আমাদের আজকের আয়োজন কনডম ব্যবহার কতটুকু নিরাপদ সেই সম্পর্কে। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়াতে সবচেয়ে কার্যকরি উপায় হলো কনডমের ব্যবহার। কনডম শুধু অনাকাঙ্ক্ষিত গর্ভধারনতই রোধ করে না। সেই সাথে বিভিন্ন যৌনবাহিত রোগ থেকেও আমাদের রক্ষা করে থাকে। কনডম ব্যবহার অবশ্যই নিরাপদ, তবে কনডম ব্যবহারের নিয়ম জানা থাকতে হবে। নয় তো কনডম ঠিক মতো কাজ করবে না। ফলে গর্ভাধরনের মতো ঘটনা ঘটবে। চলুন জেনে নেয়া যাক, কনডম ব্যবহার কতটুকু নিরাপদ :-

কনডম ব্যবহার কতটুকু নিরাপদ
- সহবাসের সময় সঠিক ভাবে কনডম ব্যবহার করতে পারলে প্রায় অধিকাংশ সময়ই গর্ভধারন রোধ করা যায়। সেই সাথে বিভিন্ন যৌনরোগ থেকেও বাঁচা যায়। সঠিক ভাবে কনডম ব্যবহার করতে পারলে প্রায় ৯৮% গর্ভধারণ রোধ করা যায়।
- কনডম আমাদের বিভিন্ন চর্মরোগ থেকে বাঁচিয়ে থাকে। বিভিন্ন প্রকার সংক্রামক রোগ থেকে আমাদের দূরে রাখে।
- সহবাসের সময় ৩০ মিনিটের বেশি হলে, কনডম পরিবর্তন করে নেওয়া উচিত। এতে ঝুঁকি অনেকটা কমে যায়।
- কনডম ব্যবহারে যোনিপথ বার বার শুকিয়ে যেতে পারে। এজন্য আলাদা লুব্রিকেন্ট ব্যবহার করতে হতে পারে।
- কনডম ব্যবহারের সময় কনডম ছিঁড়ে গেলে বা ফেটে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এতে গর্ভধারনের ঝুঁকি বেড়ে যায়।
- সহবাসের সময় কনডম ব্যবহার করলে সহবাসের অনুভূতি কিছুটা কমে যায়। এতে সহবাসের পরিপূর্ণ সুখটা পার্টনার পায় না।
- উল্টোভাবে কনডম ব্যবহারে সহবাসে তীব্র ব্যথা অনুভব হতে পারে। সেই সাথে কনডম ছিঁড়েও যেতে পারে।
- কনডম ব্যবহারে অনেকের গায়ে অ্যালার্জি সমস্যা দেখা যায়। এমনটা দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
- কনডম দিয়ে সহবাসের সময় নিজেদের মনে কোনো সংশয় বা বিপদের আশঙ্কা থাকলে তা ডাক্তারের সাথে আলোচনা করুন। কোনো ঝুঁকি নিয়ে বসে থাকা উচিত না।

আরও পড়ুন:- একটি কনডম কতবার ব্যবহার করা যায়
সাবধানতা
- কনডম ব্যবহারে ৯৮℅ গর্ভধারন রোধ করতে পারলেও, ব্যবহার কারীর ভূলের কারণে কার্যকর নাও হতে পারে।
- কনডম ব্যবহারের সময় ফেটে গেলে গর্ভধারনের ঝুঁকি বাড়ায়। সেই সাথে সংক্রামক রোগেরও ঝুঁকি বাড়িয়ে দেয়।
- সহবাসের সময় কনডম পরিবর্তন করে নেয়ার অভ্যাস গড়ে তুলুন।
- এই কথাটা সত্যি যে কনডম ১০০% সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারে না।
- সঠিক নিয়মে কনডম ব্যবহারে করলে এটা অনেকটাই নিরাপদ।

আরও পড়ুন:- প্যানথার কনডম ব্যবহারের নিয়ম
আমাদের আজকের আয়োজন ছিলো কনডম ব্যবহার কতটুকু নিরাপদ সেই সম্পর্কে। সঠিক ভাবে কনডম ব্যবহার করতে পারলে, এটা ৯৮% নিরাপত্তার দিয়ে থাকে। তবও কনডম ব্যবহারে কিছুটা ঝুঁকি থেকেই যায়। কনডম ব্যবহারের সময় যদি কোনো প্রশ্ন বা দ্বিধা কাজ করে, তাহলে একজন ডাক্তারের পরামর্শ নিন। গর্ভধারন রোধে কনডম বেশ কার্যকরি তবে এরও কিছু সীমাবদ্ধতা রয়েছে।
ponamas।পোনামাছ। কনডম ব্যবহার কতটুকু নিরাপদ।
ছবি সংগ্রহীত।