হিন্দু ধর্মে বউয়ের দুধ খাওয়া যায়

আমাদের আজকের আয়োজন হিন্দু ধর্মে বউয়ের দুধ খাওয়া যায় কি না সেই সম্পর্কে। আমাদের অনেকের মনে এই প্রশ্নটা চলে আসে যে, হিন্দু ধর্মে বউয়ের দুধ খাওয়া যায় কিনা? এই বিষয়টা নিয়ে সমাজের নানা ধরনের ব্যাখার প্রচলন রয়েছে। তবে অধিকাংশ মানুষই জানতে চায় এই বিষয়ে হিন্দু ধর্ম কি বলে। আজ আমরা হিন্দু ধর্মে বউয়ের বুকের দুধ খাওয়া যায় কিনা এই বিষয় নিয়ে আলোচনা করবো। চলুন জেনে নেয়া যাক, হিন্দু ধর্মে বউয়ের দুধ খাওয়া যায় :-

হিন্দু ধর্মে বউয়ের দুধ খাওয়া যায়

হিন্দু শাস্ত্র কি বলে

হিন্দু ধর্মে বউয়ের দুধ পান করা নিয়ে সুনির্দিষ্ট কোনো বিধান বা নিষেধাজ্ঞা নেই। হিন্দু শাস্ত্রে কোথাও স্পষ্ট করে বলা নেই যে, স্ত্রীর স্তন পান করা যাবে না। সাধারণত মায়ের দুধ শিশুদের জন্য বলে মনে করা হয়। হিন্দু ধর্মে মাতৃদুগ্ধকে অত্যন্ত পবিত্র এবং শিশুর জন্য জীবনদায়ী অমৃত হিসেবে দেখা হয়। তাই শিশুদের খাবারে বড়দের মুখ না দেওয়াই উচিত।

হিন্দু ধর্মে বউয়ের দুধ খাওয়া যায়
হিন্দু ধর্মে বউয়ের দুধ খাওয়া যায়

সামাজিক দৃষ্টিকোণ কি বলে

  • সাধারণত মায়ের দুধ ছোট শিশুদের জন্য বলে মনে করা হয়। মায়ের বুকের দুধ পান করার মাধ্যমে শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। শিশুরা এই দুধ পান করে ধীরে ধীরে বড় হয়ে উঠে। তবে নিদিষ্ট বয়সের পর শিশুদেরও মায়ের দুধ খাওয়ানো যায় না। মেয়েদের বুকের দুধে পুষ্টি উপাদান থাকলেও তা বড়দের খাওয়া উচিত না।
  • হিন্দু ধর্মে স্বামী স্ত্রী সম্পর্ক খুবই পবিত্র। তাই স্বামী স্ত্রীর মধ্যে সম্মান বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। যদিও স্ত্রীর স্তন পান করা নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই তবুও এটি এড়িয়ে চলাই উত্তম।
  • সামাজিকতার বিচারে বলতে গেলে মেয়েদের বুকের দুধ শুধু মাত্র সন্তানের জন্য। সমাজিকভাবে স্ত্রীর স্তনের দুধ পান করার কোনো বিধান নেই। স্ত্রীর দুধ পান করা ভালো স্বাভাবিক বলে মনে করা হয় না।

বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত পবিত্র। শারীরিক সম্পর্ক থেকে শুরু করে নানা ব্যক্তিগত বিষয় নিয়ে সমাজে বিভিন্ন স্তরের বিভিন্ন আলোচনা প্রচলিত আছে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে হিন্দু ধর্মে বউয়ের দুধ খাওয়া যায় কিনা? হিন্দু ধর্মে একজন স্বামী তার স্ত্রীর বুকের দুধ খেতে পারবে কিনা, তা নিয়ে নির্দিষ্টভাবে কিছু বলা নেই।

হিন্দু ধর্মে বউয়ের বুকের দুধ খাওয়া যায়
হিন্দু ধর্মে বউয়ের বুকের দুধ খাওয়া যায়
  • প্রচলিত প্রথা: অনেক ক্ষেত্রে দেখা যায়, হিন্দু বিবাহে নতুন দম্পতিকে কেশর মেশানোর দুধ পান করানো হয়। এভাবে দম্পতির নতুন জীবন শুরু কে শুভ বলে মনে করা হয়।
  • শিবলিঙ্গের দুধ: কিছু অঞ্চলে স্ত্রীর দুধ কে পবিত্র মনে করা হয় তাই তারা স্ত্রীর দুধ দিয়ে শিব লিঙ্গকে স্নান করিয়ে থাকে। তবে স্বামীর দুধ পান করা সম্পর্কে বলা হয়নি।
  • মাতৃত্বের পবিত্রতা: হিন্দু ধর্মে মাতৃত্বকে অত্যন্ত পবিত্র হিসেবে ধরা হয়ে থাকে। মায়ের দুধকে শিশুর জন্য অমৃত বলে গণনা করা হয়। তাই স্ত্রীর দুধকে সন্তানের জন্য রাখাই উত্তম।

স্বাস্থ্য কথা ও সামাজিক আলোচনা:

  • অন্তরঙ্গতা: স্বামী স্ত্রী সহবাসের সময় স্ত্রীর স্তরে আদর করার বৈধতা রয়েছে। সহবাসের সময় এ বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত। তাই ব্যক্তি সম্মতির ওপর নির্ভর করে স্তনে আদর করতে পারেন।
  • স্তন মর্দন বা চুম্বন: স্ত্রীর স্তন পান করা এবং মর্দন বা চুম্বণ করা এক বিষয় না। স্ত্রীর স্তন চুম্বন হিন্দু ধর্মে নিষিদ্ধ নয়। স্বামী স্ত্রীর স্বাভাবিক অন্তরঙ্গতার অংশ হিসেবে বিবেচিত হতে পারে।
  • স্বাস্থ্যগত দিক: স্ত্রীর স্তন পান সাধারণত স্বামীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। তবে সরাসরি স্ত্রীর স্তন থেকে দুধ পান করা উচিত নয়। এটি শিশুদের জন্য নিরাপদ খাদ্য। যা তাদের পুষ্টি চাহিদা পূরণ করে থাকে।

আরও পড়ুন:- হিন্দু ধর্মে সহবাসের নিয়ম

শারীরিক সম্পর্কে স্তন পান

স্বাভাবিক ভাবে স্ত্রীর স্তন পান করা নিষেধ করা হলেও সহবাসের সময় স্ত্রীর স্তনে চুমু দেওয়া, লেহন করা বা স্তনে আদর করার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। সহবাসের সময় স্ত্রীর স্তনে আদর করা স্বাভাবিক একটা ব্যাপার। তবে সহবাসের সময় ইচ্ছে করে স্ত্রীর দুধ পান করা খুবই বাজে বিষয়। সহবাসের সময় স্ত্রীর স্তনে যত খুশি আদর করতে পারেন তবে, কিছু পান করা যাবে। সহবাসের সময় অনিচ্ছাকৃত ভাবে সামান্য দুধ মুখে চলে গেলে, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই ইচ্ছাকৃত ভাবে বউয়ের দুধ পান করা উচিত নয়।

সিদ্ধান্ত:

হিন্দু ধর্মে বউয়ের দুধ খাওয়া যায় এ প্রশ্নের উত্তরে বলা যায়, হিন্দু ধর্মের স্ত্রীর দুধ পান করা বিষয়টি সরাসরি হারাম বা মহাপাপ হিসেবে গণ্য করা যায় না। এটি একটি ব্যক্তিগত বিষয়। স্বামী স্ত্রী উভয়ের সম্মতিক্রমে এ বিষয়টি করতে পারে। তবে মনে রাখতে হবে মায়ের বুকের দুধ শিশুদের অধিকার।

হিন্দু ধর্মে বউয়ের বুকের দুধ খাওয়া যায়
হিন্দু ধর্মে বউয়ের বুকের দুধ খাওয়া যায়

আমাদের আজকের আয়োজন ছিলো হিন্দু ধর্মে বউয়ের দুধ খাওয়া যায় কিনা সেই সম্পর্কে। সত্যি বলতে গেলে হিন্দু শাস্ত্রে কোথাও বউয়ের বুকের দুধ খাওয়ার নিষেধাজ্ঞা নেই। ধর্মীয় ভাবে নিষেধ না থাকলেও সামাজিক ভাবে স্ত্রীর স্তন পান করা উচিত নয়। স্ত্রীকে উত্তেজিত করতে তার স্তনে আদর করাই যথেষ্ট তবে দুধ পান করার কোনো প্রয়োজন নেই। অনিচ্ছাকৃত ভাবে বউয়ের বুকের দুধ মুখে চলে গেলে, ফেলে দিবেন। তাতে কোনো সমস্যা নেই। সবসময় মনে রাখবেন, মায়ের বুকের দুধ সৃষ্টিকর্তা দিয়েছে সন্তানের জন্য। কোনো ভাবেই এটি বড়দের খাওয়া উচিত নয়। হিন্দু ধর্মীয় বা সামাজিক ঐতিহ্যে “স্বামী স্ত্রীর দুধ গ্রহণ” কোনও প্রচলিত বা অনুমোদিত আচরণ নয়।

ponamas । পোনামাছ। হিন্দু ধর্মে বউয়ের দুধ খাওয়া যায় কিনা। হিন্দু ধর্মে বউয়ের দুধ খাওয়া যায় কি।

ছবি সংগ্রহীত।

Leave a Comment