মেয়েদের রেজার ব্যবহারের নিয়ম

আমাদের আজকের আয়োজন মেয়েদের রেজার ব্যবহারের নিয়ম সম্পর্কে। রেজার দিয়ে গোনাঙ্গের লোম পরিষ্কার করা সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। প্রাচীন কাল থেকেই এই পদ্ধতির প্রচলন হয়ে আসছে। শরীরের অন্যান্য জায়গা থেকে এই জায়গা বেশি সংবেদনশীল। তাই লোম পরিষ্কারের সময় বেশ কিছু নিয়ম অনুসরণ করা উচিত। গোপনাঙ্গের হেয়ার রিমুভালের জন্য সবচেয়ে পরিচিত প্রসেসগুলো হচ্ছে- শেভিং, ওয়্যাক্সিং ও হেয়ার রিমুভাল ক্রিমের ব্যবহার। অসাবধানতার কারণে ক্ষতি হয়ে যেতে পারে। তাই আজ আমরা দেখাতে চলেছি, মেয়েদের রেজার ব্যবহারের নিয়ম। নিদিষ্ট সময় পর পর গোপনাঙ্গের লোম পরিষ্কার করা খুবই জরুরী। রেজার ব্যবহারের সময় কিছু সতর্কতা অবলম্বন করলে ত্বক থাকবে মসৃণ ও নিরাপদ। চলুন জেনে নেয়া যাক, মেয়েদের রেজার ব্যবহারের নিয়ম :-

রেজার ব্যবহারের পূর্বে কিছু প্রস্তুতি

সঠিক রেজার বেছে নিন

সবার আগে আমাদের সঠিক রেজার বেছে নিতে হবে। বাজারের আলাদা ভাবে ছেলেদের আর মেয়েদের রেজার কিনতে পাওয়া যায়। মেয়েদের ত্বক ছেলেদের চেয়ে আলাদা হয়। তাই গোপনাঙ্গের লোম পরিষ্কার করতে আপনার জন্য উপযুক্ত রেজার বেছে নিন। অনেক মেয়েরা ছেলেদের রেজার ব্যবহার করে। এই কাজটা একদমই ঠিক না।ছেলেদের ত্বক থেকে মেয়েদের ত্বক একেবারে আলাদা। তাই আলাদা রেজার ব্যবহার করাই উত্তম।

পরিষ্কার রেজার

লোম পরিষ্কারের জন্য যে রেজারটি বেছে নিয়েছেন তা পরিষ্কার আছে তো? একটি রেজার ২/৩ বারের বেশি ব্যবহার করা একদমই উচিত না। প্রতিবার রেজারটি ব্যবহারের আগে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সময় মতো রেজার পরিবর্তনের অভ্যাস গড়ে তুলুন।

মেয়েদের রেজার ব্যবহারের নিয়ম
মেয়েদের রেজার ব্যবহারের নিয়ম

ত্বক পরিষ্কার করুন

রেজার ব্যবহারের আগে ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিন। অপরিষ্কার ত্বকে রেজার চালালে ইনফেকশন হয়ে যেতে পারে। তাই রেজার ব্যবহারের আগে জায়গাটা গরম পানি দিয়ে ভালো ভাবে ধুয়ে নরম তোয়ালে দিয়ে মুছে নিন।

মেয়েদের রেজার ব্যবহারের নিয়ম

  • প্রথমে শেভিং ক্রিম বা সাবান দিয়ে ফোম তৈরি করুন। এতে সহজেই রেজার চলাচল করবে।
  • রেজার চলানোর সময় লোমের উল্টো দিক থেকে চালান। সাধারণত নিচের দিক থেকে উপরের দিকে রেজার চালানোই বেশি নিরাপদ।
  • রেজার চালানোর সময় দ্রুত বা তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলে কেটে যাওয়ার সম্ভাবণা থাকে।
  • একই জায়গায় বার বার রেজার চালানো থেকে বিরত থাকুন। ২-৩ টানেই লোম তুলে আনতে চেষ্টা করুন।
  • কিছু সময় পর পর গরম পানি দিয়ে রেজার ধুয়ে নিন। এতে রেজার জীবানুমুক্ত থাকবে এবং সহজেই ক্লিন হয়ে আসবে।
  • ক্লিন করা হয়ে গেলে জায়গাটা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন।
মেয়েদের রেজার ব্যবহারের নিয়ম
মেয়েদের রেজার ব্যবহারের নিয়ম

রেজার ব্যবহারের পরে করণীয়

ময়েশ্চারাইজার ব্যবহার

ত্বকে রেজার চালানোর পর ত্বক অনেক শুষ্ক হয়ে যায়। ফলে জ্বালাপোড়া অনুভব হয়। তাই ত্বকের শুষ্কতা দূর করতে ময়েশ্চারাইজার বা অলিভ ওয়েল ব্যবহার করুন।

রেজারের যত্ন

একটি রেজার ২/৩ বার ব্যবহার করা যায়। তার জন্য রেজারের ভালোভাবে যত্ন নিতে হবে। প্রতিবার রেজার ব্যবহার করার পর গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে সংরক্ষণ করতে হবে। রেজার অবশ্যই শুকিয়ে নিতে হবে।

ঘন ঘন শেভিং

অনেক মেয়েরা প্রতি সপ্তাহে রেজার ব্যবহার করে থাকে। এটি ঠিক না। প্রতি ৩০-৪০ দিনের মাথায় শেভিং করা উত্তম। অত্যাধিক শেভিং করলে ত্বকে শুষ্কতা দেখা দিতে পারে। একবার শেভিং এর পর ত্বককে কিছু দিন বিশ্রাম দিন।

আরও পড়ুন:- গোপনাঙ্গের অবাঞ্ছিত লোম দূর করার উপায়

আমাদের আজকের আয়োজন ছিলো মেয়েদের রেজার ব্যবহারের নিয়ম সম্পর্কে।রেজার ব্যবহারের সময় উপরের সতর্কতা গুলো অবলম্বন করলে অনেক রোগব্যধি থেকে রক্ষা পাওয়া যায়। রেজার ব্যবহারের সময় একটু অসতর্কতা বড় বিপদের কারণ হতে পারে। তাই উপরের সতর্কতা গুলো অনুসরণ করুন।

ponama। পোনামাছ। মেয়েদের রেজার ব্যবহারের নিয়ম।

ছবি সংগ্রহীত।

Leave a Comment