যোনি পিচ্ছিল করার উপায়
যোনি পিচ্ছিল করার উপায়

যোনি পিচ্ছিল করার উপায়

আমাদের আজকের আয়োজন যোনি পিচ্ছিল করার উপায় সম্পর্কে। সহবাসের মাধ্যমে স্বামাী স্ত্রী অনাবিল আনন্দে লিপ্ত হয়। এসময় যোনি যত পিচ্ছিল হয় আনন্দ তত বেশি হয়। প্রাকৃতিক ভাবেই মেয়েদের যোনি পিচ্ছিল হয়ে থাকে। কিন্তু সব সময় যোনি প্রয়োজন মতো পিচ্ছিল হয় না। আবার অনেক মেয়ে আছে, যাদের সহবাসের সময় যোনি পিচ্ছিল হয় না। ফলে সঙ্গমের সময় মেয়েরা অনেক ব্যথা পায়। তাই আজ আমরা দেখাতে চলেছি, যোনি পিচ্ছিল করার উপায়। কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সহজেই যোনি পিচ্ছিল করা যায়। চলুন জেনে নেই, যোনি পিচ্ছিল করার উপায় :-

যোনি পিচ্ছিল করার উপায়

ফোর প্লে

যৌন মিলনের পূর্বে স্বামী স্ত্রীর প্রচুর ফোর প্লে করতে হবে। সময় নিয়ে ফোর প্লে করতে না পারলে মেয়েরা ঠিকঠাক মতো উত্তেজিত হয় না। ফলে যোনি রস বের হয় না। মেয়েদের উত্তেজিত হতে একটু টাইম লাগে। তাই প্রত্যেকের উচিত সহবাসের পূর্বে সময় নিয়ে ফোর প্লে করা।

নারকেল তেল

নারকেল তেলকে বলা হয় প্রাকৃতিক লুব্রিকেন্ট। যোনি পথ পিচ্চিল করতে সব থেকে বেশি ব্যবহার করা হয় নারকেল তেল। তবে কনডমের সাথে নারকেল তেল ব্যবহার না করাই ভালো। কনডমের সাথে নারকেল তেল ব্যবহার করলে অল্পতেই কনডম ফেটে যায়।

নারকেল তেল
নারকেল তেল
অলিভ ওয়েল

নারকেল তেলের মতো অলিভ ওয়েলও বেশ কার্যকরী। অলিভ ওয়েল দিয়ে সহবাস করলে শুক্রানুর কোনো ক্ষতি হয় না। তবে নারকেল তেলের মতো অলিভ ওয়েল ব্যবহারেও কনডম ফেটে যায়।

অ্যালোভেরা জেল

সহবাসের সময় অ্যালোভেরা ব্যবহারের অনেক উপকারিতা রয়েছে। যোনি পথকে পিচ্ছিল করার পাশাপাশি সহবাসকে আনন্দময় করে তুলে।এছাড়া পুরুষাঙ্গের সংবেদনশীলতা কমিয়ে দেয়। ফলে অনেক সময় ধরে সহবাস করা যায়। সহবাসের জন্য প্রাকৃতিক অ্যালোভেরা জেল ব্যবহার করুন।

পানি পান করুন

সহবাসের সময় যোনি পথ পিচ্ছিল না হওয়ার অন্যতম কারণ হলো শরীরে পানির অভাব। এ সময় প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করুন।

আরও পড়ুন:- মেয়েদের যোনিতে গন্ধ হয় কেন
লুব্রিকেন্ট

যোনি পিচ্ছিল করার উপায় হিসেবে লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন। লুব্রিকেন্ট সহবাসের ঘর্ষণ কমাতে পারে। বাজারে সহজেই অনেক লুব্রিকেন্ট পেয়ে যাবেন। তবে দেশিও লুব্রিকেন্ট এড়িয়ে চলাই ভালো।

যোনি পিচ্ছিল করার উপায়
যোনি পিচ্ছিল করার উপায়
ক্লাইটোরিয়াসে স্পর্শ

যোনির ক্লাইটোরিয়াসে বার বার স্পর্শ করলে মেয়েরা সহজেই উত্তেজিত হয়ে যায়। এজন্য আপনার পার্টনারের যোনিতে হাত দিয়ে আলতো করে হাত বুলিয়ে দিন। বা ছেলেদের পুরুষাঙ্গের আগা দিয়ে যোনির উপরে ঘষতে থাকুন।

খেজুর,বাদাম,মধু ইত্যাদি স্বাস্থকর ফ্যাট বেশি করে খান। এসব খাবার বেশি করে খেলে যোনি পথ পিচ্ছিল হয়ে উঠবে।

সতর্কতা
  • যোনি পথে সরিষার তেল ব্যবহার করা যাবে না।
  • যোনি পথে থুতু ব্যবহার করা যাবে না।
  • কনডমের সাথে নারিকেল তেল ব্যবহার করা যাবে না।
  • কেমিক্যাল যুক্ত লুব্রিকেন্ট ব্যবহার করা যাবে না।

আমাদের আজকের আয়োজন ছিলো যোনি পিচ্ছিল করার উপায় সম্পর্কে। মেয়েদের যোনি পিচ্ছিল হয় ইস্টোজেন হরমোনের প্রভাবে। শরীরে ইস্টোজেন হরমোন বেশি থাকলে যোনি রস ও বেশি বের হয়। সাধারণত মেয়েদের মাসিক শুরু হওয়ার কিছু দিন পূর্বে যোনি পথ শুষ্ক হয়ে যায়। এ নিয়ে চিন্তার কেনো বিষয় নেই। ইস্টোজেন হরমোন বৃদ্ধি পায় এমন খাদ্য গ্রহন করুন।

ponamas। পোনামাছ। যোনি পিচ্ছিল করার উপায়।

ছবি সংগ্রহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *