প্যানথার কনডম ব্যবহারের নিয়ম

আমাদের আজকের আয়োজন প্যানথার কনডম ব্যবহারের নিয়ম সম্পর্কে।বাজারের ভালে মানের কনডমের মধ্যে প্যানথার একটি। অনাকাঙ্ক্ষিত গর্ভধারন ও যৌন সংক্রান্ত রোগের ঝুঁকি কমাতে কনডম ব্যবহার করা হয়। কনডম ব্যবহারের আগে মেয়াদোত্তীর্ণ তারিখ অবশ্যই দেখে নিতে হবে। এক্ষেত্রে প্যানথার কনডম অন্যতম। সঠিক পদ্ধতিতে কনডম ব্যবহার স্বাস্থ্যের জন্য নিরাপদ। তবে অবশ্যই এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। চলুন জেনে নেয়া যাক, প্যানথার কনডম ব্যবহারের নিয়ম :-

প্যানথার কনডম ব্যবহারের নিয়ম

  • কনডম ব্যবহারের পূর্বে কনডমের মেয়াদোত্তীর্ণ তারিখ দেখে নিন। মেয়াদোত্তীর্ণ কনডম ব্যবহার করা যাবে না। এতে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাবে।
  • কনডমের প্যাকেট খোলার সময় তাড়াহুড়ো না করে সাবধানে খুলুন। আস্তে আস্তে প্যাকেট থেকে কনডম বের করুন। খেয়াল রাখবেন প্যাকেট খোলার সময় যেনো কনডমের কোনো ক্ষতি না হয়।
  • পুরুষাঙ্গ সম্পূর্ণ শক্ত হয়ে গেলে কনডম পড়িয়ে নিন। কনডম পড়ানোর সময় সঠিক দিকে কনডম পড়ানো হয়েছে কি না নিশ্চিত হোন।
  • কনডম পড়ানোর পর ভিতরে বাতাস থাকলে তা বের করে দিন। বাতাস আটকে থাকলে কনডম ফেটে যাওয়ার ঝুঁকি থাকে।
  • কনডমের সাথে নারিকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করবেন না। এতে কনডমের কার্যক্ষমতা কমে যায়। দ্রুত কনডম ছিড়ে যায়। ভালো মানের লুব্রিকেন্ট ব্যবহার করুন।
  • একটি কনডম একবারের বেশি ব্যবহার করা যাবে না। প্রতি ৩০মিনিট অন্তর কনডম পরিবর্তন নিশ্চিত করুন।
  • সহবাসের পর সাবধানে কনডম ছাড়িয়ে নিন। এবার টিস্যু বা কাগজে মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিন। কনডম টয়লেটে ফেলা ঠিক না।
একটি কনডম কতবার ব্যবহার করা যায়
প্যানথার কনডম ব্যবহারের নিয়ম

কনডম ব্যবহারের সতর্কতা

  • মেয়াদোত্তীর্ণ কনডম ব্যবহার থেকে বিরত থাকুন।
  • ছিড়ে যাওয়া বা ফেটে যাওয়া কনডম ব্যবহার থেকে বিরত থাকুন।
  • একবারের বেশি কনডম ব্যবহার করবেন না।
  • কনডমে নারিকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করবেন না।

আরও পড়ুন:- একটি কনডম কতবার ব্যবহার করা যায়

আমাদের আজকের আয়োজন ছিলো প্যানথার কনডম ব্যবহারের নিয়ম সম্পর্কে। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অবশ্যই সঠিক নিয়মে কনডম ব্যবহার করা জরুরি। সঠিক নিয়মে কনডম ব্যবহার না করার জন্য নানা ধরনের যৌন রোগের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণও হয়ে থাকে। তাই অবশ্যই সঠিক নিয়মে কনডম ব্যবহার নিশ্চিত করতে হবে।

ponamas। পোনামাছ। প্যানথার কনডম ব্যবহারের নিয়ম।

ছবি সংগ্রহীত।

Leave a Comment