যোনিতে আঙুল দিলে কি ক্ষতি হয়
যোনিতে আঙুল দিলে কি ক্ষতি হয়

যোনিতে আঙুল দিলে কি ক্ষতি হয়

আমাদের আজকের আয়োজন যোনিতে আঙুল দিলে কি ক্ষতি হয়? অনেকেই মনে করে শুধু ছেলেরাই হস্তমৈথুন করে।এটা ঠিক না। ছেলেদের মতো মেয়েরাও হস্তমৈথুন করে থাকে। ছেলেরা যেমন হাত দিয়ে বীর্যপাত করে তেমনি মেয়েরাও যোনিতে আঙুল দিয়ে উপভোগ করে থাকে। নিজেকে উত্তেজিত করে থাকে। আমাদের অনেকে প্রশ্ন করে যোনিতে আঙুল দিলে কি ক্ষতি হয়? নিঃসন্দেহে হস্তমৈথুন একটি বাজে অভ্যাস। যোনিতে আঙুল দিলে উপকারের চেয়ে ক্ষতিই বেশি। চলুন জেনে নেই, যোনিতে আঙুল দিলে কি ক্ষতি হয়?

যোনিতে আঙুল দিলে কি ক্ষতি হয়

সংক্রমণ

যোনি একটি সংবেদনশীল জায়গা। যোনি পথে অপরিষ্কার আঙ্গুল দিলে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করে ইনফেকশন সৃষ্টি করতে পারে। অনেক সময় ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস (BV) হতে দেখা যায়। অনেক সময় ক্যান্সারও হতে দেখা যায়। জরায়ুতে ক্যান্সার হওয়ার অন্যতম কারণ হলো যোনিতে আঙুল দেয়া।

যোনিতে চুলকানি হলে ঘরোয়া উপায়
যোনিতে চুলকানি হলে ঘরোয়া উপায়
বাচ্চা দানে সমস্যা

বিয়ের আগে হস্তমৈথুন করলে বাচ্চা দানে সমস্যা হয়ে থাকে। অতিরিক্ত হস্তমৈথুনের ফলে ডিম্বাণু সঠিক ভাবে তৈরি হতে পারে না বা নির্গত হতে পারে না। ফলে অনেকের বাচ্চাই হয় না।

যৌন চাহিদা কমে যাওয়া

বিয়ের আগে অতিরিক্ত হস্তমৈথুনের ফলে মেয়েদের যৌন চাহিদা কমে যায়।যোনির ক্লাইটোরিসের অনুভূতি কমে যায়। ফলে বিয়ের পর স্বামীর সাথে সহবাসের ইচ্ছে থাকে না। এছাড়া যোনিতে হাত দিলে অতিরিক্ত স্বপ্নদোষ হয় যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। যোনিতে আঙুল দিলে কি ক্ষতি হয়? না জানলে জেনে নিন।

যোনিতে আঙুল দিলে কি ক্ষতি হয়
যোনিতে আঙুল দিলে কি ক্ষতি হয়
আরও পড়ুন:- যোনিতে মুখ দিলে কি ক্ষতি হয়
যোনি পথ ঢিলে হয়ে যাওয়া

অতিরিক্ত হস্তমৈথুনের ফলে যোনিপথ ঢিলে হয়ে যায়। ফলে যৌন মিলনের সময় সুখ অনুভূত হয় না। ফলে স্বামী সন্দেহ করতে পারে। সংসার জীবন সুখের হয় না।পারিবারিক কলহ সৃষ্টি হয়।

যোনির দেয়ালে আঘাত

নখ বড় বা ধারালো হলে অনেক সময় যোনি পথে ক্ষত সৃষ্টি হয়। মাঝে মাঝে রক্ত ক্ষরণও হতে পারে।এর ফলে ব্যথা বা জ্বালা হতে পারে।এছাড়া যোনি পথের শুষ্কতার জন্য চুলকানিও হয়ে থাকে।

যোনির দেয়ালে আঘাত
যোনির দেয়ালে আঘাত
সতীপর্দা ছিড়ে যাওয়া

অতিরিক্ত হস্তমৈথুনের ফলে মেয়েদের সতীপর্দা ছিড়ে যায়। ফলে বিয়ের আগেই কুমারিত্ব নষ্ট হয়ে যায়।

যোনিতে আঙুল দেওয়ার সতর্কতা
  • যোনিতে আঙুল দেওয়ার আগে ভালোভাবে হাত ও যোনি পরিষ্কার করে নিন।
  • হাতের নখ ছোট রাখুন এবং নখ যেনো ধারালো না হয় সে দিকে খেয়াল রাখুন।
  • মাসে ১-২ বারের বেশি যোনিতে আঙুল দিবেন না।
  • অস্বাভাবিক কিছু লক্ষ করলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন।

আমাদের আজকের আয়োজন ছিলো যোনিতে আঙুল দিলে কি ক্ষতি হয় সেই সম্পর্কে। মাস্টারবেসন বা হস্তমৈথুন খুব বাজে একটি অভ্যাস।এতে শারীরিক ভাবে অনেক ক্ষতির সম্মুখিন হতে হয়। ইসলামিক ভাবেও এটি নিষিদ্ধ।

Ponamas। পোনামাছ। যোনিতে আঙুল দিলে কি ক্ষতি হয়।

ছবি সংগ্রহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *