আমাদের আজকের আয়োজন ছেলেদের ভিট ব্যবহারের নিয়ম সম্পর্কে। গোপনাঙ্গের লোম পরিষ্কার করতে ছেলেদের ভিট ক্রিম দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। ক্রিমটি ব্যবহারে মাত্র ৫ মিনিটে ত্বক চকচকে হয়ে উঠে। তবে সঠিক ভাবে ভিট ব্যবহারে না করলে ত্বকের ক্ষতি হতে পারে। তাই আজ আমরা দেখাতে চলেছি, ছেলেদের ভিট ব্যবহারের নিয়ম :-
ভিট ব্যবহারের পূর্বে কিছু প্রস্তুতি
ভিট ব্যবহারের আগে জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। ত্বক পরিষ্কার না থাকলে ভিটের কার্যকারিতা কমে যেতে পারে। তাই প্রথমে গরম পানি দিয়ে জায়গাটা ভালোভাবে ধুয়ে নিন। এবার তোয়ালে দিয়ে জায়গাটা ভালোভাবে মুছে নিন।
প্যাচ টেস্ট
ক্রিম ব্যবহারের আগে প্রথমে নিশ্চিত হন উৎপাদনের তারিখ ঠিক আছে কি না৷ এছাড়া শরীরের কোনো অংশে ক্রিমটি প্রথমে ব্যবহার করুন। যদি কোনো সমস্যা না হয় তাহলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
ছেলেদের ভিট ব্যবহারের নিয়ম
- পরিমাণমতো ভিট নিয়ে ভালোভাবে ত্বকে লাগান। সম্পূর্ণ জায়গায় সমান ভাবে ভিট লাগান।
- ক্রিমটি ব্যবহারের পর ৫ মিনিট অপেক্ষা করুন।
- ৫ মিমিট পর যদি লোম উঠে আসে তাহলে গরম পানির সাথে লোম গুলো তুলে ফেলুন। ৫ মিমিট পরও যদি লোম না উঠে তাহলে ১০ মিনিট অপেক্ষা করুন। কিন্তু ১০ মিনিটের বেশি অপেক্ষা করা যাবে না।
- একবার ভিট ব্যবহারের পরও যদি লোম থাকে তাহলে পূনরায় ক্রিমটি ব্যবহার করুন।

ভিট ব্যবহারের পর পরিচর্চা
ভিট ব্যবহারের পর সাধারণত ত্বকের শুষ্কতা বেড়ে যায়। এসময় ত্বকের যত্নে একটি ময়েশ্চারাইজার বা নারিকেল তেল ব্যবহার করতে পারেন। তেল বা ময়েশ্চারাইজার ব্যবহারে ত্বকের শুষ্কতা দূর হবে আর অস্বস্তি লাগবে না।
ভিট ব্যবহারের উপকারিতা
- ভিট ব্যবহারের মাধ্যমে অল্প সময়ে ও দ্রুত লোম তুলে ফেলা যায়।
- ভিট ব্যবহারের মাধ্যমে লোম তুললে দীর্ঘদিন চিন্তা মুক্ত থাকা যায়।
- ভিট শরীরের যে কোনো জায়গায় নিশ্চিন্তে ব্যবহার করা যায়।
- ভিট ব্যবহারে কোনো ব্যথা লাগে না। ফলে কাটা ছেড়ে ছাড়াই লোম অপসারণ করা যায়।
- ভিট যে কোনো ধরনের লোম তুলে ফেলতে পারেন।
- ভিট ব্যবহার যেমন সহজ তেমনি দামেও সস্তা। এছাড়া সহজেই ব্যবহার যোগ্য তাই এটি খুব জনপ্রিয়।

সতর্কতা
- ঘা বা আঘাত প্রাপ্ত স্থানে ভিট ব্যবহার থেকে বিরত থাকুন।
- মুখ বা চোখে লাগানো থেকে বিরত থাকুন। কোনো কারণে চোখে লেগে গেলে সাথে সাথে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।
- ব্যবহারের পূর্বে উৎপাদন তারিখ দেখে নিন।
- ভিট ব্যবহারে লোম না উঠলে পরের বার ব্যবহার না করাই ভালো।
আরও পড়ুন:- মেয়েদের রেজার ব্যবহারের নিয়ম
আমাদের আজকের আয়োজন ছিলো ছেলেদের ভিট ব্যবহারের নিয়ম সম্পর্কে। ভিট ব্যবহারের পূর্বে কিছু সতর্কতা অনুসরণ করা খুবই জরুরী। সংবেদনশীল জায়গায় কোনো কিছু ব্যবহারের পূর্বে অবশ্যই খেয়াল রাখতে হবে। ভিট ব্যবহারে কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে।
ponamas।পোনামাছ। ছেলেদের ভিট ব্যবহারের নিয়ম। ভিট ব্যবহারের উপকারিতা। হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহারের নিয়ম।
ছবি-সংগ্রহীত।