যোনিতে মুখ দিলে কি ক্ষতি হয়
যোনিতে মুখ দিলে কি ক্ষতি হয়

যোনিতে মুখ দিলে কি ক্ষতি হয়

আমাদের আজেকের আয়োজন মেয়েদের যোনিতে মুখ দিলে কি ক্ষতি হয়। বর্তমান সময়ে ওরাল সেক্স বা যোনিতে মুখ দেওয়া স্বাভাবিক যৌন ক্রিয়া হিসেবে ধরা হয়। অনেকেই কাম-উত্তেজনা চরম পর্যায়ে নিয়ে যেতে মেয়েদের যোনিতে মুখ দিয়ে থাকে। তবে এর ক্ষতি সম্পর্কে অনেকেরই কোনো ধারনা নেই। মেয়েদের যোনি এমন একটি জায়গা যেখানে সব সময় ব্যাকটেরিয়া ও জীবনু ঘুরাঘুরি করে। যার ফলে নারী পুরুষ উভয়ের ক্ষতি হতে পারে। চলুন জেনে নেয়া যাক, মেয়েদের যোনিতে মুখ দিলে কি ক্ষতি হয় :-

যোনিতে মুখ দিলে কি ক্ষতি হয়

ব্যাকটেরিয়ার সংক্রমণ

যোনি এমন একটি জায়গা যেখানে বিভিন্ন ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়ার ঘুরাঘুরি করে। আবার আমাদের মুখেও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে। যৌনিতে মুখ দিলে, যৌনিতে থাকা ব্যাকটেরিয়া আমাদের মুখে সংক্রমণ ঘটাতে পারে। এছাড়া আমাদের মুখেও ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে যা যোনিতে সংক্রমণ সৃষ্টি করতে পারি। যা যোনি ও মুখ উভয়ের জন্যই ক্ষতিকারক।

যোনিতে চুলকানি হলে ঘরোয়া উপায়
যোনিতে চুলকানি হলে ঘরোয়া উপায়
মুখ ও গলার সংক্রমণ

অনেক সময় যোনিতে মুখে দিলে মুখে আলসার, গলার সংক্রমণ, গলাব্যথা ইত্যাদি হতে পারে। এছাড়া কোন ব্যক্তির মুখে আগে থেকে ক্ষত থাকলে তবে তা দ্রুত ছড়াতে পারে।

আরও পড়ুন:- যোনিতে চুলকানি হলে ঘরোয়া উপায়
ফাঙ্গাল সংক্রমণ

যোনিতে মুখ দিলে যোনিতে থাকা ফাঙ্গাল বা ইনফেকশন মুখে প্রবেশ করতে পারে। এজন্য মুখে লালচে র্যাশ, সাদা ছোপ বা চুলকানি হতে পারে।

ভাইরাসের সংক্রমণ
  • এইচ আইভি(HIV): মেয়েদের যোনি মুখে দেওয়ার মাধ্যমে এইচ আইভি(HIV) ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। যদিও এর সম্ভাবনা খুব কম। কিন্তু প্রতিদিন ওরাল সেক্সের মাধ্যমে তা সম্ভব।
  • হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV): যোনি মুখে নেওয়ার মাধ্যমে HPV ভাইরাস সংক্রমিত হয়। যার ফলে গলা বা মুখগহ্বরের ক্যান্সার ক্যান্সার সৃষ্টি করে থাকে।
  • হের্পিস(Herpes): ওরাল সেক্স করলে মাঝে মাঝে ঠোঁট বা মুখের আশেপাশে ফুসকুড়ি সৃষ্টি হতে পারে। যা হের্পিস (HSV) ভাইরাসের সংক্রমনের ফলে হয়ে থাকে।
  • গনোরিয়া (Gonorrhea): মেয়েদের যৌনি মুখে নিলে গলা বা টনসিলে সংক্রমণ হতে পারে। যা গনোরিয়া নামে পরিচিত।
যোনিতে মুখ দিলে কি ক্ষতি হয় সে সম্পর্কে ইসলাম যা বলে

আমরা মুখ দ্বারা আল্লাহর জিকির করে থাকি। কোরআন তেলাওয়াত করি। তাই মুখে নাপাক লাগানো বা নাপাকিস্থানে চুমু দেয়া গর্হিত কাজ। মুখে লজ্জাস্থান স্পর্শ করানো একদম অনুচিত। এটা পশুদের স্বভাবও বটে। তাই একজন মুসলিমের উচিত সবসময় এ ধরনের কাজ থেকে বিরত থাকা।

যোনি মুখে নেওয়ার আগে কিছু সতর্কতা

যদি স্বামী স্ত্রী উভয়ই ওরাল সেক্সের প্রতি আগ্রহী হন, তবে কিছু সতর্কতা মেনে চলা উচিৎ:-

  • শারীরিক সম্পর্কের আগে স্ত্রীর যৌন পথ ভালোভাবে পরিষ্কার করে নিন। যোনি মুখে নেয়ার পরপরই দ্রুত মুখ ও যোনি পরিষ্কার করে নিন।
  • ওরাল সেক্সের সময় ডেন্টাল ড্যাম ব্যবহার করতে পারেন। যা মুখ ও যোনির মধ্যে বাধা সৃষ্টি করে সংক্রমনের হাত থেকে বাঁচাবে।
  • মুখে কোনো কাটা বা ক্ষত থাকলে ওরাল সেক্স এড়িয়ে চলুন।
  • ওরাল সেক্সের সময় কনডম ব্যবহার করা। এটি সংক্রমণ থেকে আপনাকে রক্ষা করবে।
  • নিয়মিত স্বাস্থ্য পরিক্ষা করা।

আমাদের আজকের আয়োজন ছিলো মেয়েদের যোনিতে মুখ দিলে কি ক্ষতি হয় সেই সম্পর্কিত। আমাদের সব সময় এ ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত। তবে আপনি ও আপনার পার্টনার আগ্রহী হলে নিয়মিত স্বাস্থ্য পরিক্ষা করুন। কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন।

ponamas। পোনামাছ। মেয়েদের যোনিতে মুখ দিলে কি ক্ষতি হয়।

ছবি সংগ্রহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *