আমাদের আজকের আয়োজন মেয়েদের প্রথম সহবাসে রক্তক্ষরণ হলে করণীয় সম্পর্কে। অনেকেরই প্রথমবার সহবাসের পর রক্তক্ষরণ হতে দেখা যায়। সহবাসের পর রক্তক্ষরণ দেখে হলে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যায়। তাই অনেকে প্রশ্ন করে প্রথম সহবাসে রক্তক্ষরণ হলে করণীয় কি? এ সম্পর্কে সবারই সচেতন হওয়া উচিত। প্রথম সহবাসে রক্তক্ষরণ হওয়া স্বাভাবিক একটি প্রক্রিয়া। ভার্জিন মেয়েদের রক্তক্ষরণ হতে বেশি দেখা যায়। চলুন জেনে নেয়া যাক, মেয়েদের প্রথম সহবাসে রক্তক্ষরণ হলে করণীয় :-
প্রথম সহবাসে রক্তক্ষরণ হলে করণীয়
- প্রথম সহবাসের সময় হালকা রক্তপাত হলে ঘাবড়ে যাবেন না। টিস্যু বা পরিষ্কার কাপড় দিয়ে রক্ত পরিষ্কার করুন।
- অনেক ব্যথা অনুভব হলে ব্যথা কামানোর ঔষধ সেবন করুন। তাতে রক্ত চলাচল কমে যাবে আর ব্যথা লাগবে না।
- সাধারণত ভার্জিন মেয়েদের ভ্যাজাইনা পর্দা ছিড়ে রক্তপাত হয়। এতে ভয় পাওয়ার কিছু নেই। একটু পর এমনি ঠিক হয়ে যাবে।
- সহবাসের পূর্বে স্ত্রীর যথেষ্ট উত্তেজনা নিশ্চিত করুন। সময় নিয়ে স্ত্রীর সাথে ফোর প্লে করুন। ধৈর্য্য নিয়ে ধীরে ধীরে মিলিত হোন। তাড়াহুড়ো করলে ক্ষতি হয়ে যেতে পারে।
- যৌনিতে অতিরিক্ত শুষ্কতা দেখা গেলে লুব্রিকেন্ট বা নারিকেল তেল ব্যবহার করুন। এতে সহবাস আরামদায়ক ও সহজ হবে।
- রক্তক্ষরণ হলে সহবাস থেকে বিরত থেকে কিছুক্ষণ বিশ্রাম করুন।
- হালকা রক্তপাত হলে চিন্তার কিছু নেই। তবে অতিরিক্ত রক্তপাত ও ব্যথা হলে একজন ভালো ডাক্তারের পরামর্শ নিন।

আরও পড়ুন:- সহবাসের পর শরীর দুর্বল হলে করণীয়
প্রথম সহবাসে রক্তক্ষরণ কেন হয় ?
প্রথমবার কেন মেয়েদের রক্তক্ষরণ হয় আমরা অনেকেই জানি না। তাই রক্তক্ষরণ দেখে আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। সাধারণ কিছু কারণে এমনটা ঘটে থাকে। চলুন জেনে নেয়া যাক :-
- ভার্জিন মেয়েদের যোনিতে ভ্যাজাইনা পর্দা থাকে। প্রথমবার সহবাসের সময় তা ছিড়ে রক্তপাত হতে পারে। এমনটা হলে দুশ্চিন্তার কিছু নেই।
- প্রথমবার সহবাসের ক্ষেত্রে অভিজ্ঞতার অভাবে অনেকের রক্ত বের হয়। যোনি শুষ্ক অবস্থায় সহবাসের ফলে রক্ত ক্ষরণ হতে পারে।
- অনেকে সহবাসের সময় তাড়াহুড়ো করার ফলে যোনিতে চাপ পড়ে ফলে ক্ষতের সৃষ্টি হতে পারে।
- যোনিতে ইনফেকশন ও ব্যাকটেরিয়ার আক্রমনে জ্বালাপোড়া ও রক্তক্ষরণ হতে পারে।
কখন ডাক্তার দেখাবেন
- অতিরিক্ত রক্তক্ষরণ হলে।
- রক্তক্ষরণ বন্ধ না হলে।
- সহবাসের সময় ও পরে অনেক ব্যথা অনুভব হলে।
আরও পড়ুন:- সহবাসের সময় থুথু ব্যবহার
আমাদের আজকের আয়োজন ছিলো মেয়েদের প্রথম সহবাসে রক্তক্ষরণ হলে করণীয় সম্পর্কে। লজ্জা না পেয়ে সচেতন হতে হবে। আমাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। অধিক সমস্যা দেখা দিলে অবশ্যই একজ ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে।
ponamas। পোনামাছ। মেয়েদের প্রথম সহবাসে রক্তক্ষরণ হলে করণীয়। প্রথম সহবাসে রক্তক্ষরণ হলে করণীয়।
ছবি সংগ্রহীত।