আমাদের আজকের আয়োজন অবিবাহিত মেয়েদের সাদা স্রাব কেন হয় সেই সম্পর্কে। সাদা স্রাব মেয়েদের শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। সাদা স্রাব বিবাহিত-অবিবাহিত সবার ক্ষেত্রেই হতে পারে। সাদা স্রাব হল মেয়েদের যোনি পথ থেকে নির্গত এক প্রকার সাদা ও হালকা তরল। সাদা স্রাব সাধারণত ভার্সিকাল গ্রন্থি, ব্যাকটেরিয়া ও কোষের সাহায্যে তৈরি হয়। এটি যোনি পথকে স্যাঁতসাঁতে ও জীবাণু মুক্ত রাখতে সাহায্য করে। অনেকেই আমাদের প্রশ্ন করে থাকে অবিবাহিত মেয়েদের সাদা স্রাব কেন হয়? সাদা স্রাব স্বাভাবিক ও প্রাকৃতিকভাবে হলেও, এর পরিমাণ রং বা গন্ধের পরিবর্তন আসলে তা চিন্তার কারণ হতে পারে। চলুন জেনে নেয়া যাক, অবিবাহিত মেয়েদের সাদা স্রাব কেন হয় :-
অবিবাহিত মেয়েদের সাদা স্রাব কেন হয়
স্বাভাবিক সাদা স্রাবের কারণ
- হরমোনের পরিবর্তন: মেয়েদের বয়সন্ধিকালে ইস্টোজেন হরমোনের পরিমাণ বেড়ে যায়। এরপরে সাদাস্রাব হওয়া শুরু হতে পারে। এটি স্বাভাবিক একটি ব্যাপার। আবার পিরিয়ড চলাকালীন সময়ে সাদাস্রাবের পরিমাণ কম বেশি হতে পারে। সাদা স্রাব সচ্ছল, পিচ্ছিল ও পাতলা হয়ে থাকে। তবে মাসিক শুরু হওয়ার আগে কিছুটা ঘন ও সাদা হতে পারে।
- মানসিক চাপ: অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা হরমোনি ভারসাম্য নষ্ট করতে পারে। ফলে সাদা স্রাবের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যেতে পারে।
- খাদ্যাভ্যাস: অতিরিক্ত মশলা জাতীয় খাবার খেলে পরিমাণ বেড়ে যেতে পারে। এছাড়া ঘুমের অভাব ও অপরিচ্ছন্নতা ইত্যাদি করনে সাদা স্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে।
- ব্যায়াম: কঠোর পরিশ্রম বা শরীরচর্চার কারনেও সাদা স্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে।

আরও পড়ুন:- সাদা স্রাবের সাথে হালকা রক্ত যায় কেন
অস্বাভাবিক সাদা স্রাবের কারণ
কিছু কিছু মেয়েদের অস্বাভাবিক সাদা সব দেখা যায়। অবিবাহিত মেয়েদের সাদা স্রাব কেন হয়? তা অনেকেই জানে না। অস্বাভাবিক সাদস্রাব সংক্রমণ বা অন্য কোন সমস্যার লক্ষণ হতে পারে। চলুন অস্বাভাবিক সাদা স্রাবের কিছু কারণ জেনে নেয়া যাক :-
- ইনফেকশন: ইস্ট ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশনের জন্য যোমি পথে চুলকানি জ্বালাপোড়া এবং দইয়ের মতো ঘন সাদা স্রাব তৈরি হতে পারে।
- ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস: সাধারণত যোনি পথের ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হলে ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস হয়ে থাকে। এই সংক্রমণটি হলে যোনিপথ থেকে মাছের মতো তীব্র দূর্গন্ধ বের হতে দেখা যায়।
- স্বাস্থ্যবিধি: যোনিপথের চারপাশের অপরিচ্ছন্নতা, সাবান ডিটারজেন্ট সুগন্ধি যুক্ত পণ্য ব্যবহারের ফলে যোনির আশেপাশে জ্বালা, চুলকানি ইত্যাদি হতে পারে।
কখন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত?
- তীব্র দূর্গন্ধ যুক্ত সাদা স্রাব।
- সাদাস্রাবের সাথে যোনি পথে চুলকানি ও জ্বালাপোড়া হলে।
- সাদাস্রাবের রং হলুদ, সবুজ বা বাদামি হলে।
- তলপেটে প্রচন্ড ব্যথা অনুভব হলে।
করণীয়
- প্রতিদিন শুষ্ক ও পরিষ্কার পরিচ্ছন্ন আন্ডারওয়্যার ব্যবহার করা।
- সাবান বা কোন কেমিক্যাল যুক্ত সুগন্ধি প্রোডাক্ট ব্যবহার করা যাবে না।
- অতিরিক্ত সাদা স্রাব হলে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে।
- অতিরিক্ত মানসিক চাপ ও চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে।

আরও পড়ুন:- অতিরিক্ত সাদা স্রাব হলে কি হয়
সাদাস্রাব হলে কি ক্ষতি হয়
সাদা স্রাব মেয়েদের শরীরে একটি স্বাভাবিক প্রক্রিয়া। যোনি পথকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে প্রাকৃতিকভাবে সাদা স্রাব তৈরি হয়। অনেকেই না জেনে অবিবাহিত মেয়েদের সাদা স্রাব কেন হয়? এ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে থাকে। সাদা স্রাবের রঙ, গন্ধ ও প্রকৃতির উপর নির্ভর করে এটি স্বাভাবিক নাকি ক্ষতির কারণ। চলুন জেনে নেয়া যাক, সাদা স্রাব হলে কি ক্ষতি হয় :-
- প্রজনন ক্ষমতার হ্রাস: অতিরিক্ত ও অস্বাভাবিক সাদাস্রাবের কারণে প্রজনন ক্ষমতা কমে যেতে পারে এবং গর্ভধারণের সমস্যা হতে পারে।
- সংক্রমণ ছড়িয়ে পড়া: অস্বাভাবিক সাদা স্রাবের কারণে ইস্ট ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস এর মত সংক্রমণ হতে পারে। সময়মতো সাদাস্রাবের চিকিৎসা করতে না জরায়ু ও ডিম্বাশয় ছড়িয়ে করতে পারে।
- অস্বস্তি: অতিরিক্ত সাদা স্রাবের কারণে চুলকানি, ব্যথা এবং জ্বালাপোড়া হতে পারে। ফলে দৈনন্দিন জীবনে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে।
- স্বাস্থ্য সমস্যা: দীর্ঘদিন অস্বাভাবিক সাদা স্রাবের ফলে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ হতে পারে। এজন্য দীর্ঘদিন ব্যাথা ও প্রজননতন্ত্রের স্থায়ী ক্ষতি হতে পারে।
অতিরিক্ত সাদাস্রাব হলে কি হয়
আমাদের আজকের আয়োজন ছিল অবিবাহিত মেয়েদের সাদা স্রাব কেন হয়? তবে আমরা এখন অতিরিক্ত সাদাস্রাব হলে কি হয় সেই সম্পর্কে জানানোর চেষ্টা করবো। স্বাভাবিকের চেয়ে বেশি সাদা স্রাব দেখা দিলে সমস্যা হতে পারে তা নিয়ে আলোচনা করা হলো:-
- অস্বস্তি: যদি সাদা স্রাব এর পরিমাণ অনেক বেড়ে যায়, সেই সাথে যোনি পথে চুলকানি, জ্বালাপোড়া, ফোলাভাব দেখা দেয়। তাহলে দৈনন্দিন জীবনে ব্যথা ও অস্বস্তি তৈরি হতে পারে।
- বিব্রতকর পরিস্থিতি: অস্বাভাবিক সাদা স্রাব হলে দৈনন্দিন জীবনে অস্বস্তি তৈরি হতে পারে। দুর্গন্ধ, আদ্রতা, ভেজা ভাব হলে অস্বস্তিবোধ হতে পারে। এর ফলে অনেকের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে।
- প্রজনন ক্ষমতা হ্রাস: অস্বাভাবিক সাদা স্রাব প্রজন ক্ষমতাকে হ্রাস করতে পারে না। অনেক সময় জরায়ু বা ডিম্বাশয়ে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে ফলে গর্ভধারণ এ সমস্যা হয়ে থাকে।
- মানসিক চাপ: অতিরিক্ত সাদা স্রাব নারীদের মধ্যে মানসিক চাপ ও উদ্যোগ বাড়াতে পারে।

আরও পড়ুন:- অতিরিক্ত সাদা স্রাব হলে করনীয় কি
জমাট বাঁধা সাদাস্রাব কেন হয়
সাদা স্রাব মেয়েদের শরীরে একটি স্বাভাবিক অংশ হলেও অতিরিক্ত ও ঘনত্বের পরিবর্তন স্বাস্থ্যকর সমস্যার লক্ষণ হতে পারে। জমাট বাধা বা দইয়ের মতো সাদা স্রাব সংক্রমণের অন্যতম কারণ হতে পারে। অবিবাহিত মেয়েদের সাদা স্রাব কেন হয়? তা জানার পাশাপাশি জমাট বাঁধা স্রাব কেন হয় তা জানাও জরুরী। চলুন জেনে নেয়া যাক, জমাট বাঁধা সাদাস্রাব কেন হয় :-
- ইস্ট ইনফেকশন: জমাট বাঁধা সাদা স্রাবের অন্যতম কারণ হলো ইস্ট ইনফেকশন। যোনি পথে ইস্ট ইনফেকশন হলে জমাট বাঁধা সাদা স্রাব দেখা দিতে পারে।
- ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস: সাধারনত যোনি পথের ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হলে এমনটা হতে পারে। এজন্য যোনিপথ থেকে মাছের মতো গন্ধ বের হতে পারে।
- ছত্রাক সংক্রমণ: যদি সাদা স্রাব দেখতে দইয়ের মতো হয় এবং যোনিতে চুলকানি, জ্বালাপোড়া ও লালচে ভাব থাকে তবে এটি সংক্রমণের লক্ষণ হতে পারে।
- ওভুলেশন: মাসিক চক্রের মাঝামাঝি সময়ে যখন ওভুলেশন হয় তখন আঠালো সাদা স্রাব দেখা দিতে পারে। এটি দেখতে ডিমের সাদা অংশের মতো দেখায়।
ছানার মতো সাদা স্রাব কেন হয়
ছানার মতো সাদা স্রাব হওয়ার প্রধান কারণ হলো ইস্ট ইনফেকশন। মেয়েদের যোনিপথের সংক্রমনের কারণে সাধারণত এমনটা হয়ে থাকে। অবিবাহিত মেয়েদের সাদা স্রাব কেন হয়? প্রশ্ন করার পাশাপাশি অনেকে এই প্রশ্নটাও করে যে ছানার মতো সাদা স্রাব কেন হয়? চলুন জেনে নেয়া যাক ছানার মতো সাদা স্রাব কেন হয়:-
- হরমোনের পরিবর্তন: গর্ভাবস্থায়, মাসিকের সময় বা জন্মনিয়ন্ত্রণ পিল সেবনের পর মেয়েদের শরীরে হরমোনের পরিবর্তন দেখা যায়। হরমোনের এই পরিবর্তনের ফলে মেয়েদের ছানার মতো সাদা স্রাব হতে পারে।
- রোগপ্রতিরোধ ক্ষমতা: রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে ছত্রাকের বিরুদ্ধে শরীর লড়াই করতে পারে না। ফলে সাদা স্রাবের পরিমাণ বেড়ে যায়।
- ডায়াবেটিস: ডায়াবেটিস এর জন্য শরীরের শর্করার মাত্রা বেড়ে যায়। শরীরে ছত্রাকের পরিমাণ বেড়ে গেলে সাদা স্রাবের পরিমাণও বেড়ে যেতে পারে।
আরও পড়ুন:- অতিরিক্ত সাদা স্রাব হলে কি হয়
সাদা স্রাব কি খেলে ভালো হয়
সাদা স্রাব হলে কি খেতে হয় বা সাদা স্রাব কি খেলে ভালো হয়? অনেকেই তা জানে না। সাদা স্রাবের জন্য বিশেষ কিছু খাবার খুবই উপকারি হতে পারে। অবিবাহিত মেয়েদের সাদা স্রাব কেন হয় এটা জানা যেমন জরুরী পাশাপাশি সাদা স্রাব কি খেলে ভালো হয় তা জানাও জরুরী। তবে সাদা স্রাব চলা কালে অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
- দই: দইয়ে রয়েছে ল্যাকটোব্যাসিলাস নামক উপকারী ব্যাকটেরিয়া যা যোনিপথের স্বাভাবিক পরিবেশকে বজায় রাখতে সাহায্য করে। প্রতিদিন দই খেলে যোনির PH স্বাভাবিক থাকতে সাহায্য করে।
- মেথি: সাদাস্রাব কমাতে মেথি জনপ্রিয় ঘরোয়া উপায়। মেথি সারারাত ভিজিয়ে রেখে সকালে পানি পান করলে ভালো উপকার পাওয়া যায়।
- কলা: নিয়মিত কলা খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সেই সাথে হজম প্রক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে। সাদা স্রাব চলাকালে অনেক ডাক্তার কলা খেতে পরামর্শ দেন।
- আমলকী: আমলকি ভিটামিন সি সমৃদ্ধ ফল। যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমলকির রস বা শুকনল আমলকিও খাওয়া যায়।
- তুলসি পাতা: প্রাচীন কাল থেকে নানা কাজে তুলসী পাতার ব্যবহার হয়ে আসছে। তুলসি পাতা ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধে সাহায্য করে। নিয়মিত তুলসী পাতার রস খেলে সাদা স্রাব স্বাভাবিক হয়ে যায়।
আমাদের আজকের আয়োজন ছিলো অবিবাহিত মেয়েদের সাদা স্রাব কেন হয় সেই সম্পর্কে। সাদা স্রাব মেয়েদের শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। যা বিবাহিত কিংবা অবিবাহিত সবারই হতে পারে। তবে সাদাস্রাবের গঠনে যদি অস্বাভাবিকতা দেখা যায়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। যেহেতু এই পোস্টে আমরা অবিবাহিত মেয়েদের সাদা স্রাব কেন হয়? সম্পর্কে কথা বলার পাশাপাশি আরও অনেক গুলো বিষয়ে কথা বলেছি তাই পোস্টটি সবার জন্য উপকারি হবে। অবিবাহিত মেয়েদের সাদা স্রাব হওয়া একটি খুব স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া।
ponamas। পোনামাছ। অবিবাহিত মেয়েদের সাদা স্রাব কেন হয়। সাদা স্রাব হলে কি ক্ষতি হয়। অতিরিক্ত সাদা স্রাব হলে কি হয় ।জমাট বাঁধা সাদা স্রাব কেন হয়। ছানার মতো সাদা স্রাব কেন হয়। ঘন সাদা স্রাব কেন হয়। সাদা স্রাব কি খেলে ভালো হয় । সাদা স্রাব হলে কি বাচ্চা হয়।
ছবি সংগ্রহীত।