মেয়েদের দুধের বোটা কখন হয়

আমাদের আজকের আয়োজন মেয়েদের দুধের বোটা কখন হয় সেই সম্পর্কে। মেয়েদের বুকে মাংস পিন্ডল অংশকে স্তন বলা হয়। বয়ঃসন্ধিকালে হরমোনাল পরিবর্তনের জন্য স্তনের আকার বড় হতে থাকে। মেয়েদের দুধের বোটা সাধারনত বয়ঃসন্ধিকাল থেকেই শুরু হয়। মেয়েদের বয়ঃসন্ধিকাল সাধারণত ৮-১৩ বছরের মাধ্যে শুরু হয়। বয়ঃসন্ধির শারীরিক পরিবর্তনের সাথে সাথে মেয়েরা প্রজননের জন্য প্রস্তুত হতে থাকে। চলুন জেনে নেয়া যাক, মেয়েদের দুধের বোটা কখন হয় :-

মেয়েদের দুধের বোটা কখন হয়

স্তনের নিপল বের হওয়ার সময়

  • সাধারণত বয়ঃসন্ধির শুরুতে (৯-১০বছরে) স্তনের নিচে শক্ত ও কোমল গোটার মতো দেখা যায়। যা থেলারশ নামে পরিচিত। এ থেকেই স্তনের শুরু।
  • এর পর ১১-১২ বছর বয়সে স্তনের চারপাশ ফুলে ওঠে ও নরম হতে থাকে। এটি স্তন তৈরির দ্বিতীয় ধাপ।
  • ১২-১৪ বছর বয়সে স্তনের পূর্ণাঙ্গ আকার ধারণ করে। এর পর আস্তে আস্তে স্তনের পরিপূর্ণতা পেতে শুরু করে।

আরও পড়ুন:- দুধের নিপল বড় করার উপায়

মেয়েদের দুধের বোটা কখন হয়
মেয়েদের দুধের বোটা কখন হয়

স্তনের নিপল হওয়ার কারণ

  • হরমোনাল পরিবর্তনের জন্য স্তনের গ্রন্থি ও টিস্যুর বৃদ্ধির জন্য স্তন তৈরি হয়। এটি হয় সাধারণত ইস্টোজেন হরমোন ও প্রজেস্টেরণ হরমোনের প্রভাবে।
  • স্তন বৃদ্ধির অন্যতম কারণ হলো শরীরের ওজন। স্তন তৈরি হয় শরীরের ফ্যাট টিস্যু দিয়ে। তাই ওজন বাড়ার সাথে সাথে স্তনের আকারও বড় হতে থাকে।
  • বংশগত ভাবেও স্তনের আকার তৈরি হয়। পরিবারের অন্য সদস্যদের সাথে স্তনের আকার তৈরি জড়িত। কিছু মানুষের স্তন জলদি তৈরি হয়৷ আবার কারো কারো ক্ষেত্রে দেরিও হতে পারে।

আরও পড়ুন:- দুধের বোটা বের করার পদ্ধতি

আমাদের আজকের আয়োজন মেয়েদের দুধের বোটা কখন হয় সেই সম্পর্কে। মেয়েদের স্তন সাধারণত বয়ঃসন্ধিকাল থেকে হতে শুরু করে। কারো কারো ক্ষেত্রে একটি কম বেশিও হতে পারে। সাধারণের চেয়ে বেশি বা কম সময় লাগলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন।

ponamas। পোনামাছ। মেয়েদের দুধের বোটা কখন হয়।

ছবি সংগ্রহীত।

Leave a Comment