আমাদের আজকের আয়োজন যোনিতে ফুসকুড়ি হলে করণীয় সম্পর্কে। যোনিতে ফুসকুড়ি হওয়া মেয়েদের একটি সাধারণ সমস্যা। প্রায় সব মেয়েদেরই কোনো না কোনো বয়সে যোনিতে ফুসকুড়ি উঠতে দেখা যায়। তবে যোনিতে ফুসকুড়ি হলে করণীয় সম্পর্কে অধিকাংশ মেয়েরাই জানে না। সাধারনত অ্যালার্জি, ত্বকের সংক্রমণ, ত্বকের ঘর্ষণ বা অন্যান্য কারণে যোনিতে ফুসকুড়ি উঠতে দেখা যায়। মাঝে মাঝে ফুসকুড়ি অনেক যন্ত্রণাদায়ক ও অস্বস্তিকর হয়ে উঠে। চলুন জেনে নেয়া যাক, যোনিতে ফুসকুড়ি হলে করণীয় কী বা যোনিতে ফুসকুড়ি হলে কী করা উচিত :-
যোনিতে ফুসকুড়ি হলে করণীয়
- সবসময় যোনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
- সকাল বিকাল হালকা গরম পানি দিয়ে যোনি পরিষ্কার করা।
- সুগন্ধ যুক্ত কসমেটিকস বা সাবান যোনিতে ব্যবহার না করা।
- ঢিলেঢালা অন্তর্বাস পরিধান করা।
- বরফে কাপড় পেঁচিয়ে ফুসকুড়িতে সেঁক দিতে পারেন।
- ফুসকুড়িতে বার বার হাত দেওয়া থেকে বিরত থাকুন।
- ফুসকুড়ি ফেটে গেলে জীবানু নাশক দিয়ে পরিষ্কার করুন।
- ফুসকুড়িতে ছিদ্র করার চেষ্টা করবেন না।
- অধিকাংশ ফুসকুড়ি দুই সপ্তাহে ভালো হয়ে যায়। তবে এর বেশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
- ফুসকুড়িতে নারিকেল তেল,অ্যালোভেরা জেল,দই ইত্যাদি ব্যবহার করতে পারেন।

যোনিতে ফুসকুড়ি হওয়ার কারণ
- ব্যাকটেরিয়া বা ফাঙ্গালের সংক্রমণের জন্য যোনিতে ফুসকুড়ি হয়ে থাকে।
- ত্বকে অ্যালার্জি থাকলে ফুসকুড়ি হয়ে থাকে।
- সবসময় টাইট অন্তর্বাস বা পেন্টি পড়ে থাকলে।
- অতিরিক্ত ঘামের কারণে যোনিতে ফুসকুড়ি হতে পারে।
আরও পড়ুন:- যোনিতে আঙুল দিলে কি ক্ষতি হয়
কখন ডাক্তার দেখাবেন
- দুই সপ্তাহে ফুসকুড়ি ভালো না হলে।
- ফুসকুড়ির আকার বড় হতে থাকলে এবং ব্যথা হলে।
- ফুসকুড়ি ভালো হওয়ার পর পূনরায় হলে।
- যোনিতে ৩-৪ টার বেশি ফুসকুড়ি হলে।
- ফুসকুড়ি থেকে পুঁজ বের হলে।
- অতিরিক্ত জ্বর অনুভূত হলে।
আমাদের আজকের আয়োজন ছিলো যোনিতে ফুসকুড়ি হলে করণীয় সম্পর্কে। যোনিতে ফুসকুড়ি সাধারণ সমস্যা হলেও এসময় যোনি অঞ্চল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। যোনিতে ফুসকুড়ি হলে করণীয় সম্পর্কে অজ্ঞতার জন্য অনেক নারীর জটিল সমস্যায় পড়তে হয়।
ponamas।পোনামাছ। যোনিতে ফুসকুড়ি হলে করণীয়।
ছবি সংগ্রহীত।