আমাদের আজকের আয়োজন গর্ভবতী হলে সাদা স্রাব কেমন হয় সেই সম্পর্কিত। সাদা স্রাব বা যোনি স্রাব লিকোরিয়া নামে পরিচিত। নারীরা গর্ভবতী হলে সাদা স্রাবের পরিমাণ বেড়ে যায়। এই সাদা স্রাব যোনি পথকে জীবানু মুক্ত রাখে। ফলে গর্ভের সন্তান ইনফেকশন থেকে রক্ষা পায়। সাদা স্রাবের ধরণ স্বাভাবিক গর্ভাবস্থা বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থাকে নির্দেশ করে। চলুন জেনে নেই গর্ভবতী হলে সাদা স্রাব কেমন হয় ?
গর্ভবতী হলে সাদা স্রাব কেমন হয়
গর্ভাবস্থায় স্বাভাবিক সাদা স্রাব
- সাদা স্রাবের রঙ মিল্কি সাদা।
- পাতলা বা আঠালো জেলির মতো।
- গন্ধহীন বা হালকা গন্ধ যুক্ত।
- গর্ভবতী অবস্থার শেষের দিকে হালকা রক্তের ছোপের মতো হতে পারে।

গর্ভাবস্থায় অস্বাভাবিক সাদা স্রাব
- যৌনাঙ্গে জ্বালা পোড়া করা।
- দুর্গন্ধযুক্ত সাদা স্রাব।
- লালচে,সবুজ,হলুদ বা ধূর রঙের সাদা স্রাব।
- যোনি পথে ব্যথা অনুভব হওয়া।
- যৌনাঙ্গে চুলকানো।
- ফোলা বা ব্যথা অনুভব হওয়া।
অস্বাভাবিক সাদা স্রাব এর লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন ভালো ডাক্তার দেখাতে হবে।
আরও পড়ুন:- অতিরিক্ত সাদা স্রাব হলে করনীয় কি
আমাদের আজকের আয়োজন ছিলো গর্ভবতী হলে সাদা স্রাব সম্পর্কিত। স্বাভাবিকভাবে সব নারীদের ক্ষেত্রেই সাদা স্রাব দেখা যায়। তবে অস্বাভাবিক লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই একজন ডাক্তার দেখাবেন। অস্বাভাবিক সাদা স্রাব ঝুঁকিপূর্ণ গর্ব অবস্থার লক্ষণ।
Ponamas। পোনামাছ। গর্ভবতী হলে সাদা স্রাব কেমন হয়।
ছবি সংগ্রহীত।