মিলনের সময় নারীর করনীয়

আমাদের আজকের আয়োজন মিলনের সময় নারীর করনীয় সম্পর্কে। মিলন শুধু স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক নয়, এর মাধ্যমে দুটি মানুষের ভালোবাসা শ্রদ্ধা প্রকাশ পায়। মিলনের সময় নারীর কিছু কাজ সহবাসকে আরও সুন্দর ও স্বাস্থ্যকর করে তুলে। মিলনের সময় পুরুষের পাশাপাশি নারীরও বেশ কিছু করণীয় আছে। যার মাধ্যমে মিলন আরও মধুর হয়ে ওঠে। চলুন জেনে নেয়া যাক, মিলনের সময় নারীর করনীয় :-

মিলনের সময় নারীর করনীয়

নিজের ইচ্ছা জাগিয়ে তুলুন

মিলনের পূর্বে একজন নারীর মানসিক প্রস্তুতি নিতে হয়। মিলনকে আনন্দময় করতে প্রধান কাজ হলো মানসিক ভাবে প্রস্তুত হওয়া। মানসিক ভাবে প্রস্তুত না থাকলে কখনোই সহবাসে পূর্ণ তৃপ্তি পাওয়া যায় না। তাই সহবাসের পূর্বেই মানসিক ভাবে সহবাসের প্রস্তুতি নিন।

মিলনের পূর্বে আলোচনা

মিনের আগে খোলামেলা কথা বলে নিজেদের প্রস্তুতি নিন। দুজনেই একটু নিজেদের চাহিদা নিয়ে কথা বলুন। একে অপরের প্রতি সব ধরনের কথা বলে নিজেরা ফ্রি হয়ে যান। সহবাসের সময় অনেক রোমান্টিক গল্প করতে পারেন। রোমান্টিক মুভিও দেখতে পারেন।

শারীরিক প্রস্তুতি

সহবাসের পূর্বে নিজেদের শারীরিক ভাবে প্রস্তুত করতে হবে। যৌন সুরক্ষার জন্য সহবাসের পূর্বে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যকর জীবনযাপন মিলনের হন্য সবচেয়ে ভালো। নিয়মিত গোপনাঙ্গের লোম পরিষ্কার রাখুন। পার্টনারকে বোঝানোর চেষ্টা করুন,আপনি তার জন্য প্রস্তুত।

আরও পড়ুন:- সহবাসের সময় যোনিতে শব্দ হয় কেন

নিরাপত্তা

মিলনের সময় নিরাপত্তা বা সুরক্ষা খুবই জরুরী। যৌন রোগ বা অপ্রত্যাশিত গর্ভধারণ রোধে কনডম ব্যবহার করতে পারেন। কি ভাবে কি করবেন আগে থেকেই সঙ্গীকে জানিয়ে দিন।

মিলনের সময় নারীর করনীয়
মিলনের সময় নারীর করনীয়

উপভোগ করুন

মিলনের সময় যথাসম্ভব উপভোগের চেষ্টা করুন। সহবাসের সময় স্বামীর প্রতি গভীর মনোযোগী হোন। তাকে বোঝানোর চেষ্টা করুন আপনি কতটা উপভোগ করছেন। স্বামীর সাথে অনাবিল আনন্দে মিশে যান। এতে আপনার পার্টনার আরও বেশি শক্তিঅনুভাব করবে।

সঙ্গীর সাথে মিশে যান

মিলনের সময় সঙ্গীকে সহযোগিতা করুন। সহবাসের সময় পুরুষ সঙ্গীর অনেক পরিশ্রম করতে হয়। তাই তাকে যথাসম্ভব সাহায্য করুন। সম্ভব হলে আপনি কিছু সময় করতে পারেন।

সম্মান বজায় রাখুন

মিলনের সময় একে অপরের প্রতি সম্মাম বজায় রাখুন। তাকে কখনো অপমান করবেন না। এতে তার পার্ফমেন্স খারাপ হতে পারে। পার্টনার যেভাবে চায় সেভাবে তাকে সাহায্য করুন। স্বামীর কোনো দুর্বলতা থাকলেও তার প্রশংসা করুন। এতে তার আত্নবিশ্বাস আরও বেড়ে যাবে।

আরও পড়ুন:- মিলনের সময় তেল ব্যবহার

আমাদের আজকের আয়োজন ছিলো মিলনের সময় নারীর করনীয় সম্পর্কে। মিলনের সময় একে অপরকে সাহায্য করার মাধ্যমে আনন্দ অনুভূতি আরও চরমে পৌঁছে যায়। সহবাসের সময় নারীর করনীয় হলো, মিলনের পূর্বেই নিজেকে শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত রাখা এবং মিলনের সময় স্বামীর প্রতি সম্মান রেখে যথাসম্ভব সহবাসকে অনুভব করা। এভাবেই একজন নারী মিলনের সময় স্বামীকে সাহায্য করতে পারে।

ponamas। পোনামাছ। মিলনের সময় নারীর করনীয়।

ছবি সংগ্রহীত।

Leave a Comment