আমাদের আজকের আয়োজন বাচ্চা না হলে কি কি টেস্ট করতে হয় সেই সম্পর্কে। স্বামী স্ত্রী একসাথে থেকে প্রতি সপ্তাহে ২-৩ বার মিলন করেন। এভাবে ১বছর মিলন করার পরও যদি গর্ভাধারণ না হয়, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডাক্তার বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা করে দেখবেন কোনো সমস্যা আছে কি না।অনেকেই প্রশ্ন করে থাকেন বাচ্চা না হলে কি কি টেস্ট করতে হয়? গর্ভধারণ না হওয়ার বেশ কিছু কারণ থাকতে পারে।তাই সঠিক কারণ খোঁজে বের করতে কিছু পরিক্ষা নিরিক্ষার প্রয়োজন হয়। এই পরিক্ষা গুলো নারী পুরুষ উভয়ের জন্য হতে পারে।সন্তান ধারণে সমস্যা হয়, তবে কিছু নির্দিষ্ট পরীক্ষা করা হয়। চলুন জেনে নেয়া যাক, বাচ্চা না হলে কি কি টেস্ট করতে হয় :-
বাচ্চা না হলে কি কি টেস্ট করতে হয়
মহিলাদের জন্য প্রয়োজনীয় টেস্ট
হরমোন টেস্ট (Hormone Tests)
গর্ভধারণের জন্য অভুলেশন খুবই জরুরী। অভুলেশনের জন্য ডিম্বাশয়ের সাইজ সঠিক হওয়া জরুরী। ডিম্বানু সঠিক ভাবে বড় হওয়ার জন্য বিভিন্ন হরমোনের প্রয়োজন হয়। এর মধ্যে ফলিকল- স্টিমুলেটং হরমোন (FSH), লুটিনাইজিং হরমোন (LH), এস্ট্রাডিওল এবং প্রোজেস্টেরন হরমোন অন্যতম। এই হরমোন গুলো কম বেশি হলে গর্ভোধারণে সমস্যা হতে পারে। এছাড়া শরীরে প্রোলেকট্রিন হরমোন বেশি হয়ে গেলেও গর্ভধারণে সমস্যা হতে পারে। তাই গর্ভধারণ না হলে হরমোন টেস্ট করতে হবে।
আলট্রাসাউন্ড টেস্ট (Ultrasound)

আলট্রাসাউন্ড টেস্টের মাধ্যমে জরায়ু ও ডিম্বাশয়ের অবস্থা সম্পর্কে জানা হয়। এই টেস্ট জরায়ু, ফাইব্রয়েড, সিস্ট এবং অন্যান্য সমস্যা সম্পর্কে জানতে সাহায্য করে। এই টেস্টের মাধ্যমে ডিম্বানু উৎপাদানে ফলিক গুলো সঠিক ভাবে বৃদ্ধি পাচ্ছে কি না তা জানা যায়। শুক্রাণু বহনকারী নালীতে কোনো বাধা আছে কিনা, তা দেখতে এই পরীক্ষা করা হয়।
হিস্টোরোসালপিংগ্রাম টেস্ট (HSG)
অভুলেশনের পর ডিম্বানু ফেলুপাইন টিউবে শুক্রানুর জন্য অপেক্ষা করে। এখন কোনো কারণে যদি ফেলুপাইন টিউব ব্লক থাকে, তাহলে ডিম্বানু এবং শুক্রানুর মিলন হয় না। তখন সবকিছু স্বাভাবিক থাকার পরও গর্ভধারণ হয় না। সুতরাং টিউব ব্লক আছে কি না সেটা জানার জন্য HSG টেস্ট করতে হয়। এতে অনেক ধরনের রং ব্যবহার করে এক্সরে করা হয়।
আরও পড়ুন:- পায়খানার সাথে রক্ত পড়া বন্ধের উপায়
ডায়াবেটিস টেস্ট (Diabetes test)
ডায়াবেটিসের সমস্যা থাকলেও ডিম্বাণুর গুনগত মান খারাপ হতে পারে। ফলে গর্ভধারণ হতে সমস্যা হতে পারে। তাই ডায়াবেটিসের কোনো সমস্যা আছে কি না তা জানতে হবে। আগে থেকে ডায়াবেটিসে আক্রান্ত থাকলে তা চিকিৎসককে জানাতে হবে।
ল্যাপারোস্কোপি ( Laparoscopy)
যদি উপরের টেস্ট গুলোতে কোনো সমস্যা ধরা না পরে তাহলে এই টেস্টটি করা হয়। এই পরিক্ষাটি করার জন্য জরায়ুর ভিতরে ছোট ক্যামেরা ঢুকানো হয়। যার মাধ্যমে জরায়ুর ভিতরে ডিম্বানু এবং ফ্যালোপিয়ান টিউবের অবস্থা সরাসরি দেখা যায়।

পুরুষের জন্য প্রয়োজনীয় টেস্ট
সিমেন অ্যানালাইসিস (semen Analysis)
বাচ্চা না হওয়ার অন্যতম বড় একটি কারণ হলো পুরুষের শুক্রানুতে সমস্যা। গর্ভধারনের জন্য পুরুষের শুক্রানু অবশ্যই স্বাভাবিক থাকতে হবে। একজন পুরুষের প্রতি মিলি লিটার বীর্যে ২০-২০০মিলিয়ন শুক্রানু থাকতে হবে। শুক্রানোর স্বাভাবিক গতিবিধি ৬০% এর বেশি হতে হবে। কারো বীর্যে শুক্রানোর পরিমাণ কম বা শুক্রানোর নড়াচড়া কম থাকে, তাহলেও বাচ্চা নিতে সমস্যা হবে। ছেলেদের শুক্রানো সঠিক আছে কি না? সেটি জানার জন্য অবশ্যই পুরুষদের সিমেন অন্যানালাইসিস টেস্ট করা প্রয়োজন।
হরমোন পরিক্ষা ( Hormone test)
মেয়েদের মতো ছেলেদেরও হরমোন পরিক্ষা করা জরুরি। ছেলেদের ক্ষেত্রে সাধারনত টেস্টোস্টেরন এবং অন্যান্য হরমোন পরিক্ষা করা হয়ে থাকে। যা শুক্রানো উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও পড়ুন:- সহবাসের সময় কি ব্যবহার করা উচিত
আলট্রাসাউন্ড (ultrasound)
অনেক সময় ছেলেদের অন্ডকোষে আলট্রাসাউন্ড পরিক্ষা করা হতে পারে। ছেলেদের শরীরে ভেরিকোসিল বা অন্য কোনো সমস্যা আছে কি না তা নির্ণয় করতে সাহায্য করে।

আমাদের আজকের আয়োজন ছিলো বাচ্চা না হলে কি কি টেস্ট করতে হয় সেই সম্পর্কে। বাচ্চা নেয়ার জন্য স্বামী স্ত্রী উভয়েই সুস্থ থাকতে হবে। আপমার পিরিয়ড যদি নিয়মিত হয়, আপনার ওজন যদি স্বাভাবিক থাকে, আপনি কি যদি স্বাভাবিক ব্যায়াম করেন, স্বামী স্ত্রী এক সাথে থাকেন এবং সপ্তাহে ২ – ৩ দিন মিলন করেন। তাহলে এক বছরে ৮০% সম্ভাবনা থাকে গর্ভধারণের। গর্ভধারণ গতে স্বামী স্ত্রী এক সাথে থাকুন এবং অভুলেশন অনুযায়ী মিলন করুন। আপনার যে উপরের সব গুলো টেস্ট করতে হবে ব্যাপারটা এমন নয়। আপনার শারীরিক অবস্থা ও স্বাস্থ্য পরিক্ষা করে ডাক্তার কিছু পরিক্ষা বাদ দিতে পারেন। আবার কিছু পরিক্ষা যোগও করতে পারেন।
এটি নির্ভর করবে আপনার সমস্যার উপর। তাই স্বামী স্ত্রী এক সাথে এক বছর থাকার পর ও যদি বাচ্চা না হয় তাহলে আপনাদের অবশ্যই গাইনিকোলজিস্ট এবং ইউরোলজিস্ট ডাক্তার দেখাতে হবে। তিনি আপনাদের সঠিক গাইড লাইন দিতে পারবেন ইনশাআল্লাহ। আপনার সমস্যা নির্নয় করে চিকিৎসা নিলে দ্রুত সমাধান পাবেন ইনশাআল্লাহ। বাচ্চা না হলে কি কি টেস্ট করতে হয়, এই নিয়ে সাধারণ ধারণা দেয়ার চেষ্টা করেছি। তাই আশা করছি আজকের পোস্টটি সামান্য হলেও উপকারে আসবে। বন্ধ্যাত্ব একটি সংবেদনশীল বিষয় ।
ponamas। পোনামাছ। বাচ্চা না হলে কি কি টেস্ট করতে হয়
ছবি সংগ্রহীত।