আমাদের আজকের আয়োজন উজ্জ্বল ত্বকের জন্য ঘরে তৈরি ফেসপ্যাক। গরমের তীব্রতায় ত্বক উজ্জ্বলতা হারিয়ে শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে ওঠে। গরমে প্রচুর ঘামের জন্য ত্বক আরো বেশি তেলতেলে হয়ে ওঠে। এছাড়া ব্রণের সমস্যা তো আছেই। তাই আজ আমরা দেখাতে চেয়েছি উজ্জ্বল ত্বকের জন্য ঘরে তৈরি ফেসপ্যাক। এই ফেসপ্যাক গুলো গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি ত্বককে সুস্থ রাখতে সাহায্য করবে। বাজারে কেমিক্যালযুক্ত প্রসাধনির বদলে প্রাকৃতিক উপাদানে তৈরি ফেসপ্যাক বেশি উপকারী। চলুন জেনে নেই, উজ্জ্বল ত্বকের জন্য ঘরে তৈরি ফেসপ্যাক সম্পর্কে :-
উজ্জ্বল ত্বকের জন্য ঘরে তৈরি ফেসপ্যাক
হলুদ ও বেসনের ফেসপ্যাক
হলুদে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, ইনফ্ল্যামেটরি ও কারকিউমিন উপাদান যা ক্ষতি কারক রেডিক্যাল থেকে ত্বককে রক্ষা করে। ফেসপ্যাকটি তৈরির জন্য হলুদের গুঁড়া ও বেসন একসাথে মিশিয়ে নিন। এর সাথে পানি বা দুধ মেশান। এই প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
চন্দনের ফেসপ্যাক
রূপচর্চার ক্ষেত্রে চন্দনের ব্যবহার বহুকাল থেকে হয়ে আসছে। চন্দন তক উজ্জ্বল করে এবং ব্রণ রোধ করতে সাহায্য করে। প্রথমে গোলাপজলের সাথে চন্দনের গুঁড়া ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্ট টি মুখে লাগিয়ে ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

মসুর ডালের ফেসপ্যাক
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে মসুর ডালের ব্যবহার জুড়ি মেলা ভার। মসুর ডাল দিয়ে ফেসপ্যাক তৈরির জন্য মসুর ডাল বেশ কিছু সময় পানিতে ভিজিয়ে রাখতে হবে। এবার এই মুসুর ডাল বেটে ঘন পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এবং ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

অ্যালোভেরা ও হলুদের ফেসপ্যাক
অ্যালোভেরায় থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও ফাঙ্গাল প্রোপার্টিজ ত্বকের কালো দাগ, ব্রণের দাগ, বলি রেখা ও বয়সের ছাপ দূর করে দেয়। ফেসপ্যাকটি তৈরির জন্য প্রথমে অ্যালোভেরা জেল এর সাথে হলুদের গুঁড়া এবং দুধের সর মিশিয়ে নিন। এবার পেস্টটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

টকদই ও শশার ফেসপ্যাক
রোদে পোড়া দাগ দূর করতে আমরা শশা ব্যবহার করে থাকি। শসাতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা নিস্প্রান ত্বকের প্রাণ নিয়ে আসে, ত্বকের দাগ দূর করে, ত্বককে নরম ও কোমল করে তোলে। পেস্ট তৈরি করতে শসা কুঁচির সাথে টক দই মেশান। এবার এই পেস্টটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
মধু ও লেবুর ফেসপ্যাক
লেবুর রসে রয়েছে ভিটামিন সি যা ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে। মধু ত্বককে করে হাইড্রেট ও ময়েশ্চারাইজ। পেস্টটি তৈরি করতে এক টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ লেবুর রস মেশান। এবার পেস্টটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
আরও পড়ুন :- বেসন দিয়ে ফর্সা হওয়ার উপায়
উজ্জ্বল ত্বকের জন্য ঘরে তৈরি ফেসপ্যাক গুলো খুবই কার্যকরী। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে ফেসপ্যাক গুলো ব্যবহার করে দেখতে পারেন। বাজারে কেমিক্যাল যুক্ত ফেসপ্যাক গুলোর থেকে ঘরে তৈরি ফেসপ্যাক গুলোও বেশি উপকারি।
ponamas।পোনামাছ।উজ্জ্বল ত্বকের জন্য ঘরে তৈরি ফেসপ্যাক।
ছবি সংগ্রহীত।