ইসলামের দৃষ্টিতে আদর্শ স্বামীর বৈশিষ্ট্য
ইসলামের দৃষ্টিতে আদর্শ স্বামীর বৈশিষ্ট্য

ইসলামের দৃষ্টিতে আদর্শ স্বামীর বৈশিষ্ট্য

আমাদের আজকের আয়োজন ইসলামের দৃষ্টিতে আদর্শ স্বামীর বৈশিষ্ট্য বা একজন আদর্শ স্বামীর গুণাবলী সম্পর্কে। একজন আদর্শ স্বামী তার স্ত্রীর জন্য কল্যাণকর হয়ে থাকে। রসুলুল্লাহ (স) বলেন “তোমাদের মধ্যে ঐ ব্যক্তি উত্তম য তার স্ত্রীদের কাছে উত্তম “। তাই অনেকে আদর্শ স্বামীর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চান। চলুন জেনে নেয়া যাক, ইসলামের দৃষ্টিতে আদর্শ স্বামীর বৈশিষ্ট্য :-

আরও পড়ুন:- ধার্মিক মেয়ে চেনার উপায়

ইসলামের দৃষ্টিতে আদর্শ স্বামীর বৈশিষ্ট্য

  • একজন আদর্শ স্বামীর গুণাবলী মধ্যে অন্যতম এরা স্ত্রীদের প্রতি খুব যত্নশীল হয়। স্ত্রীকে অনেক ভালোবাসে।
  • আদর্শ স্বামীর আচরণ খুব ভালো। এরা সবার সাথে ভালো ব্যবহার করে।এদের অনেক ভালো বন্ধু হয়ে থাকে। স্ত্রীর সাথে নম্র ভদ্র আচরণ করে।
  • একজন আদর্শ স্বামীর বৈশিষ্ট্য এরা যে কোনো বিপদে সবার সাথে। বিপদে কাউকে ভয় না পেয়ে সত্যের পথে লড়াই করে।
  • একজন আদর্শ স্বামী জ্ঞানী থাকেন। সংসার করার ক্ষেত্রে সৌন্দর্যের চেয়ে জ্ঞানের মূল্য বেশি। আদর্শ স্বামীর মাথায় অনেক বুদ্ধি থাকে।
  • এরা অবসর সময়ে স্ত্রীদের সাথে গল্প গুজব করে। এরা স্ত্রীদের পছন্দনীয় সুন্দর নামে ডাকে। স্ত্রীদের সব সময় হাসাতে থাকে।
  • একজন আদর্শ স্বামী তার স্ত্রীর অসুস্থতায় সেবা যত্ন করে থাকে। স্ত্রীদের যে কোনো বিপদে অস্থির হয়ে থাকে।
  • ঘরের কাজে স্বামীরা স্ত্রীকে সাহায্য করে। মাঝে মাঝে নিজে রান্না করে পরিবারকে খাওয়ায়।
  • একজন আদর্শ স্বামীর গুণাবলী এরা স্ত্রীকে গালাগালি করে না, সন্দেহ করে না, ঝগড়া বিবাদ করে না স্ত্রীর কোনো ভূল হলে মহব্বতের সাথে তাকে বোঝায়। সব সময় বিভিন্ন নিয়ম কানুন শেখাতে থাকে।
  • এরা কখনোই স্ত্রীর গায়ে হাত তুলে না। একজন আদর্শ স্বামী তার স্ত্রীকে সব সময় পর্দায় রাখে। নামাজ রোজা করার জন্য স্ত্রীকে উপদেশ দেয়। বেপর্দা অবস্থায় কোথাও যেতে দেয় না।
  • স্ত্রী কখনো রাগ করলে তার অভিমান বোঝার চেষ্টা করে। অযথা স্ত্রীর সাথে রাগারাগি করে না।

আমাদের আজকের আয়োজন ছিলো একজন ইসলামের দৃষ্টিতে আদর্শ স্বামীর বৈশিষ্ট্য সম্পর্কে। একজন ভালো স্বামী তার স্ত্রী সন্তান এবং পরিবারের জন্য কল্যান কর হয়ে থাকে।

ponamas। পোনামাছ। একজন আদর্শ স্বামী বৈশিষ্ট্য। ইসলামের দৃষ্টিতে আদর্শ স্বামীর বৈশিষ্ট্য। একজন আদর্শ স্বামীর গুণাবলী।

ছবি- সংগ্রহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *