কিভাবে কিস করলে মেয়েরা খুশি হয়

আমাদের আজকের আয়োজন কিভাবে কিস করলে মেয়েরা খুশি হয় সেই সম্পর্কে। কিস শুধু দুটি মানুষের ঠোঁটের বা শরীরের স্পর্শ নয়, এটি ভালোবাসা ও আবেগের গভীর প্রকাশ। সঙ্গীকে সঠিক ভাবে কিস করতে পারলে সম্পর্ক আরও মধুময় হয়ে উঠে। কিন্তু কিভাবে কিস করলে মেয়েরা খুশি হয় তা অনেকেই জানে না। কিস করার কিছু সাধারণ নিয়ম রয়েছে, যা অনুসরণ করলে মেয়েরা অনেক স্বাচ্ছন্দ বোধ করে। চলুন জেনে নেয়া যাক, কিভাবে কিস করলে মেয়েরা খুশি হয় :-

কিভাবে কিস করলে মেয়েরা খুশি হয়

  1. কিস করার জন্য এমণ একটা জায়গা বেছে নিন, যেখানে আপনারা নিরিবিলি এবং আরামদায়ক অবস্থায় আছেন।
  2. এমন একটা সময় বেছে নিন, যে সময় শুধু আপনারা দু’জনেই আছেন। সাধারণত লোকের মাঝে মেয়েরা কিস করা পছন্দ করে না।
  3. এবার সঙ্গীর চোখের দিকে তাকিয়ে তার চোখের ভাষা পডার চেষ্টা করুন। মুচকি মুচকি হাসুন এতে আপনার সঙ্গী কিছু রোমান্টিক হয়ে উঠবে। কিস করার সময় চোখের ভাষা খুব গুরুত্বপূর্ণ।
  4. চুমুর শুরুতে হালকা করে তার ঠোঁটে একটা চুমু দিন। এটি তাকে বুঝিয়ে দিবে আপনি তার প্রতি কতটা যত্নশীল।
  5. এবার ঠোঁটের পাশাপাশি সঙ্গীর কপালে, গাড়ে, গালে ইত্যাদি জায়গায় আলতো ভাবে চুমু খান। এসময় তাড়াহুড়ো করবেন না।
  6. সঙ্গীকে চুমু খাওয়ার সময় ঠোঁট নরম রাখার চেষ্টা করুন। চুমু খাওয়ার সময় শক্ত করে চেপে ধরবেন না। মেয়েরা এমনটা মোটেও পছন্দ করে না।
  7. শুধু এক জায়গায় কিস না করে ভিন্ন ভিন্ন জায়গায় কিস করুন। এতে সঙ্গীর উত্তেজনা বৃদ্ধি পাবে। সঙ্গীর সংবেদনশীল জায়গায় কিস করার চেষ্টা করুন।
  8. কিস করার সময় ঠিক জায়গায় হাত রাখাটা জরুরী। কিস করাস সময় মেয়েদের চুল ঘাড় কি়ংবা কোমড়ে হাত রাখতে পারেন। এতে মেয়েরা বেশি নিরাপদ ফিল করবে।
  9. কিস করার সময় অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সঙ্গীর প্রতিক্রিয়া বোঝতে পারে। কিস করার সময় সঙ্গী যদি সাড়া দেয় তাহলে আদরের মাত্রা বাড়িয়ে দিন। অন্যদিকে সঙ্গী যদি স্বাচ্ছন্দ বোধ না করে তাহলে তখনই থেমে যান। জোড়াজুড়ি করে চুমু খেতে যাবেন না।
  10. ভালোবাসার প্রকাশ হিসেবে আবেগপূর্ণ চুম্বন খুবই গুরুত্বপূর্ণ। ঠোঁটে আলতো স্পর্শ থেকে শুরু করে গভীর চুম্বনে ভালোবাসা প্রকাশ পায়।
কিভাবে কিস করলে মেয়েরা খুশি হয়
কিভাবে কিস করলে মেয়েরা খুশি হয়

আরও পড়ুন:- লিপ কিস কিভাবে করতে হয়

সতর্কতা

  • কিস করার সময় কখনোই জোড়াজোড়ি করা যাবে না। যতটা পারেন আলতো করে কিস চালিয়ে যান।
  • মুখে দূর্গন্ধ থাকলে কিসের অভিজ্ঞতা খুবই বাজে হয়। তাই কিস করার আগে মুখ পরিষ্কার করে নিতে হবে।
  • কিছু খাবার আছে যেগুলোর খেলে মুখে দূর্গন্ধ তৈরি হয়। যেমন পেঁয়াজ রসুন ইত্যাদি। কিস করার আগে এই ধরনের খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
  • প্রথমে লম্বা কিস না করে ছোট্ট ছোট্ট কিস করে ছেড়ে দিন। বার বার চুমু দিয়ে শুরু করুন।
  • কখনো জোর করে কিছু করবেন না।

কিস করার সময় মেয়েরা যেসব জিনিস পছন্দ করে না

  • কিস করার সময় তাড়াহুড়ো করা যাবে না। কারণ মেয়েরা কিস করার সময় তাড়াহুড়ো পছন্দ করে না।
  • কিস করার সময় কামুড় দেয়া যাবে না। তবে অনেক মেয়েরা হালকা কামুড় উপভোগ করে থাকে।
  • ছেলেদের মুখে দূর্গন্ধ থাকলে মেয়েরা কিস খেতে চায় না। এতে মেয়েদের স্বাচ্ছন্দ্যেবোধ নষ্ট হয়ে যায়।
কিভাবে কিস করলে মেয়েরা খুশি হয়
কিভাবে কিস করলে মেয়েরা খুশি হয়

আরও পড়ুন:- ফ্রেঞ্চ কিস করার নিয়ম

অনুভূতি বুঝে কিস করুন

সব মেয়েরা এক ভাবে চুমু খেতে পছন্দ করে না। একেক জনের অনুভূতি একেক রকম হতে পারে। কিছু মেয়ে আছে যারা ধীরে ধীরে আলতো কিস পছন্দ করে থাকে। আবার এমন অনেক মেয়ে আছে যারা শক্তভাবে কিস করা পছন্দ করে। তাই আপনার সঙ্গী কেমন চুমু পছন্দ করে, তা বুঝে চুমু খাওয়ার চেষ্টা করুন।

কিস করার সময় যত্নশীল হওয়া

মেয়েরা যত্নশীল ছেলেদের খুব পছন্দ করে থাকে। কিস করার সময় তাড়াহুড়ো না করে সঙ্গীর প্রতি সম্মান রেখে ধীরে ধীরে শুরু করুন। এতে আপনার প্রতি সঙ্গীর বিশ্বাস বেড়ে যাবে। মেয়েরা সবসময় এমন চুমু পছন্দ করে যাতে থাকবে কোমলতা, ভালোবাসা ও সম্মান।

কিভাবে কিস করলে মেয়েরা খুশি হয়
কিভাবে কিস করলে মেয়েরা খুশি হয়

সঙ্গীর শারীরিক ভাষা বোঝার চেষ্টা করা

রোমান্টিকতার সময় মেয়েরা মুখে কথা কম বললেও তাদের মনে অনেক কিছু চলতে থাকে। যে ছেলে মেয়েদের মনে ভাষা বুঝতে পারলে সেই ছেলে মেয়েদের সাথে অনেক কিছু করতে পারে। মেয়েদের শারীরিক ভাষা বুঝে চুমু গতি বাড়িয়ে দিন আবার কমিয়ে আনুন। এই কাজটি কারতে পারলে মেয়েরা অনেক বেশি আরাম ও মজা পায়।

আরও পড়ুন:- মেয়েদের কোন জায়গায় হাত দিলে ভালো লাগে

আমাদের আজকের আয়োজন ছিলো কিভাবে কিস করলে মেয়েরা খুশি হয় সেই সম্পর্কে। চুমু খাওয়ার মাধ্যমে একজনের প্রতি আরেক জনের ঘনিষ্ঠতা ও প্রেমের অনুভূতি প্রকাশ পায়। চুমু শুধু দুটি ঠোঁটের স্পর্শ নয়, এটি গভীর ভালোবাসা ও অনুভূতির প্রকাশ। সঙ্গীকে কিস করার সময় সঙ্গীর মনের ভাষা বোঝার চেষ্টা করুন। সঙ্গী যেভাবে চায় সেভাবে আচরণ করুন। এতে দুজনে আরও বেশি ঘনিষ্ট হওয়া যায় আবার অনেক মজাও পাওয়া যায়। সবসময় নিজের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। মনে রাখবেন মেয়েরা যত্নশীল ছেলেদের খুবই পছন্দ করে।

ponamas। পোনামাছ। কিভাবে কিস করলে মেয়েরা খুশি হয়। মেয়েদের কিভাবে কিস করতে হয়। মেয়েদের কিভাবে কিস খায়।

ছবি সংগ্রহীত।

Leave a Comment