পিরিয়ডের ব্যথা কমানোর দোয়া

পিরিয়ড নারীদের স্বাভাবিক একটি প্রক্রিয়া। প্রতি ২৮ দিন পর পর নারীদের পিরিয়ড হয়ে থাকে। পিরিয়ড চলাকালীন নারীরা প্রচন্ড ব্যথা অনুভব করে থাকে। এছাড়া এ সময় পেট ব্যথা, খিটখিটে মেজাজ, বমি বমি ভাব, মাথাব্যথা সহ বিভিন্ন সমস্যা হতে পারে। আমাদের আজকের আয়োজন মেয়েদের পিরিয়ডের ব্যথা কমানোর দোয়া সম্পর্কে। পিরিয়ডের ব্যথার সময় ব্যাথা নিরাময়ের ঔষধ খাওয়া একদমই উচিত নয়। ব্যথা কমানোর ইসলামিক দোয়া রয়েছে যা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাঃ শিখিয়েছেন। এসব দোয়া পাঠের মাধ্যমে ব্যথা নিরাময় করা যায়। জেনে নেয়া যাক, পিরিয়ডের ব্যথা কমানোর দোয়া আরবি :-

পিরিয়ডের ব্যথা কমানোর দোয়া

মেয়েদের পিরিয়ডের ব্যথা কমানোর দোয়া সম্পর্কে হযরত মুহাম্মদ সাঃ বলেছেন, ‘তুমি তোমার ব্যথার স্থানে ডান হাত রেখে তিনবার বিসমিল্লাহ বলো’ এরপর সাতবার বলো-

উচ্চারণ: “আউজু বি-ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু”

অর্থ: আল্লাহর মর্যাদা ও তার কুদরতের উসিলায় আমি যা অনুভব এবং ভোগ করছি তা থেকে মুক্তি চাচ্ছি।

আরও পড়ুন:- পিরিয়ড বন্ধ হওয়ার লক্ষণ

পিরিয়ডের ব্যথা কমানোর ইসলামিক দোয়া পাঠ করলে আসা করা যায় আল্লাহর রহমতে কিছু সময়ের মাধ্যে ব্যথা কমে যাবে।
ponamas। পোনামাছ। পিরিয়ডের ব্যথা কমানোর ইসলামিক দোয়া। 

ছবি সংগ্রহীত।

Leave a Comment