আমাদের আজকের আয়োজন প্রথমবার সহবাস করলে কি রক্ত বের হয় সেই সম্পর্কে। প্রথম সহবাসের সময় অনেকের রক্ত বের হতে পারে আবার নাও বের হতে পারে। কয়েকটি কারণে মেয়েদের প্রথম সহবাসে রক্তক্ষরণ হয়ে থাকে। যেমন: হাইমেন ছিঁড়ে যাওয়া, যোনি শুষ্কতা, অত্যাধিক চাপ ইত্যাদি। প্রথম সহবাসে রক্তহওয়া খুবই স্বাভাবিক একটি ঘটনা। আবার প্রথম সহবাসে রক্তপাত না হওয়া টাও স্বাভাবিক একটি ঘটনা হিসেবেই ধরা হয়। প্রথম সহবাসে যে রক্তপাত হতে হবে ব্যাপারটা এমন নয়। প্রথম সহবাসের রক্তপাত নিয়ে অনেকের মনে অনেক ধরনের ধারনা রয়েছে। চলুন জেনে নেয়া যাক, প্রথমবার সহবাস করলে কি রক্ত বের হয় :
প্রথম সহবাসে রক্তপাতের কিছু কারণ
- সহবাসের সময় রক্তপাতের স্বাভাবিক একটি কারণ হচ্ছে হাইমেন ছিঁড়ে যাওয়া। মেয়েদের যোনির মুখে সতীত্ব পর্দা থাকে। যা দেয়ালের চারিপাশ জুড়ে থাকে তবে একদম দেয়ালের মতো যোনি মুখ ঢাকা থাকে না।৷ এটা শুধু যোনির দেয়ালের চারি দিকে থাকে। সহবাসের সময় এই হাইমেন ছিঁড়ে যাওয়ার কারণে রক্তপাত হতে পারে। তবে এই রক্তপাত অত্যন্ত সামান্য। মাঝে মাঝে যা খালি চোখে নাও দেখা যেতে পারে।
- যোনি শুষ্ক থাকার কারণে যোনির টিস্যু ছিঁড়ে রক্তপাত হতে পারে। প্রথম সহবাসে অনেকে না বুঝে শুষ্ক অবস্থাতেই সহবাস শুরু করে দেয়। এতে যোনির দেয়ালে ঘর্ষণ বেড়ে যায় ফলে রক্তপাত বের হয়।
- সহবাসের সময় অতিরিক্ত চাপের কারণে রক্তপাত হতে পারে। অনেকে প্রথম সহবাসে জোড়াজুড়ি করে থাকে। ফলে যোনিপথে আঘাত লাগতে পারে।অনেক সময় চাপ দিয়ে পুরুষাঙ্গ প্রবেশ করানোর ফলে যোনিতে আঘাত লেগে রক্তপাত হতে পারে।

আরও পড়ুন:- সহবাসের সময় কোন তেল ব্যবহার করা ভালো
প্রথম সহবাসে রক্তপাত না হওয়ার কারণ
সব মেয়েদের যে প্রথম সহবাসে রক্তপাত হবে ব্যাপারটা এমন নয়। প্রথম সহবাসে রক্তপাতে হওয়াটা যেমন স্বাভাবিক তেমনি রক্তপাত না হওয়াটাও স্বাভাবিক। প্রথম সহবাসে রক্তপাত না হওয়ার কিছু কারণ:-
- কিছু মেয়েদের হাইমেন খুব বেশি স্থিতিস্থাপক হয়ে থাকে। এর ফলে সহবাসের প্রচন্ড চাপ সহ্য করতে পারে। এমন হাইমেন ছিঁড়ে না গিয়ে প্রসারিত হয়। এক্ষেত্রে কোনে রক্তপাত হয় না।
- অনেক মেয়েদের দেখা যায় বিয়ের আগেই হাইমেন ছিঁড়ে যায়। সাইকেল চালানো, ঘোড়ায় চড়া, ট্যাম্পন ব্যবহার ইত্যাদি কারণে হাইমেন ছিঁড়ে যেতে পারে। এক্ষেত্রে প্রথম সহবাসে রক্তপাতের কোনো সম্ভাবণা থাকে।
- সহবাসের পূর্বে নারীদের প্রচুর পরিমানে উত্তেজিত করতে পারলে রক্তপাতের সম্ভাবনা কমে না। সহবাসের সময় পর্যাপ্ত পরিমাণে ফোরপ্লে করে নিলে রক্তপাতের মতো অবস্থা তৈরি হয় না। যোনি পথ পিচ্ছিল থাকলে ঘষা কম লাগে ফলে রক্তপাত হয় না।

প্রথমবার সহবাস করলে কি রক্ত বের হয়
সহবাসে রক্তপাত হওয়াটা স্বাভাবিক একটি ব্যাপার। আবার প্রথম সহবাসে রক্তপাত না হওয়াটাও স্বাভাবিক ব্যাপার। প্রথম সহবাসে রক্তপাত হতেও পারে আবার নাও হতে পারে। এটা নির্ভর করে শারীরিক ঘটনের উপর। তবে রক্তপাত না হলেই কিন্তু ভাবা যাবে না যে মেয়েটা কুমারী না। প্রথম সহবাসে রক্তপাত না হওয়ার বেশ করাণ রয়েছে। প্রথমবার সহবাসের সময় রক্ত বের হওয়া একটি সাধারণ ঘটনা।
আরও পড়ুন:- সহবাসের সময় কি ব্যবহার করা উচিত
প্রথম সহবাসে রক্তপাত হওয়া স্বাভাবিক কিনা
প্রথম সহবাসে রক্তপাত হওয়া বা না হওয়া দুটোই স্বাভাবিক একটি ঘটনা। রক্তপাত হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। অনেকে মনে করে মেয়ে ভার্জিন হলে অবশ্যই রক্তপাত হয়। ধারনাটি একদমই সত্য নয়। প্রথম সহবাসে রক্তপাত হওয়াটা যেমন স্বাভাবিক তেমনি রক্তপাত না হওয়াটাও স্বাভাবিক। সহবাসে রক্তপাত নির্ভর করে হাইমেন ছিঁড়ে যাওয়ার উপর, অতিরিক্ত চাপের কারণে, পর্যাপ্ত ফোর প্লে না থাকার কারণে ইত্যাদি। তবে অনেক মেয়েদের বিয়ের আগে হাইমেন ছিঁড়ে যেতে পারে। হাইমেন ছিঁড়ে যাওয়া মানেই কুমারীত্ব হারানো না।

সব মেয়েদের কি রক্তপাত হয়
প্রথম সহবাসে সবার রক্তপাত হয় না। গবেষণায় দেখা যায় ৩০-৪০% মেয়েদের প্রথম সহবাসে রক্তপাত হয়ে থাকে। সেই গবেষণা থেকে দেখা যায় ৬০% মহিলাদের প্রথম সহবাসে কোনো রক্তপাতই হয় না। সব মেয়েদেরই প্রথম সহবাসে রক্তপাত হয় না। এটা একটা ভূল ধারণা।
আরও পড়ুন:- দ্বিতীয় বাচ্চা না হওয়ার কারণ ও প্রতিকার
আমাদের আজকের আয়োজন ছিলো প্রথমবার সহবাস করলে কি রক্ত বের হয় সেই সম্পর্কে। প্রথম সহবাসে রক্তপাত হওয়া বা না হওয়া দুটোই স্বাভাবিক। চিকিৎসা বিজ্ঞান সহবাসে রক্তপাতকে সতীত্ব বলে প্রমাণ করে না। প্রথম সহবাসের অভিজ্ঞতা নির্ভর করে স্বামী স্ত্রীর বোঝাপড়া ও মানসিকতার উপর। প্রথম সহবাসে রক্তপাত হোক বা না হোক এটা নিয়ে অতিরিক্ত চিন্তা করার কোনো কারণ নেই। তবে প্রথম সহবাসে অস্বাভাবিক ব্যথা ও রক্তপাত হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আজকের পোস্টে আপনাদের সামনে “প্রথমবার সহবাস করলে কি রক্ত বের হয়” এই নিয়ে সত্য কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমবার সহবাসে রক্তপাত হওয়া স্বাভাবিক, তবে এটি সবার ক্ষেত্রে ঘটে না।
ponamas। পোনামাছ। প্রথমবার সহবাস করলে কি রক্ত বের হয় ।
ছবি সংগ্রহীত।