন চালিয়ে যেতে পারবেন।

আরও পড়ুন:- কামরস বের হলে কি ক্ষতি হয়

লাইগেশন করলে কি মাসিক হয়

লাইগেশন করলে কি মাসিক হয়? অনেকে এই প্রশ্নটা করে থাকে। লাইগেশন করলেও অবশ্যই মাসিক হবে। লাইগেশন মাসিক হওয়ার ক্ষেত্রে কোনো বাধা দেয় না। লাইগেশনের পরও আগের মতো স্বাভাবিক ভাবেই মাসিক হতে থাকবে। লাইগেশনে হলো অস্ত্রোপাচারের মাধ্যমে স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি। এটি শুধু গর্ভধারণ প্রতিরোধক পদ্ধতি।

লাইগেশন করলে কি মাসিক হয়
লাইগেশন করলে কি মাসিক হয়

লাইগেশনের পর মাসিক নিয়ে কিছু কথা

  • টিউবাল লাইগেশন মাসিক বন্ধ করে না। মাসিক চক্র আগের মতোই স্বাভাবিক থাকে।
  • কারো কারো ক্ষেত্রে লাইগেশনের পর মাসিকের দিন ক্ষন কমে যেতে বা বেড়ে যেতে পারে।
  • কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক হতে পারে। এমন হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
  • লাইগেশন একটি স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি।

আমাদের আজকের আয়োজন ছিলো লাইগেশন করলে কি মাসিক বন্ধ হয় সেই সম্পর্কে। লাইগেশন একটি স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি। এর ফলে ডিম্বাণু ও শুক্রানো একসাথে মিলিত হতে পারে না। ফলে গর্ভাধারন রোধ হয়। লাইগেশনের সাথে মাসিক বন্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই। লাইগেশনের পরও নিয়মিত মাসিক হবে। তবে কারো কারো ক্ষেত্রে অনিয়মিত মাসিক হতে পারে। এমন হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। লাইগেশনের পরও অধিকাংশ নারীর পিরিয়ড ঠিক থাকে।

লাইগেশন করলে কি মাসিক হয়
লাইগেশন করলে কি মাসিক হয়

ponamas।পোনামাছ। লাইগেশন করলে কি মাসিক বন্ধ হয়। লাইগেশন করলে কি মাসিক হয়।

ছবি সংগ্রহীত।

Leave a Comment