অবিবাহিত মেয়েদের স্তনে দুধ আসার কারণ

আমাদের আজকের আয়োজন বিয়ে আগে মেয়েদের দুধ বের হয় কেন বা অবিবাহিত মেয়েদের স্তনে দুধ আসার কারণ সম্পর্কে। সাধারণত মেয়েদের বাচ্চা হওয়ার পর বুকে দুধ আসে । তবে অনেক মেয়েদের বিয়ের আগেই হঠাৎ স্তন থেকে দুধ বের হতে দেখা যায়। এই বিষয়টা নিয়ে অনেকে চিন্তায় পড়ে যায়। তাই অনেকে প্রশ্ন করে অবিবাহিত মেয়েদের স্তনে দুধ আসার কারণ কি? ব্যতিক্রমি হরমোনের ফলে এমনটা হয়ে থাকে। চিন্তা না করে আগে আমাদের লেখাটি সম্পূর্ণ পড়ুন। চলুন জেনে নেয়া যাক, অবিবাহিত মেয়েদের স্তনে দুধ আসার কারণ :-

অবিবাহিত মেয়েদের স্তনে দুধ আসার কারণ

  • বার বার স্তনকে উত্তেজিত করলে স্তন থেকে তরল বের হয়ে আসতে পারে। অনেক মেয়েরা নিজেরাই নিজেকে নানা ভাবে উত্তেজিত করতে চায়। বিয়ের আগে যদি কোনো মেয়ে যোনিতে আঙুল দিয়ে বা স্তনে হাত বুলিয়ে বার বার উত্তেজিত করে তাহলে তাদের স্তন থেকে দুধ বের হতে পারে।
  • অনেক ঔষধের সাইড-ইফেক্ট হিসেবেও স্তন থেকে দুধ বের হতে দেখা যায়। দীর্ঘদিন ধরে ডমপেরিডন ঔষধ খাওয়ার ফলেও স্তন থেকে দুধ বের হয়ে আসে। এছাড়া জন্মনিরোধক ওষধ খাওয়ার ফলেও এমনটা হতে পারে।
  • হরমোন পরিবর্তনের সময় মেয়েদের স্তনে দুধ আসতে পারে। মেয়েদের পিরিয়ড শুরুর আগে ও পরে হরমোনের অনেক পরিবর্তন দেখা যায়। এসময় ইস্টোজেন হরমোনের মাত্রা অনেক বেড়ে যায়। ফলে এসময় স্তন থেকে দুধ বের হতে পারে।
  • অনেক মেয়েরা মানসিক চাপে ভোগে। অত্যাধিক চিন্তার ফলে দেহের কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। ফলে স্তন থেকে দুধ বের হয়ে আসতে পারে।
  • বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য যেমন গাঁজা, হেরোইন, কোকেন ইত্যাদি গ্রহনের ফলেও স্তন থেকে দুধ বের হয়ে আসতে পারে। এসব নেশা জাতীয় দ্রব্য শরীরের হরমোনের তারতম্য ঘটায়।
  • মাথায় টিউমার হলে স্তন থেকে তরল পদার্থ বের হয়ে আসতে পারে। অনেকে এটাকে দুধ মনে করে। তবে এটা দুধ না বরং পানি বা পূজের মতো।
  • শরীরে কোনো জায়গায় ইনফেকশন হলে স্তন থেকে তরল পদার্থ বের হতে পারে। এমনটা হলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে।
  • একটা বিষয় ভালো ভাবে খেয়াল করবেন। স্তনে চাপ দিলে পানি বের হয় নাকি আপনা আপনি বের হয়। স্তনের কয়টা ছিদ্র দিয়ে বের হচ্ছে। যদি একটা ছিদ্র দিয়ে বের হয় এবং তরলটা যদি রক্তের মতো হয় তাহলে আবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে।
বিয়ে আগে মেয়েদের দুধ বের হয় কেন
বিয়ে আগে মেয়েদের দুধ বের হয় কেন

আরও পড়ুন:- ব্রেস্ট ঝুলে যাওয়ার কারণ ও সমাধান

আমাদের আজকের আয়োজন ছিলো বিয়ে আগে মেয়েদের দুধ বের হয় কেন বা অবিবাহিত মেয়েদের স্তনে দুধ আসার কারণ সম্পর্কে। বিয়ের আগে অনেক মেয়েদের স্তন থেকে তরল পদার্থ বেরিয়ে আসতে দেখা যায়। তরল পদার্থ বেরিয়ে আসা মানেই কিন্তু সেটা দুধ নয়।এটা লসিকাগ্রন্থির ক্ষরণ বা পুঁজও হতে পারে।তাই ভালোভাবে খেয়াল করুন এবং সময় করে একজন অভিজ্ঞত ডাক্তারের পরামর্শ নিন।

ponamas। পোনামাছ। বিয়ে আগে মেয়েদের দুধ বের হয় কেন। অবিবাহিত মেয়েদের স্তনে দুধ আসার কারণ।

ছবি-সংগ্রহীত।

Leave a Comment