পিরিয়ড নারীদের একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রতিমাসের একটি নির্দিষ্ট সময়ে নারীদের পিরিয়ড হয়ে থাকে। সাধারণত ৩-৭ দিন পর্যন্ত নারীদের পিরিয়ড স্থায়ী হয়ে থাকে। পিরিয়ডের সময় শারীরিক সম্পর্ক করা যায় কিনা এ নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। পিরিয়ড চলাকালীন ও শুরু হওয়ার আগে নারীদের শারীরিক অনেক পরিবর্তন দেখা যায়। তাই পিরিয়ড চলাকালীন শারীরিক সম্পর্ক করা একেবারেই অনুচিত। পিরিয়ড চলাকালীন শারীরিক সম্পর্ক নারীদের জন্য অনেক বিপদ ডেকে আনে। চলুন জেনে নেই পিরিয়ডের সময় শারীরিক সম্পর্ক করা যায় কিনা :-
আরও পড়ুন:- পিরিয়ড ১০ দিনের বেশি হলে করনীয়
পিরিয়ডের সময় শারীরিক সম্পর্ক করা যায় কিনা এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন,
”তারা আপনাকে মাসিক সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলুন, উহা অশুচি। সুতরাং মাসিকের সময় তোমরা স্ত্রীদের থেকে দূরে থাক এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটে যেও না”। [ সূরা আল-বারাকা, আয়াত সংখ্যা ২২২]
আল্লাহ তায়ালা আরও বলেন, ” যখন তারা ভালোমতো পাক-পবিত্র হয়ে যাবে তখন তোমরা তাদের নিকটে আল্লাহর নির্দেশ মোতাবেক গমন কর”। [ সূরা আল-বারাকা, আয়াত সংখ্যা ২২২]
রাসূলুল্লাহ সাঃ বলেছেন, “যে ব্যক্তি কোন ঋতুবর্তির সাথে মিলিত হয় কিংবা কোন মহিলার পশ্চাৎদ্বারে সঙ্গম করে অথবা কোন গনকের নিকটে যায়, সে মুহাম্মদের উপর যা অবতীর্ণ হয়েছে তার সাথে কুফুরি করে “
পিরিয়ডের সময় শারীরিক সম্পর্ক করা যায় কিনা
রক্তপাত বেড়ে যেতে পারে
পিরিয়ডের সময় শারীরিক সম্পর্ক করলে নারীদের শরীর থেকে যে রক্ত বের হয় তা তুলনামূলক বেড়ে যেতে পারে। তাই পিরিয়ড চলাকালীন শারীরিক সম্পর্ক না করাই ভালো।
প্রচন্ড ব্যথা অনুভব
পিরিয়ড চলাকালীন শারীরিক সম্পর্ক করলে জরায়ুতে প্রচন্ড ব্যথা হতে পারে। জরায়ুর মুখ ঘুরে যেতে পারে, যা পরবর্তী সময় নানা বিদ সমস্যা সৃষ্টি করতে পারে।

ইনফেকশন হতে পারে
পিরিয়ড চলাকালীন শারীরিক সম্পর্ক করলে ইনফেকশন হতে পারে। কারন এ সময় যৌনি ও জরায়ু অম্লভাব ভাব থাকে না। ফলে খুব সহজেই রোগ রোগজীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারে। তাই নারীদের জরায়ুতে ইনফেকশন হতে পারে।
রক্ত পেটে ঢুকে যেতে পারে
পিরিয়ড চলাকালীন শারীরিক সম্পর্কের কারণে শরীর থেকে নির্গত রক্ত পেটের অন্য কোন অংশে ঢুকে যেতে পারে। সেই রক্ত জমাট বেধে বিভিন্ন রোগ হতে পারে।
আমাদের আজকের আয়োজন ছিল পিরিয়ডের সময় শারীরিক সম্পর্ক করা যায় কিনা। ইসলামিক আইন অনুসারে পিরিয়ড চলাকালীন শারীরিক সম্পর্ক করা সম্পূর্ন হারাম। চিকিৎসা বিজ্ঞানীদের মতেও পিরিয়ডের সময় শারীরিক সম্পর্ক নারীর জন্য ঝুঁকিপূর্ণ। পিরিয়ড চলাকালীন কোন সমস্যা দেখা দিলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ দিতে হবে। প্রত্যেক স্বামীর উচিত তার নিজের স্ত্রীর প্রতি যত্নশীল হওয়া।

ponamas। পোনামাছ। পিরিয়ডের সময় শারীরিক সম্পর্ক করা যায় কিনা।
ছবি সংগ্রহীত।