আমাদের আজকের আয়োজন অতিরিক্ত সাদা স্রাব হলে কি হয়? বা সাদা স্রাব হলে কি ক্ষতি হয়। সাদা স্রাব মেয়েদের শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। যৌনি স্রাব একটি স্বাস্থ্যকর তরল যা যৌন পথকে জীবাণু মুক্ত রাখে। তবে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত সাদাস্রাব হলে তা কোনো রোগের কারণ হতে পারে। চলুন জেনে নেই, অতিরিক্ত সাদা স্রাব হলে কি হয়? বা সাদা স্রাব হলে কি ক্ষতি হয় :-
অতিরিক্ত সাদা স্রাব হলে কি হয়
- খিদে কমে যাওয়া বা খোদা মন্ধা।
- যোনি পথে চুলকানি।
- হাত পায়ে ব্যথা হওয়া।
- বার বার টয়লেটে যাওয়া।
- বমি বমি ভাব।
- তল পেট ভারি হওয়া।
- মেজাজ হারানো।
- হাত পায়ের পেশিতে টান টান ভাব।

সাদা স্রাব বা লিকোরিয়া কেন হয়?
লিকোরিয়া বা সাদা স্রাব হওয়ার অনেক কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম যৌনি পথে ব্যাকটেরিয়ার আক্রমণ, শারীরিক পরিশ্রম, সন্তান নষ্ট হওয়া, ত্রুটিপূর্ণ শারীরিক সম্পর্ক, রোগগ্রস্ত পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক, রক্তের অভাব, যৌনি পথের স্বাস্থ্য বিধি মেনে না চলা ইত্যাদি।
আরও পড়ুন:- অতিরিক্ত সাদা স্রাব হলে করনীয় কি
আমাদের অনেকেই প্রশ্ন করে থাকে অতিরিক্ত সাদা স্রাব হলে কি হয় বা সাদা স্রাব হলে কি ক্ষতি হয়। সাদাস্রাব হওয়া স্বাভাবিক ব্যাপার। তবে অতিরিক্ত সাদাস্রাব হওয়া অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যা বড় কোন রোগের ও লক্ষণ বহন করে। তাই অতিরিক্ত সাদা স্রাব দেখা দিলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ponamas। পোনামাছ। অতিরিক্ত সাদা স্রাব হলে কি হয় । সাদা স্রাব হলে কি ক্ষতি হয়।
ছবি সংগ্রহীত।