পারফেক্ট ব্রেস্ট সাইজ কত

আমাদের আজকের আয়োজন পারফেক্ট ব্রেস্ট সাইজ কত বা বয়স অনুযায়ী ব্রেস্ট সাইজ সম্পর্কে। মেয়েদের সবচেয়ে আকর্ষনীয় অঙ্গ হচ্ছে তাদের স্তন। অনেক মেয়েরা কৌতুহল বসতো বার বার তাদের স্তনের সাইজ পরিমাপ করতে থাকে। অনেকে জিজ্ঞেস করে, মেয়েদের দুধের সাইজ কত হলে ভালো হয়? তবে পারফেক্ট স্তনের সাউজ কত তা সঠিক ভাবে বলা যায় না। কারণ মেয়েদের শরীরের গঠন ও উচ্চতার উপর ভিত্তি করে পারফেক্ট স্তনের সাইজ নির্নয় করা হয়। মেয়েদের সৌন্দর্যের উপর ভিত্তি করেও স্তনের সাইজ নির্ণয় করা হয়। অতিরিক্ত ভারি স্তন নারীর সৌন্দর্যকে নষ্ট করে দেয়। আবার অন্য দিকে ছোট স্তন দেখতেও ভালো লাগে না। তাই প্রয়োজন বয়স অনুযায়ী ব্রেস্ট সাইজ ঠিক করা। চলুন জেনে নেয়া যাক, পারফেক্ট ব্রেস্ট সাইজ কত :-

পারফেক্ট ব্রেস্ট সাইজ কত

পারফেক্ট স্তনের সাইজ

স্তনের কোনো পারফেক্ট সাইজ হয় না। একেক জনের রুচি একেক রকম। সেটা নির্ভর করে নিজের রুচি, পছন্দ ও চাহিদার উপর। আপনি যদি আপনার স্তনের সাইজ নিয়ে খুশি থাকেন তাহলে আপনার স্তনের সাইজ পারফেক্ট। শরীরের ওজন, বয়স ও উচ্চতার উপর নির্ভর করে পারফেক্ট ব্রেস্ট সাইজের একটা সাধারণ ধারনা দেয়া হলো:-

উচ্চতা পারফেক্ট ব্রেস্ট সাইজ
৫.০”-৫.৪” ৪০০-৫০০ সি. সি.
৫.৫”- ৫.৭” ৫০০- ৬০০ সি.সি.
৫.৮”-৬.০” ৬০০-৭০০সি.সি.
ওজন পারফেক্ট ব্রেস্ট সাইজ
৫০ কেজি নিচে ৩০০-৩৫০ সি.সি.
৫০-৬২ কেজি ৩৫০-৪০০ সি.সি.
৬২-৭২কেজি ৪০০-৪৫০সি.সি.

পারফেক্ট ব্রেস্ট সাইজ কত

একেক জনের পারফেক্ট ব্রেস্ট সাইজ একেক রকম হয়ে থাকে। পারফেক্ট ব্রেস্ট সাইজ নির্ভর করে তার রুচির উপর। আপনার জন্য পারফেক্ট ব্রেস্ট সাইজ কত? তা জানার জন্য আগে একটা প্রশ্নের উত্তর দিন, আপনি কি আপনার স্তনের সাইজ নিয়ে খুশি না। আপনার স্তনের আকার কি অনেক বড় যা নিয়ে আপনি অসন্তুষ্ট। অথবা আপনার স্তন কি অনেক ছোট? যা দেখতে আপনার পছন্দ মতো না। যদি আপনার স্তন আপনার পছন্দ মতো হয় তাহলে ধরে নিন আপনার ব্রেস্ট পারফেক্ট।

বয়স অনুযায়ী ব্রেস্ট সাইজ
বয়স অনুযায়ী ব্রেস্ট সাইজ

আপনার ব্রেস্টকে কি ভাবে পারফেক্ট বানাবেন

যদি আপনার মনে হয় আপনার ব্রেস্ট সাইজ অত্যন্ত বড়, যা আপনার সমস্যার কারণ, তাহলে আপনার স্তন ছোট করার ব্যবস্থা করেন। এজন্য ডাক্তারের পরামর্শ নিন। প্রয়োজনে অস্ত্রোপাচার করে ব্রেস্ট সাইজ আপনার পছন্দ মতো করে নিতে পারেন।আবার যদি আপনার স্তন ছোট হয়। আর আপনি যদি আপনার স্তন নিয়ে সন্তুষ্ট না থাকেন তবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। স্তনের সাইজ খুব সহজেই বড় করেও নেয়া যায়।

স্তনের সাইজ বড় করা

বিভিন্ন ভাবে স্তনের সাইজ বড় করা যায়। প্রাকৃতিক ভাবেও ব্রেস্ট সাইজ বড় করা যায়। আবার ডাক্তারের সাথে পরামর্শ নিয়েও স্তনের আকার বড় করা যায়। অস্ত্রোপাচার করে স্তনের আকার বড় করার চেয়ে প্রাকৃতিক ব্যবথা গ্রহন করাই সবচেয়ে ভালো। তবে কেউ চাইলে অস্ত্রোপাচারও করতে পারেন। গর্ভবতী অবস্থায় অস্ত্রোপাচার না করাই ভালো। অস্ত্রোপাচারের কয়েক মাস পড়েই সব কিছু ঠিকঠাক হয়ে যায়।

আরও পড়ুন:- মেয়েদের স্তন বড় করার উপায়

স্তনের আকার হ্রাস

কারো যদি স্তনের আকার বড় হয় আর তা যদি সমস্যার কারণ হয় তাহলে স্তনের আকার ছোট করতে পারেন। অস্ত্রোপাচারের মাধ্যমেও স্তন ছোট করতে পারেন।আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে অস্ত্রোপাচারের মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এসময় বাচ্চাদের দুগ্ধপান করানো উচিত নয়। অস্ত্রোপাচারের মাধ্যমে আপনার ব্রেস্টকে পারফেক্ট সাইজ দিতে পারেন।

মেয়েদের দুধের সাইজ কত
মেয়েদের দুধের সাইজ কত

স্তনের গড় সাইজ

স্বাস্থ্য ও উচ্চতার উপর নির্ভর করে স্তনের সাইজ হয়ে থাকে। আমাদের দেশের খাটো মেয়েদের স্তনের সাইজ সাধারনত ৩২-৩৪ হয়ে থাকে। অন্যদিকে যারা একটু লম্বা তাদের স্তনের আকার ৩৫-৩৬ সাইজের হয়ে থাকে। পারফেক্ট কোনো স্তনের সাইজ হয় না।

আমাদের আজকের আয়োজন ছিলো পারফেক্ট ব্রেস্ট সাইজ কত সেই সম্পর্কে। ব্রেস্টের কোনো পারফেক্ট সাইজ হয় না।স্তনের আকার পরিমাপ করা হয় ব্যান্ডের আকার এবং কাপের আকার দিয়ে। এটা নির্ভর করে মানুষের রুচি ও চাহিদার উপর। আপনি যদি আপনার স্তন নিয়ে খুশি থাকেন তবেই আপনার ব্রেস্ট সাইজ পারফেক্ট।

ponamas। পোনামাছ। পারফেক্ট ব্রেস্ট সাইজ কত। বয়স অনুযায়ী ব্রেস্ট সাইজ। মেয়েদের দুধের সাইজ কত হলে ভালো।

ছবি- সংগ্রহীত।

Leave a Comment