বিয়ের আগে যোনির যত্ন

আমাদের আজকের আয়োজন বিয়ের আগে যোনির যত্ন সম্পর্কে। সুস্বাস্থ্যের জন্য দেহের যত্ন নেয়া খুবই গুরুত্বপূর্ণ। তেমনি যোনির যত্ন নেয়াও গুরুত্বপূর্ণ। বিয়ের আগে একজন মেয়েদের উচিত তার শরীরের বিশেষ যত্ন নেয়া। অনেকেই জিজ্ঞেস করে বিয়ের আগে কি ভাবে যোনির যত্ন নিতে হয়? যোনির স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত যোনির যত্ন নিতে হবে। চলুন জেনে নেয়া যাক, বিয়ের আগে যোনির যত্ন :-

আরও পড়ুন:- সহবাসের সময় অলিভ অয়েল ব্যবহার

বিয়ের আগে যোনির যত্ন

  • যোনি সুস্থ থাকতে নিয়মিত যোনি পরিষ্কার করতে হবে। নিয়মিত যোনি পরিষ্কার করলে নানা রকম সমস্যা ও ইনফেকশন থেকে রক্ষা পাওয়া যায়।
  • যোনি কখনো ভেজা বা ঘামে ভেজা অবস্থায় রাখা যাবে না। নরম কাপড় দিয়ে যোনির পানি মুছে নিতে হবে। যোনি ভেজা থাকলে চুলকানি হতে পারে।
  • যোনির লোম পরিষ্কারের জন্য ক্রিম ব্যবহার না করে রেজার ব্যবহার করুন। রেজার দিয়ে যোনির লোম পরিষ্কার করলে যোনির সৌন্দর্য বৃদ্ধি পায়।
  • বিশেষ কোনো কারণ ছাড়া পেন্টি পড়ার প্রয়োজন নেই। অন্তবাস অবশ্যই সুতি কাপড়ের হতে হবে। সুতির কাপড় স্বাস্থ্যের জন্য ভালো।
  • পিরিয়ডের সময় নিয়মিত প্যাড পরিবর্তন করুন। ২৪ ঘন্টায় অন্তত ৩বার প্যাড পরিবর্তন করুন।
  • ভালো ভালো ফলমূল শাকসবজি খান।অবশ্যই প্রচুর পরিমানে পানি পান করতে হবে।
  • অনেক মেয়েরা নিজেরা উত্তেজিত হয়ে যোনিতে আঙুল দেয়। এই কাজটা একদমই ঠিক না। বিয়ের আগে এমন করলে সংসারে সমস্যা সৃষ্টি হতে পারে।
  • সহবাসের পরপরই ভালেভাবে যোনি ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করুন। কখনোই নোংরা অবস্থায় থাকা যাবে না।
  • অনেক মেয়েরা যোনির গন্ধ দূর করতে সুগন্ধি ব্যবহার করে। এই কাজটা একদম ঠিক না। যোনির গন্ধ থাকা স্বাভাবিক। তাই যোনিতে আলাদা করে কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না।
  • যোনিতে অস্বাভাবিক কোনো অবস্থা দেখা গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। যৌন সমস্যা নিয়ে বসে থাকতে হয় না।

আরও পড়ুন:- প্রতিদিন সহবাসের উপকারিতা ও অপকারিতা

আমাদের আজকের আয়োজন ছিলো বিয়ের আগে যোনির যত্ন সম্পর্কে। সুস্থ জীবনের জন্য যোনির যত্ন নেয়া খুবই গুরুত্বপূর্ণ। যোনি নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখুন।

ponamas। পোনামাছ। বিয়ের আগে যোনির যত্ন।

ছবি সংগ্রহীত।

Leave a Comment