আমাদের আজকের আয়োজন মেয়েদের সাথে কথা বলার প্রশ্ন সম্পর্কে। অনেক ছেলেরা মেয়েদের সাথে কথা বলার সময় কোনো কথা খোঁজে পায় না। সারাদিন অনলাইনে মেয়েদের সাথে কথা বলার প্রশ্ন খোঁজে বেড়ায়। মেয়েদের সাথে কথা বলার প্রশ্ন গুলো খুবই সাধারণ হতে হবে। কোনো ভাবেই জটিল প্রশ্ন করা যাবে না। মেয়েদের সাথে ফানি, রোমান্টিক, বুদ্ধিদীপ্ত প্রশ্ন করতে পারেন। এসব প্রশ্ন শুনে তারা কিছুটা ভাবার সময় পাবে পাশাপাশি অনেক মজাও পাবে। অনেক ছেলেরা জানেই না মেয়েদের কি ধরনের প্রশ্ন করা যায়? তাদের জন্যই আমাদের আজকের আয়োজন। কিভাবে একটানা অনেক সময় মেয়েদের সাথে কথা বলতে পারবেন সেই সম্পর্কে আজ আলোচনা করবো। চলুন জেনে নেয়া যাক, মেয়েদের সাথে কথা বলার প্রশ্ন :-
মেয়েদের সাথে কথা বলার প্রশ্ন
- আজ সারাদিন কি কি করলে?
- তোমার পছন্দের বই বা সিনেমা কোনটি?
- ছুটির দিনে তোমার কি কি করতে ভালো লাগে?
- তোমার দেখা সবচেয়ে মজার ঘটনা কি?
- তোমার প্রিয় পোষা প্রাণী কোনটি?
- তোমার পছন্দের খাবারের নাম কি?
- তোমার শৈশবে মজার কোনো ঘটনা আছে কি? থাকলে সেই স্মৃতিটা কি?
- ভবিষ্যতে তুমি কি হতে চাও?
- বড় হয়ে কোন ভার্সিটিতে পড়তে চাও?
- তোমার জীবনে কোনো বিব্রতকর মুহূর্ত আছে কি না?
- তুমি কি ভূতে বিশ্বাস করো?
- বড় হয়ে বা বিয়ের পর কোথায় ঘুরতে যেতে চাও?

প্রেমিকাকে যেভাবে প্রশ্ন করবেন
- তুমি কেন আমাকে পছন্দ করেছিলে?
- তুমি কবে জানলে আমার প্রেমে পড়েছো?
- বিয়ে হলে আমার সাথে কোথায় হানিমুনে যাবে?
- তুমি কি সবার সামনে আমাকে জড়িয়ে ধরতে পারবে?
- রাস্তায় হাটার সময় আমার হাত ধরতে পারবে?
- আমাকে আদর করে কি বলে ডাকবে?
- তুমি কি আমাকে নিয়ে স্বপ্ন দেখো?
- তোমার ভালোলাগার জিনিস কোনটা?
- তুমি কি বিশ্বাস করো প্রথম দেখায় প্রেমে পড়া যায়?
- তোমাকে ফ্রিতে কোথাও ঘোরাঘুরি করতে দিলে কোথায় যাবে?
- তুমি কী করতে সবচেয়ে বেশি ভালোবাসো?
আরও পড়ুন:- কিভাবে কিস করলে মেয়েরা খুশি হয়
গার্লফ্রেন্ড বা অন্য কারো সাথে কথা বলার সময় কেমন আছো,কি করছো এমনই দু-একটা প্রশ্ন করার পর যখন আপনি আর কোনো প্রশ্নই খোঁজে পান না, তখন আপনি ভাবেন আর কি বলা যায়। অন্যদিকে মেয়েটা ভাবে দূর ছেলেটা কেমন যেনো বোরিং। মেয়েটা ইমপ্রেস হবো তো দূরের কথা, সম্পর্ক তৈরি হওয়ার আগেই সব শেষ হয়ে যায়।কিভাবে একটানা অনেক সময় মেয়েদের সাথে কথা বলতে পারবেন জেনে নিন:-

স্বাভাবিক ভাবে কথা বলার চেষ্টা করা
মেয়েদের সাথে কথা বলার আগে থেকেই আমরা ঠিক করে রাখি কি কি কথা বলবো। কিন্তু মনে একটা চিন্তা আসে, এটা বলা হয় তো ঠিক হবে না? এটা বললে আবার সে রাগ করবে কি না? এটা ভাবতে ভাবতে আমাদের মাইন্ড একদম সিরিয়াস হয়ে যায়। ফলে আমরা কি বলবো তা সহজে ঠিক করতে পারি না। কারণ আমাদের মাইন্ড একসাথে দুটো কাজ করতে পারে না। যেমন : মনে করেন আপনি ক্রিকেট খেলা নিয়ে ভাবছন, ঠিক সেই সময় এক সাথে ফুটবল খেলয়া নিয়ে ভাবতে পারবেন না। তাই যখন আপনি যার সাথে কথা বলবেন তখন শুধু তার দিকেই মনোযোগ দিবেন। তার ভালো মন্দটা বোঝার চেষ্টা করুন। কখনোই সিরিয়াস হয়ে যাবেন না। এতে আপনার মাইন্ড ফ্রি থাকবে এবং ভালো ভালো কথা বলতে পারবেন।
তাকে প্রশ্ন করুন
মেয়েদের সাথে কথা বলার প্রশ্ন জানার পাশাপাশি কিছু দিক মাথায় রাখতে হবে। প্রশ্ন করা হলো কারো সাথে দীর্ঘ সময় ধরে কথা চালিয়ে যাওয়ার প্রধান ধাপ। এটা তো আমরা সবাই জানি, কিন্তু সমস্যা হলো কোন ধরনের প্রশ্ন করলে দীর্ঘ সময় ধরে কথা বলা যাবে, তা আমরা খোঁজে পাই না। আপনাকে প্রশ্ন করতে হবে অনেকটা ওপেন টাইপের, যার উত্তর টাও লম্বা হবে। মানে শর্ট টাইপের প্রশ্ন করা একদম ঠিক হবে না। যেমন : তুমি খেয়েছো? উত্তর হবে হ্যা। তুমি স্কুলে বা কলেজে গিয়েছিলে? উত্তর হ্যা বা না।
এই ধরনের প্রশ্ন করা উচিত না যার উত্তর শুধু হ্যা বা না দিয়ে দেয়া যায়। এমন কোনো প্রশ্নও করা যাবে না, যাতে সে মনে করে কোনো ইন্টারভিউ ডেস্কে বসে আছে। আপনি তাকে এই ভাবে প্রশ্ন করতে পারেন। যেমন : আজকের দিনটা তোমার কেমন কাটলো? সারা দিনে কি কি করলে?

আরও পড়ুন:- মেয়েদের কোন প্রশ্ন করলে খুশি হয়
উপদেশ নেয়ার চেষ্টা করুন
আমরা সবাই চাই ভালো একজন উপদেষ্টা হতে। মেয়েদের এই ইচ্ছে টা আরো বেশি। এই দিকটা কাজে লাগাতে আপনি একটু বুদ্ধি খাটাতে পারেন। যদি আপনি কোনো মেয়েকে ইমপ্রেস করতে চান তাহলে তার থেকে এভাবে উপদেশ নিতে পারেন। যেমন: তুমি কি বলতে পারো বন্ধু বিয়েতে কোন ধরনের পোশাক পড়লে আমাকে ভালো লাগবে? এই শুনে মেয়েটা হয় তো আপনাকে উপদেশ দিবে, যেহেতু তোমার বন্ধুর বিয়ে তাহলে সেদিন অবশ্যই পাঞ্জাবি পরতে পারো। তখন আপনি জিজ্ঞেস করবেন তাহলে বলো তো কোন কালারের পাঞ্জাবিটা পড়া যায়? মেয়েটা উত্তরে হয় তো বললো হলুদ কালারের পাঞ্জাবি পড়া যায়।
এভাবে কথা বলার মাঝে আপনি তার প্রশংসা করতে থাকুন। এভাবে কথা বললে দীর্ঘ সময় ধরে কথা বলা যাবে। মেয়েদের সাথে কথা বলার প্রশ্ন জানার পাশাপাশি নিজের বুদ্ধি মত্তাদিয়েও কথার পিষ্টে কথা বলতে হবে।
গুরুত্বপূর্ণ কিছু টিপস
- শুধু প্রশ্ন করেই থেমে যাওয়া যাবে না। পাশাপাশি তার উত্তর গুলো মনোযোগ দিয়ে শুনোন।
- কথা বলার সময় অতিরিক্ত স্মার্ট বা অন্যরকম হওয়ার চেষ্টা করা যাবে না। স্বাভাবিক ভাবে থাকার চেষ্টা করুন এবং আন্তরিক ভাবে কথা বলুন।
- তিমি উত্তর দেয়ার পর আপনি আপনার মতামত জানান। এতে কথোপকথন এক তরফা মনে হবে না।
- সুযোগ পেলে তার রুচি বা গুণের প্রশংসা করুন। এতে আপনার প্রতি তার ভালোবাসা বেড়ে যাবে।
আমাদের আজকের আয়োজন ছিলো মেয়েদের সাথে কথা বলার প্রশ্ন সম্পর্কে। মেয়েদের সাথে কথা বলার সময় বেশি সিরিয়াস না হয়ে স্বাভাবিক ভাবে কথা বলার চেষ্টা করতে হবে। শুধু প্রশ্ন করেই থেমে যাওয়া যাবে না। পাশাপাশি তার উত্তর গুলোও মনোযোগ দিয়ে শুনতে হবে। তার উপদেশ গুলো সবসময় মেনে চলতে হবে। বাধ্য ছেলের মতো মেয়েদের সাথে কথা বলতে হবে। মেয়েদের সাথে কথা বলার প্রশ্ন গুলো হতে হবে খুবই সাধারণ ও স্বাভাবিক।
ponamas। পোনামাছ। মেয়েদের সাথে কথা বলার প্রশ্ন
ছবি- সংগ্রহীত।