আমাদের অনেকেই প্রশ্ন করে থাকেন তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো? আমাদের সকলের ত্বক এক ধরনের না। কারো ত্বক অয়েলি, কারো ত্বক ড্রাই আবার কারো বা নরমাল। তাই ভিন্ন ভিন্ন সমস্যাগুলো কিন্তু ভিন্ন হয়ে থাকে। আজ আমরা দেখাতে চলেছি তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো। তৈলাক্ত ত্বকের জন্য ফেসওয়াশ নির্বাচনে অনেক সমস্যা দেখা যায়। তাই আজ আমরা আলোচনা করবো তৈলাক্ত ত্বকের জন্য কিছু ফেসওয়াশ নিয়ে। চলুন জেনে নেই, তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো ?
তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো
নিউট্রোজিনা ক্লিয়ার এন্ড সুদ ক্লিনজার
নিউট্রোজিনা ক্লিয়ার এন্ড সুদ ক্লিনজার (neutrogena clear & sooth mousse cleanser) ফেসওয়াশটিতে ব্যবহার করা হয়েছে হলুদের গুনাগুন। ত্বকের যত্নে হলুদের উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি। চলুন ফেসওয়াশটির গুনাগুন সম্পর্কে কিছু জেনে নেয়া যাক।
- পিগমেন্টেশন এবং ত্বকের কালচে ভাব কমাতেই ফেসওয়াশটি দারুণ কাজ করে।
- ত্বকের ফেকাসে ভাব এবং মলিনতা দূর করে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
- ত্বকের তৈলাক্ত ভাব এবং ব্রণের দাগ কমিয়ে দেয়।
- ত্বকে বলিরেখা বা বয়সের ছাপ থাকলে ফেসওয়াশটি ব্যবহার করতে পারেন।
- ফেসওয়াশটি তে অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা ব্রণ দূর করতে সাহায্য করে।

ডার্মালজিকা ব্রেকআউট ক্লিয়ারিং ফোমিং ওয়াশ
ত্বককে গভীর থেকে পরিষ্কার করতে ব্যবহার করা হয় ডার্মালজিকা ব্রেক আউট ক্লিয়ারিং ফোমিং ফেসওয়াশ। চলুন ফেসওয়াশটি সম্পর্কে কিছু জেনে নেই :-
- ত্বকের মৃতকোষ, নোংরা এবং তেল সরিয়ে লোমকূপ পরিষ্কার রাখে ও ত্বককে ব্রণ মুক্ত রাখে।
- ফেসওয়াশটিতে রয়েছে স্যালিসাইলিক এসিড যা ত্বককে জীবাণুমুক্ত রাখে।
- ফেসওয়াশটি ত্বকের প্রদাহ কমায় এবং ত্বককে রাখে স্নিগ্ধ এবং তরতাজা।

নিউট্রোজিনা ওয়েল ফ্রি অ্যাকনে ওয়াশ
যদি প্রশ্ন করেন তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো? এই প্রশ্নের উত্তরে আমি বলবো ওয়েল নিউট্রোজিনা অয়েল ফ্রি অ্যাকনে ওয়াশ।তৈলাক্ত ত্বকের জন্য এই ফেসওয়াসটি খুবই ভালো। চলুন জেনে নেই ফেসওয়াসটি কিছু বৈশিষ্ট্য :-
- ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করে।
- ত্বকের অতিরিক্ত সেবাম প্রোডাকশন কন্ট্রোল করে থাকে।
- ফেসওয়াসটি ব্রণের সমস্যা সমাধানে বেশ কার্যকরী।
- প্রথমবার ব্যবহারেই আপনার ত্বক একদম অয়েল ফ্রী মনে হবে।

দ্য বডি শপ টি ট্রি স্কিন ক্লিয়ারিং ফেসিয়াল ওয়াশ
বর্তমান সময়ে অয়েল স্কিনের জন্য ব্যবহৃত ফেসওয়াশ গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দ্য বডি শপ টি ট্রি স্কিন ক্লিয়ারিং ফেসিয়াল ওয়াশ। কিছুদিন ব্যবহারের মাঝেই এর উপকারিতা বুঝতে পারবেন। চলুন ফেসওয়াসটির কিছু বৈশিষ্ট্য জেনে নেয়া যাক।
- ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে।
- ব্রণের সমস্যা সমাধানে দারুন কাজ করে।
- ওয়েলি স্কিন কে অল্প দিনেই ড্রাই, সতেজ এবং উজ্জ্বল করে তুলে।
- ত্বককে অতিরিক্ত ড্রাই করে না।
- প্রোডাক্টটি ব্যবহারে যেমন উপকারি তেমনি সহজ লভ্য।

ল্যাকমে ব্লাশ অ্যান্ড গ্লো কিউয়ি ক্রাশ জেল ফেসওয়াশ
ত্বকের তেলতেলে সমস্যার সমাধানের সবচেয়ে ভালো ফেসওয়াস হলো ল্যাকমে ব্লাশ অ্যান্ড গ্লো কিউয়ি ক্রাশ জেল ফেসওয়াশ। ফেসওয়াস টি ফলের নির্যাসে তৈরি যা আপনার মুখে ময়লা ঘষে তুলে দেবে এবং ত্বকে উজ্জ্বল করে তুলবে।
আরও পড়ুন :- মুখে ব্রণ হলে কি মাখা উচিত ঘরোয়া উপায়
আমাদের আজকের আয়োজন ছিলো তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো। আপনার যদি তৈলাক্তের সমস্যা থেকে থাকে তাহলে ফেসওয়াস গুলো ব্যবহার করে দেখতে পারেন।
ponamas। পোনামাছ। তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো।
ছবি সংগ্রহীত।