আমাদের আজকের আয়োজন মেয়েদের স্তন কত প্রকার বা মেয়েদের দুধ কত ধরনের হয় সেই সম্পর্কে। মেয়েদের শরীরের প্রত্যেকটা অঙ্গ নিয়ে আগ্রহের শেষ নেই। মেয়েদের স্তন নিয়ে ছেলেদের আলাদা একটা জানার আগ্রহ থাকে। তাই অনেকে প্রশ্ন করে থাকে মেয়েদের দুধ কত ধরনের হয়? মেয়েদের স্তন বিভিন্ন আকারের হয়। কারো স্তন হয় বড় আবার কারো ছোট, কারো আবার গোল তো কারো চেপ্টা। স্তনের বিভিন্ন আকারের উপর ভিত্তি করে স্তনকে বিভিন্ন নামে ডাকা হয়। যেমন রাউন্ড স্তন, ইস্ট ওয়েস্ট স্তন, সাইড সেট স্তন, টিয়ার ড্রপ স্তন, স্লেডার স্তন,অ্যাসিমেট্রিক স্তন ও বেল শেপ স্তন। চলুন জেনে নেয়া যাক, মেয়েদের স্তন কত ধরনের হয় :-
মেয়েদের দুধ কত ধরনের হয়
অ্যাসিমেট্রিক স্তন
অনেক সময় কোনো কোনো মেয়ের একটা স্তন ছোট তো অন্যটা বড় হয়ে থাকে। এ ধরনের স্তনকে অ্যাসিমেট্রিক স্তন বলা হয়। দু পাশের স্তনের আকার দু রকম হয়। এ ধরনের স্তনে সামঞ্জস্য থাকে না। অনেকে মেয়েদেরই এ ধরনের স্তন থাকে। অনেকে হয় তো বা লক্ষ করে না। এটা কোনো সমস্যা না। ভয় পাওয়ার কিছু নেই।
ইস্ট- ওয়েস্ট স্তন
এ ধরনের স্তনের নিপল পরস্পর বিপরীত দিকে থাকে। স্তনের বোটা একটা পূর্ব দিকে থাকে তো অন্য একটা পশ্চিম দিকে থাকে। এ ধরনের স্তনের মাঝে কিছুটা ফাঁকা জায়গা থাকে।
রাউন্ড স্তন
প্রত্যেক মেয়েদেরই ইচ্ছে থাকে তাদের স্তন রাউন্ড শেইপের হোক। রাউন্ড স্তন সবচেয়ে জনপ্রিয়। এ ধরনের স্তন বলের মতো গোল আকারের হয় থাকে। স্তনের আগাগোড়া সবটাই গোলাকার । এই স্তন গুলো এমনিতেই অনেক সুন্দর হয়ে থাকে।
বেল শেপ স্তন
এ ধরনের স্তন কিছুটা ছোট হয়ে থাকে। আকার আকৃতিতে কিছুটা বেল বা ঘন্টার মতো হয়ে থাকে। বেল শেপ কিছুটা রাউন্ড শেপের মতো হলেও সামনের দিকে কিছুটা লম্বা হয়ে থাকে।
স্লেন্ডার স্তন
স্লেন্ডার স্তনও বেশ জনপ্রিয়। এটা বেল শেপ ও রাউন্ড শেপের মাঝামাঝি হয়। এ স্তনের নিপল কিছুটা নিচের দিকে মুখ করে থাকে। স্তনের নিপল কিছুটা বড় হয়। স্তন অনেকটা ঝুলে থাকে। ব্রা পরে থাকলে স্তন ভরা ভরা লাগে।
টিয়ার ড্রপ স্তন
টিয়ার ট্রপ স্তন অনেজ রাউন্ড স্তনের মতোই গোলাকার হয়ে থাকে। স্তনের নিচের দিকটা অনেক ভরাট মনে হলেও উপরের দিকটা তেমন হয় না। এ ধরনের স্তন অনেকটা চোখ থেকে পানির ফোটা পড়ার মতো লাগে, তাই একে টিয়ার ড্রপ স্তন বলা হয়।
সাইট সেট স্তন
এই স্তন গুলো অনেকটা চেপ্টা আকারের হয় থাকে। এ ধরনের স্তন খুব একটা বড় হয় না। শরীরের সাথে লেগে থাকে। দুই স্তনের মাঝে কিছুটা ঢেউ খেলানোর মতো। এ ধরনের স্তন ঝুলে থাকে না।
আমাদের আজকের আয়োজন ছিলো মেয়েদের স্তন কত প্রকার বা মেয়েদের দুধ কত ধরনের হয় সেই সম্পর্কে। স্তনের আকার কোনো সমস্যা না। তবে আপনার কাছে সমস্যা মনে হলে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
ponamas। পোনামাছ। মেয়েদের স্তন কত প্রকার। মেয়েদের দুধ কত ধরনের হয়।
ছবি সংগ্রহীত।