‎বিস্কুট তৈরির রেসিপি
‎বিস্কুট তৈরির রেসিপি

‎বিস্কুট তৈরির রেসিপি

‎আমাদের প্রতিদিনের খাবার তালিকায় বিস্কুট তো থাকেই।চায়ের আড্ডায় বিস্কুট, অতিথি এলে চায়ের সঙ্গে বিস্কুট সব জায়গাতেই পাবেন।সাধারণত এসব বিস্কুট আমাদের কিনে খাওয়াটাই বেশি হয়। তাই আমরা দেখাতে চলেছি ‎বিস্কুট তৈরির রেসিপি। ঘরে তৈরি করা বিস্কুট স্বাস্থ্যের জন্য বেশ ভালো। এটি খেতে যেমন সহজ তেমনি তৈরি করাও বেশ সহজ। চলুন দেরি না করে দেখে নেয়া যাক, ‎বিস্কুট তৈরির রেসিপি :-

আরও পড়ুন:- টমেটো স্যূপ রেসিপি

বিস্কুট তৈরির উপকরণ :-

  • ‎ডিম-১টি
  • ‎ময়দা-দেড় কাপ
  • ‎চিনি-আধা কাপ
  • ‎সয়াবিন তেল- আধা কাপ‎
  • বেকিং পাউডার – আধা চা চামচ‎
  • লবণ- স্বাদ মতো।

‎বিস্কুট তৈরির রেসিপি (how to make biscuit) :-

‎১) প্রথমে একটি বাটিতে ডিম ভেঙে নিন। এবার তাতে লবণ ও চিনি দিয়ে নাড়তে থাকুন।এবার সয়াবিন তেল দিয়ে আবার নাড়ুন। এবার অল্প অল্প করে ময়দা দিয়ে নাড়ুন।

‎২)এবার বেকিং পাউডার দিয়ে সব উপকরণ মিশিয়ে ডো তৈরি করুন এবং ১০মিমিটের জন্য ঢেকে রাখুন।‎

৩) এবার ডো থেকে অল্প মিশ্রণ নিয়ে দুই হাতের তালুর সাহায্যে গোল করে সামান্য চেপ্টা করে দিন।( শক্ত কাঠির সাহায্যে ইচ্ছে মতো নকশা আকতে পারেন)‎

৪) এবার বেকিং ট্রের উপর বেকিং পেপার বসিয়ে বিস্কুট রাখুন। ‎

৫) চুলায় একটি বড় হাড়ি বসিয়ে গরম করে নিন।‎

৬) এবার বিস্কুট সহ বেকিং ট্রে হাড়িতে দিয়ে দিন।এবার ঢাকনা দিয়ে ঢেকে দিন। খেয়াল রাখবেন যেনো কোনো ছিদ্র না থাকে। এভাবে ৩০-৩৫মিনিট ঢেকে চুলায় হালকা জ্বাল দিলে বিস্কুট তৈরি হয়ে যাবে।‎

ব্যস প্রস্তুত হয়ে গেলো মজাদার ‎বিস্কুট তৈরির রেসিপি। বয়ামে রেখে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন।

পোনামাছ । ponamas । বিস্কুট তৈরির রেসিপি। biscuits recipe।‎ ‎বিস্কুট তৈরির রেসিপি।

রেসিপি আফিয়া জান্নাত (প্রিয়াংকা)‎

ছবি সংগ্রহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *