চোখের নিচে কালো দাগ দূর করার সিরাম

আমাদের আজকের আয়োজন চোখের নিচে কালো দাগ দূর করার সিরাম সম্পর্কে। রাতে ঘুমানোর অভাবে চোখের নিচে কালো দাগ পড়ে যায়।মানসিক চাপ, ক্লান্তি, বিষন্নতা ও হতাশার কারণে ও চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল পড়ে যায়। এছাড়া পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে ডিহাইড্রেশনের ফলেও চোখের নিচে কালো দাগ পড়ে যায়। এই সমস্যাগুলো সমাধান করতে ব্যবহার করতে পারেন সিরাম। চলুন জেনে নেই চোখের নিচে কালো দাগ দূর করার সিরাম :-

চোখের নিচে কালো দাগ দূর করার সিরাম

The Ordianary Niacinamide সিরাম

সিরামটিতে রয়েছে Niacinamide, pentylene Glycol, Phenoxyethanol ইত্যাদি গুরুত্বপূর্ণ উপাদান। সিরামটি ব্যবহারের উপকারিতা :-

The Ordianary Niacinamide
The Ordianary Niacinamide
  • চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর করে দেয়।
  • ব্রণ ও ব্রণের দাগ কমিয়ে দেয়।
  • ত্বকের হাইপার পিগমেন্টেশন কমিয়ে দেয়।
  • ত্বকের লালচে ভাব কমিয়ে ত্বককে উজ্জ্বল করে তুলে।
  • ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।
  • ত্বকের আদ্রতা ধরে রেখে মসৃণ করে।
  • ত্বকের কোলাজেনের মাত্রা বৃদ্ধি করে ত্বকের তারুণ্য ধরে রাখে।
  • সিরামটি ইরিটেটিং ত্বকের জন্য খুব ভালো কাজ করে থাকে।
  • সানট্যান দূর করে।
যে ভাবে ব্যবহার করবেন

প্রথমে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন। রাতে ঘুমানোর আগে চোখের চারপাশে অল্প পরিমাণে ম্যাসাজ করুন। সকালবেলা ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

আরও পড়ুন :- ভিটামিন সি সিরাম কোনটা ভালো
সর্তকতা

Niacinamide সিরামটি ভিটামিন সি সিরাম এর সাথে ব্যবহার করা যাবে না।

আমাদের আজকের আয়োজন ছিলো চোখের নিচে কালো দাগ দূর করার সিরাম সম্পর্কে। Niacinamide সিরামটি ব্যবহার করতে পারেন। সিরামটি খুব ভালো কাজ করে থাকে।

Ponamas।পোনামাছ। চোখের নিচে কালো দাগ দূর করার সিরাম।

ছবি সংগ্রহীত।

Leave a Comment