আমাদের আজকের আয়োজন একটি কনডম কতবার ব্যবহার করা যায় সম্পর্কে। কনডম ব্যবহারে সঠিক পদ্ধতি ও নিরাপত্তা সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা আমাদের সবারই দায়িত্ব। একটি কনডম কখনোই একাধিকবার ব্যবহার করা উচিত না। একাধিক লোকের সাথেও ব্যবহার করা যাবে না। এটা শুধু একবার ব্যবহারের জন্যই তৈরি। চলুন জেনে নেয়া যাক, একটি কনডম কতবার ব্যবহার করা যায় :-
আরও পড়ুন:- প্যানথার কনডম ব্যবহারের নিয়ম
একটি কনডম কতবার ব্যবহার করা যায়
- একটি কনডম একবারের বেশি ব্যবহার করা উচিত না। এতে অনেক বিপত্তি ঘটতে পারে।
- একবারের বেশি কনডম ব্যবহার করলে কনডম ফেটে যেতে পারে। একাধিক বার কনডম ব্যবহারে কনডম দুর্বল হয়ে যায়।
- একাধিক বার কনডম ব্যবহারে বিভিন্ন জীবানু ছড়িয়ে পড়তে পারে।এতে বিভিন্ন ধরনের যৌন রোগ হতে পারে।
- একাধিক বার কনডম ব্যবহারে কনডমের কার্যকারিতা কমে যায়। এতে যৌন সুরক্ষা হারায়।
- একবার কনডম ব্যবহারে তাতে থাকা লুব্রিকেন্ট শুকিয়ে যায়। এতে সহবাসে ব্যথা অনুভব হয়।

কনডম ব্যবহারে সতর্কতা
- একটি কনডম একবারের বেশি ব্যবহার না করে নতুন কনডম ব্যবহার করুন।
- সহবাসের পর টিস্যুতে পেচিয়ে কনডম ডাস্টবিনে ফেলে দিন।
- কনডম ফেটে গেলে বা ছিঁড়ে গেলে সাথে সাথে কনডম পরিবর্তন করুন।
- কনডম ব্যবহারের পূর্বে অবশ্যই মেয়াদ দেখে নিবেন।মেয়াদোত্তীর্ণ কনডম ব্যবহার যাবে না।
আরও পড়ুন:- সহবাসের সময় অলিভ অয়েল ব্যবহার
আমাদের আজকের আয়োজন ছিলো একটি কনডম কতবার ব্যবহার করা যায় সম্পর্কে। একটি কনডম একাধিক ব্যক্তি বা একবারের বেশি ব্যবহার করা যাবে না। সহবাসের সময় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। সবার মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।
ponamas। পোনামাছ। একটি কনডম কতবার ব্যবহার করা যায়।
ছবি সংগ্রহীত।