পরকীয়া পুরুষ চেনার উপায়

আমাদের আজকের আয়োজন পরকীয়া পুরুষ চেনার উপায়। বিয়ের মাধ্যমে একটি পবিত্র জীবনের সূচণা হয়। ইদানীং অল্প দিনেই প্রেম হচ্ছে, আবার অল্পদিনেই বিয়ে। বিয়েটাও ভেঙে যাচ্ছে কিছুদিনের মধ্যেই। বিয়ে ভাঙার যত কারণ আছে, তার মধ্যে অন্যতম হলো পরকীয়া প্রেম। একজনের পরকীয়ার জন্য গোটা পরিবারকে লজ্জার মুখে পড়তে হয়। স্বামীর পরকীয়ার জন্য স্ত্রীর জীবনটা ধ্বংস হয়ে যায়। তাই অনেক নারী প্রশ্ন করে পরকীয়া পুরুষ চেনার উপায় কি? বর্তমান সময়ের ছেলেরা বিয়ে করার চেয়ে পরকীয়া সম্পর্কের প্রতি বেশি আকৃষ্ট হয়। আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত নয় তো? ছেলেদের বেশ কিছু আচার আচরণ দেখে তাদের পরকীয়া সম্পর্কে জানা যায়। চলুন জেনে নেয়া যাক, পরকীয়া পুরুষ চেনার উপায় :-

আরও পড়ুন:- পরকীয়া নারী চেনার উপায়

পরকীয়া পুরুষ চেনার উপায়

  • পরকীয়ায় জড়ানো পুরুষরা হঠাৎ করেই ফোনের ব্যবহার বাড়িয়ে দেয়। দিন রাত শুধু ফোন নিয়েই পড়ে থাকে। আপনার স্বামী যদি ফোনের প্রতি হঠাৎ করেই এমন আকৃষ্ট হয়ে পড়ে তাহলে এখনি সাবধান হয়ে যায়। মাঝে মাঝে আপনার স্বামীর ফোন চেক করুন।
  • পরকীয়া প্রেমে পড়লে ছেলেরা দেরি করে বাড়ি ফিরে। রাত বিরাত বাড়ির বাইরে থাকে। নানান বাহানায় বাড়ির বাইরে থাকতে চায়। আপনার স্বামী যদি এমন করে থাকে তাহলে এখনি সাবধান হয়ে যান।
  • স্বামী পরকীয়ায় জড়ালে স্ত্রীকে ঠিক মতো সময় দিবে না। আগের মতো মজা হবে না। খুনসুটি খেলা ধুলা হবে না। আপনার থেকে দূরে থাকার চেষ্টা করবে। বার বার বাড়ির বাইরে যাবে। আপনার স্বামী এমন করলে বুঝতে হবে সে হয়তো পরকীয়ায় লিপ্ত আছে।
  • এমন সময় বার বার ফোনে কল আসে। অচেনা নাম্বার থেকে মেসেজ আসবে। আর কল বা মেসেজ আসলেই সে সবার আড়ালে কল বা মেসেজের রিপ্লে দিবে। ফোনটা সবার আড়ালে আড়ালে রাখবে।
  • ছেলেরা যখন নতুন কোনো সম্পর্কে জড়ায় তখন বার বার নিজেকে আয়নায় দেখতে থাকে। নিজের রুপচর্চা নিয়ে পড়ে যায়। আয়নার সামনে নিজের চুল ঠিক করতে থাকতে বার বার। তবে এই সাজগোজ যদি হয় আপনার জন্য তাহলে তো কোমো সমস্যাই নেই। তবে আপনার জন্য না হলে অবশ্যই কোনো সমস্যা আছে।
  • ছেলেরা পরকীয়ায় জড়ালে স্ত্রীর সাথে যৌন সম্পর্কে জড়াতে চাইবে না। আপনার সাথে শারীরিক সম্পর্ক করে তেমন মজা পাবে না। বা যৌনকর্ম করার সময় আগের মতো আপনার দিকে খেয়াল দিবে না। কারণ তার চাহিদা পূরণ হচ্ছে বাইরের কাউকে দিয়ে। এমনটা হলে এখনি সাবধান হয়ে যান।
  • পরকীয়ায় জড়ালে ছেলেরা বার বার কারো নাম উচ্চারণ করতে থাকবে। আপনার স্বামী যদি বার বার ভূল করে কারো নাম বলে তাহলে বুঝবেন কিছু একটা আছে।
  • এসময় আপনার সাথে অকারণে রাগারাগি করবে। শুধু শুধু বকাবকি করবে। বার বার নানা কাজে ভুল ধরবে। আপনার কথা শুনলেই মেজাজটা খিটখিটে হয়ে যাবে। আপনাকে বিয়ে করে তার ভুল হয়েছে, এমন কথা বলতে থাকবে।
  • পরকীয়ার সময় স্বামীরা সোশ্যাল মিডিয়ার প্রতি বেশি আসক্ত হয়ে পড়ে। দিনের বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করতে থাকবে। কৌশলে আপনার স্বামীর ফেসবুক পাসওয়ার্ড চাইবেন। যদি দিতে রাজি না হয় তাহলে বুঝবেন কোনে সমস্যা আছে।
  • আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। তার শরীর এবং পোশাক থেকে অচেনা কোনো ঘ্রাণ পাওয়া যাবে। মিথ্যে কথা বলবে ইত্যাদি।

আমাদের আজকের আয়োজন ছিলো পরকীয়া পুরুষ চেনার উপায় সম্পর্কে। পরকীয়ার জন্য দুইটা পরিবার ধ্বংস হয়ে যায়।পরিবারে কলহ লেগেই থাকে। পরকীয়ার লক্ষণ গুলো দেখা গেলে এখন থেকেই সাবধান হয়ে যান।

ponamas। পোনামাছ। পরকীয়া পুরুষ চেনার উপায়।

ছবি সংগ্রহীত।

Leave a Comment