আমাদের কাছে অনেকেই ছেলেদের ব্রণ দূর করার ঔষধের নাম সম্পর্কে জানতে চায়। টিনেজ বয়সের ছেলে মেয়েদের মুখে ব্রণ দেখা যায়। হরমোনের পরিবর্তনের কারনে ব্রণের সমস্যা হয়ে থাকে। ব্রণ আমাদের চেহারার সৌন্দর্যকে নষ্ট করে দেয়। ছেলেদের ত্বকে ব্রণের তীব্রতা খুব বেশি দেখা যায়। তাই আজ আমরা দেখাতে চলেছি ছেলেদের ব্রণ দূর করার ঔষধের নাম এবং কার্যকারিতা সম্পর্কে।ঔষধ গুলো ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিবেন। চলুন দেখে আসি ছেলেদের ব্রণ দূর করার ঔষধের নাম :-
ছেলেদের ব্রণ দূর করার ঔষধের নাম
বেনজয়াইল পারক্সাইড (Benzoyl Peroxide)
অ্যান্টিব্যাকটেরিয়াল সমৃদ্ধ বেনজয়েল পারক্সাইড হালকা ও মাঝারি ব্রণের চিকিৎসার ব্যবহার করা হয়। বেনজয়াইল পারক্সাইড সাবান, ক্রিম, লোশন, জেল ইত্যাদি আকারে পাওয়া যায়। ঔষধটি ব্যবহারে ত্বকের মৃত কোষ বের করে এবং ত্বককে ওয়েল ফ্রী করতে সাহায্য করে। ঔষধি ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিন।

ট্টেটিভা ১০ এম জি ক্যাপসুল (Tretiva 10MG Capsule)
ট্টেটিভা ১০ এম জি ক্যাপসুল ব্রণের চিকিৎসায় ব্যবহার করা হয়। ঔষধটি মুখের তেল উৎপাদন কমায় এবং নতুন ব্রণ হতে প্রতিরোধ করে। হালকা ও মাঝারি ব্রণ প্রতিরোধে ক্যাপসুলটি ব্যবহার করুন। ঔষধটি ব্যবহারের পূর্বে ডাক্তারের সাথে আলোচনা করে নিন।
পিনোয়িন ০.০৫% মলম (pinoin 0.05% ointment)
ব্রণের সমস্যা সমাধানে পিনোয়িন ০.০৫ একটি কার্যকরী মলম। পিনোয়িন ০.০৫ মলম ব্রণের সমস্যা দূর করার পাশাপাশি ব্রণের দাগ দূর করে।ক্রিমটি ব্যবহার করে রোদে যাওয়া যাবে না। মলমটি ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। ক্রিমটি ব্যবহার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন।

আরও পড়ুন :- ব্রণের দাগ দূর করার ক্রিমের নাম
আমাদের আজকের আয়োজন ছিলো ছেলেদের ব্রণ দূর করার ঔষধের নাম সম্পর্কিত। যে কোনো ঔষধ ব্যবহারে পূর্বে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিন।
ponamas।পোনামাছ। ছেলেদের ব্রণ দূর করার ঔষধের নাম।
ছবি সংগ্রহীত।